ঢাকায় ফের করোনা! একদিনে শনাক্ত ১০ জন!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১১ ১৮:২০:৩৬
ঢাকায় ফের করোনা! একদিনে শনাক্ত ১০ জন!

দেশে আবারও ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে কোভিড-১৯ সংক্রমণ। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীতে নতুন করে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের সবারই অবস্থান রাজধানী ঢাকায়, যা জনবহুল এই মহানগরীর ঝুঁকি ও ঘনবসতির কারণে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।

পরীক্ষা ও শনাক্তের হার

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মোট ১০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষাকৃত নমুনার মধ্যে ১০ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে, যা দৈনিক শনাক্তের হার দাঁড়ায় ৯.৩৫ শতাংশ।এদিকে, মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট পরীক্ষার ভিত্তিতে গড় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩.০৫ শতাংশ।

মোট আক্রান্ত ও সুস্থতার সংখ্যা

নতুন সংক্রমণসহ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০,৫১,৭৭০ জনে।এদিকে, ২৪ ঘণ্টায় মাত্র ২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন, ফলে এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ২০,১৯,৩৮০ জন।

মৃত্যুহীন দিন, তবে আত্মতুষ্টি নয়

স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। মহামারির ভয়াবহ সময়গুলোতে যেখানে প্রতিদিন শতাধিক মৃত্যু হয়েছে, সেখানে এই শূন্য হার আশার সঞ্চার করে।তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, “শূন্য মৃত্যু মানেই ঝুঁকি নেই এই ধারণা আত্মঘাতী হতে পারে।” সংক্রমণ হালকা হলেও ভবিষ্যৎ তরঙ্গে রূপ নিতে পারে বলেও সতর্ক করেছেন তারা।

পূর্বের প্রেক্ষাপট: ভয়াবহতার স্মৃতি

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ওই বছরই ১৮ মার্চ দেশের প্রথম মৃত্যুর খবর আসে। সবচেয়ে ভয়াবহ দিন ছিল ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট যেদিন সর্বোচ্চ ২৬৪ জন করে মানুষ প্রাণ হারান। এর পর থেকেই শুরু হয় টিকা কার্যক্রম ও স্বাস্থ্যবিধি জোরদার করে নিয়ন্ত্রণের চেষ্টা।

ঢাকায় কেন বাড়ছে সংক্রমণ?

বিশেষজ্ঞদের মতে, ঢাকায় সংক্রমণ বাড়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে:

  • জনসংখ্যার ঘনত্ব
  • মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্বে অনীহা
  • টিকার বুস্টার ডোজ না নেওয়া
  • গ্রীষ্মকালীন ভাইরাল সংক্রমণের ঋতু

তারা সতর্ক করে বলেন, “এই সামান্য সংখ্যা হঠাৎ করে ক্লাস্টারে পরিণত হতে পারে, যদি আমরা এখনই সতর্ক না হই।”

সরকারি প্রস্তুতি ও জনসচেতনতা

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কোভিডের পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়মিত সমন্বয় সভা হচ্ছে। পুনরায় মাস্ক পরার আহ্বান জানানো হয়েছে জনসাধারণের প্রতি, বিশেষ করে গণপরিবহন, হাসপাতাল ও জনবহুল স্থানে।

সর্বশেষ তথ্যমতে, বুস্টার ডোজ গ্রহণের হার এখনও ৬০ শতাংশের নিচে রয়েছে, যা একটি বড় উদ্বেগের জায়গা।

-অনন্যা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ