কুষ্টিয়ায় সাত বছরের মুহাম্মদ মাত্র ৯ মাসে হাফেজ হল!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১১ ১৮:৫২:৪৯
কুষ্টিয়ায় সাত বছরের মুহাম্মদ মাত্র ৯ মাসে হাফেজ হল!

মাত্র সাত বছর বয়সেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার এক শিশু। আর তা-ও আবার মাত্র নয় মাসে, যা এক অনন্য নজির। বিস্ময়কর এই কীর্তির নায়ক শিশুটি হলো মুহাম্মদ, যার পরিবারে কোরআনের প্রতি ভালোবাসা ও নিষ্ঠার ঐতিহ্য দীর্ঘদিনের।

ভেড়ামারার সাতবাড়ীয়া গ্রামে বেড়ে ওঠা মুহাম্মদ মায়ের কাছে থেকেই সম্পন্ন করেছে পবিত্র কোরআনের হিফজ। তার মা আলেমা মাছুমা জান্নাত নিজেই একজন নারী আলেম এবং পরিচালনা করছেন 'মাছুমা জান্নাত মহিলা মাদরাসা' নামে একটি কওমি প্রতিষ্ঠান। এখানেই মুহাম্মদের হিফজের পুরো যাত্রা সম্পন্ন হয়েছে মা ও নানির হাতে, পরিবারিক পরিবেশেই।

শিশুটির পিতা মুফতি আবদুল্লাহ আমজাদ পেশায় একজন আলেম এবং বলছেন, “আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারটি কোরআন কেন্দ্রিক। আমার স্ত্রী হাফেজা, তিনিও তার মায়ের (মুহাম্মদের নানির) কাছে হিফজ সম্পন্ন করেছেন। আজ আমাদের ছেলেও একই পথে হাঁটছে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ।”

তিনি আরও বলেন, “আমার স্বপ্ন, মুহাম্মদ শুধু একজন হাফেজ নয়, বরং একজন আলেম, দাঈ ও আন্তর্জাতিক মানের ক্বারি হিসেবে গড়ে উঠুক, যিনি কোরআনের বাণীকে বিশ্বদরবারে তুলে ধরবে।”

‍সম্মাননা ও দোয়া মাহফিলহিফজ সম্পন্ন উপলক্ষে গত মঙ্গলবার (১০ জুন) মাদরাসা প্রাঙ্গণে একটি বিশেষ দোয়া ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার গণ্যমান্য আলেম ও মুহাম্মদের স্বজনেরা তার মাথায় সম্মানের পাগড়ি পরিয়ে দেন, যা কওমি ধারার হাফেজদের জন্য একটি গৌরবময় মুহূর্ত।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট আলেমরা বলেন, “এই শিশু আমাদের সমাজের জন্য এক অনুপ্রেরণা। তার নিষ্ঠা, অধ্যবসায় এবং পরিবারের শিক্ষার পরিবেশ আমাদের বুঝিয়ে দেয় উপযুক্ত দিকনির্দেশনা ও পরিবেশ থাকলে শিশুরা কতটা অসাধ্য সাধন করতে পারে।”

মুহাম্মদের হিফজের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল তার মায়ের। তিনি প্রতিদিন সময়মতো হিফজ শেখানো, পুনরাবৃত্তি এবং অধ্যাবসায় বজায় রাখতে ছেলেকে আন্তরিকভাবে সহায়তা করেছেন। পারিবারিক পরিবেশে কোরআনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা শিশুটিকে এমন লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করেছে।

মুহাম্মদের এই সাফল্য কেবল ব্যক্তি বা পরিবার নয়, পুরো সমাজের জন্য এক ইতিবাচক বার্তা বহন করে। ইলম ও কোরআন চর্চার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে গঠন করা যে সম্ভব, মুহাম্মদের গল্প সেটাই আবারও প্রমাণ করল।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ