সংবাদ সম্মেলনে পদত্যাগ করলেন আ.লীগের গুরুত্বপূর্ণ নেতা!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৪ ১৭:২২:২২
সংবাদ সম্মেলনে পদত্যাগ করলেন আ.লীগের গুরুত্বপূর্ণ নেতা!

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন স্থানীয় রাজনীতির পরিচিত মুখ ও ব্যবসায়ী কামরুজ্জামান কামাল। একইসঙ্গে তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকেও নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

শনিবার (১৪ জুন) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান। পদত্যাগের পেছনে ‘শারীরিক অসুস্থতা’কে কারণ হিসেবে উল্লেখ করেছেন কামাল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি বাংলাদেশ আওয়ামী লীগ, মুকসুদপুর উপজেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম। কিন্তু আমি হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছি। এ অবস্থায় সক্রিয় রাজনীতিতে থাকা আর সম্ভব নয়। তাই আমি স্বেচ্ছায় দায়িত্ব থেকে পদত্যাগ করছি এবং রাজনীতি থেকেও অবসর নিচ্ছি।”

তিনি আরও জানান, এই সিদ্ধান্ত তার নিজের এবং এতে কোনো ধরনের রাজনৈতিক চাপ কিংবা জটিলতা জড়িত নেই।

উল্লেখ্য, কামরুজ্জামান কামাল দীর্ঘদিন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পদত্যাগে উপজেলা রাজনীতিতে নানা আলোচনা শুরু হয়েছে। যদিও তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবেন না।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ