৩৯ হাজার কোটির মালিকানা কোথায় গেল?

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৬ ০৯:৪৪:৩০
৩৯ হাজার কোটির মালিকানা কোথায় গেল?

ভারতের কর্পোরেট জগত ও বলিউডকে একত্রে নাড়িয়ে দিল এক হৃদয়বিদারক সংবাদ আকস্মিকভাবে প্রয়াত হয়েছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও শিল্পপতি সঞ্জয় কাপুর। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এক ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় দুর্ঘটনাবশত মৌমাছি গিলে ফেলায় তার শ্বাসনালিতে জটিলতা তৈরি হয়, যা থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে তার।

সঞ্জয় কাপুর ছিলেন বৈদ্যুতিক যানবাহন উৎপাদনকারী আন্তর্জাতিক সংস্থা ‘সোনা কম্পস্টার’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার। সংস্থাটি ভারত ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনে বিস্তৃত। ২০২৪ সালের হিসাব অনুযায়ী, কোম্পানিটির মোট বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৯ হাজার কোটি টাকা। এমন এক বৃহৎ শিল্পসাম্রাজ্যের হঠাৎ শূন্যতায় স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন কে হবেন এই সাম্রাজ্যের উত্তরাধিকারী?

সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, এই বিশাল ব্যবসার হাল ধরছেন না সঞ্জয়ের স্ত্রী বা সন্তানরা। বরং দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তার দুই বোন—সুপর্ণা কাপুর ও মন্দিরা কাপুর কইরালার হাতে।

সুপর্ণা কাপুর একজন খ্যাতনামা ম্যাগাজিন সম্পাদক, এবং মন্দিরা কাপুর কইরালা আছেন গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ‘সোনা মন্দিরা প্রাইভেট লিমিটেড’-এর সিইও হিসেবে। উল্লেখযোগ্যভাবে, ‘সোনা’ নাম নিয়ে সঞ্জয় ও মন্দিরার মধ্যে একসময় আইনি বিরোধ চলেছিল, তবে পরবর্তীতে সেই বিরোধ নিষ্পত্তি হয় এবং পারিবারিক সুসম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়।

সঞ্জয় কাপুরের ব্যক্তিগত জীবনও কম আলোচনার বিষয় নয়। তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। প্রথম স্ত্রী ছিলেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। তাদের দুই সন্তান—সামাইরা ও কিরণ। বিচ্ছেদের সময় সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষায় সঞ্জয় একটি ১৪ কোটি টাকার বন্ড সই করেন, যাতে প্রতি মাসে সুদসহ ১০ লাখ টাকা করে তাদের অ্যাকাউন্টে জমা হয়। তাছাড়া মুম্বইয়ের খার অঞ্চলে একটি বিলাসবহুল বাড়িও সন্তানদের নামে উইল করে রেখে গেছেন।

পরবর্তীতে তিনি প্রিয়া সচদেবকে বিয়ে করেন, যাঁর সঙ্গে তাঁর আরেকটি সন্তান রয়েছে। তার জন্যও সঞ্জয় সুনির্দিষ্টভাবে সম্পত্তি নির্ধারণ করে গেছেন।

যদিও উত্তরাধিকার ও সম্পত্তি বিতরণ নিয়ে বিশ্লেষণ ও আলোচনা চলছে, কাপুর পরিবারের উপর সঞ্জয়ের হঠাৎ মৃত্যু এক গভীর শোকের ছায়া ফেলেছে। একজন দূরদর্শী ব্যবসায়ী, সাহসী উদ্যোক্তা এবং জটিল পারিবারিক জীবনের অধিকারী সঞ্জয় কাপুরের জীবনযাত্রা একদিকে যেমন চমকপ্রদ, অন্যদিকে তেমনই মানবিক।

এই মুহূর্তে যতই আর্থিক উত্তরাধিকারের হিসাব-নিকাশ চলুক না কেন, পরিবারের সদস্যদের জন্য এই ক্ষতি পূরণ করার মতো নয়। ব্যবসা চলবে, শেয়ার বদলাবে, কিন্তু সঞ্জয়ের অভাব অনুভব করবে তার পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

-অনন্যা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ