আবারও উত্তাল শাহবাগ: জুলাই আহতদের দাবি নিয়ে বিক্ষোভ!

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১১ ১৪:০৫:৫২
আবারও উত্তাল শাহবাগ: জুলাই আহতদের দাবি নিয়ে বিক্ষোভ!

সত্য নিউজ:আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়ন এবং আহতদের জন্য আজীবন উন্নত চিকিৎসার দাবিতে রবিবার সকালে শাহবাগ মোড়ে ফের অবরোধ শুরু করেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাদের পরিবার, সহযোদ্ধা ও সহানুভূতিশীল নাগরিকরাও কর্মসূচিতে অংশ নিয়েছেন।

রবিবার (১১ মে) সকাল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। ক্রমেই জমতে থাকা এই অবরোধে মুখর হয়ে ওঠে স্লোগানে স্লোগানে। ব্যস্ত এই মোড়টি কার্যত অচল হয়ে পড়ে; আশপাশের রাস্তায় দেখা দেয় তীব্র যানজট। সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়, চরম ভোগান্তির মধ্যে পড়েন শিক্ষার্থী ও অফিসগামীরা।

আন্দোলনে আহতরা জানান, তারা কোনো রাজনৈতিক দলের ছায়ায় নয়, বরং জনতার দাবি ও ন্যায়ের পক্ষে আন্দোলনে নেমেছিলেন। তাদের মতে, ‘জুলাই সনদ’ গণমানুষের আশা-আকাঙ্ক্ষার দলিল, যার বাস্তবায়ন ছাড়া স্বাধীনতা ও গণতন্ত্রের প্রকৃত অর্থ প্রতিষ্ঠা অসম্ভব। তারা স্পষ্ট করে বলেন, “আমাদের জীবন থাকতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর পুনর্বাসন কোনোভাবেই মেনে নেব না।”

তাদের দাবি—শুধু ঘোষণার নাটক নয়, আইন প্রয়োগ করে আওয়ামী লীগকে অবিলম্বে চিরতরে নিষিদ্ধ করতে হবে। তারা দলটিকে “ভারতের রাজাকার” আখ্যা দিয়ে বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।” এ সময় তারা আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের লিখিত ঘোষণা দাবি করেন। পাশাপাশি আজীবন চিকিৎসা সেবা নিশ্চিতের ব্যবস্থাও সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন।

আন্দোলনকারীরা সাফ জানিয়ে দেন, তাদের তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না—
১. আওয়ামী লীগকে আইনিভাবে নিষিদ্ধ ঘোষণা
২. আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের নিশ্চয়তা
৩. জুলাই ঘোষণাপত্র রাজপথেই ঘোষণা ও বাস্তবায়নের রোডম্যাপ

এদিকে, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ধরনের বলপ্রয়োগের উদ্যোগ না নিলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।

প্রসঙ্গত, এর আগের দিন শনিবার (১০ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে উল্লেখযোগ্য সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তাদের নেতাদের বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ থাকবে। এতে অনলাইন বা সাইবার মাধ্যমেও আওয়ামী লীগের প্রচার-প্রচারণা কিংবা সংগঠনিক তৎপরতা চালানো যাবে না।

একই বৈঠকে সিদ্ধান্ত হয়, ‘জুলাই সনদ’ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করা হবে এবং সে অনুযায়ী একটি রূপরেখা প্রস্তুত করে তা জনসমক্ষে আনা হবে। উপদেষ্টা পরিষদ আরও উল্লেখ করে, নিরাপত্তা বাহিনী, আদালত এবং রাষ্ট্রের সংবিধানগত প্রতিষ্ঠানের উপর আস্থা রেখেই প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।

এখন দেখার বিষয়—জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই দাবিগুলোর বাস্তবায়ন ঘিরে কী ভূমিকা নেয় এবং রাজপথের উত্তাপ কোন দিকে গড়ায়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ