মুহাম্মদ ইউনূসের নাম নেই ওয়েবসাইটে, যা বললেন তাঁর প্রেস সচিব

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১১ ০৮:৪৪:১৫
মুহাম্মদ ইউনূসের নাম নেই ওয়েবসাইটে, যা বললেন তাঁর প্রেস সচিব

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘কিং চার্লস থার্ড হারমনি অ্যাওয়ার্ড’ প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম। স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সাংবাদিকরা জানতে চান, অধ্যাপক ইউনূসকে এই সম্মাননা দেওয়া হচ্ছে দাবি করা হলেও পুরস্কার সংশ্লিষ্ট ওয়েবসাইটে তাঁর নাম পাওয়া যাচ্ছে না এ বিষয়ে তাঁর মন্তব্য কী। জবাবে শফিকুল আলম বলেন, “সব তথ্য ওয়েবসাইটে প্রকাশ থাকা বাধ্যতামূলক নয়। আনুষ্ঠানিক ঘোষণা ১২ জুনের অনুষ্ঠানেই দেওয়া হবে। তখন সবাই বিস্তারিত জানতে পারবেন।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা ইউনূস সারা জীবন মানবকল্যাণে কাজ করেছেন। তিনি দরিদ্র মানুষের জন্য কাজ করেছেন, পরিবেশ রক্ষায় অবদান রেখেছেন এবং সম্পদের অসম বণ্টনের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। এই অসামান্য কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবেই তাঁকে কিং চার্লস থার্ড হারমনি অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে।”

উল্লেখ্য, অধ্যাপক ইউনূস এর আগে শান্তিতে নোবেল পুরস্কারসহ বহু আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। এবারের এই অ্যাওয়ার্ড বিশ্বব্যাপী শান্তি, সহনশীলতা এবং সামাজিক ন্যায়ের প্রচারে তাঁর ভূমিকার আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ