যে কারণে টাঙ্গাইলে ‘তাণ্ডব’ সিনেমার প্রদর্শন বন্ধ হল

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১০ ২১:৫৩:৪৯
যে কারণে টাঙ্গাইলে ‘তাণ্ডব’ সিনেমার প্রদর্শন বন্ধ হল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নিরাপত্তা ঘাটতি ও স্থানীয় ধর্মীয় নেতাদের প্রতিবাদের মুখে ‘তাণ্ডব’ সিনেমার প্রদর্শন বন্ধ হয়ে গেছে। ঈদের দিন থেকে সারা দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি কালিহাতীর আউলিয়াবাদে জেলা পরিষদের কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস হলে প্রদর্শনের জন্য আয়োজন করা হয়েছিল। এক মাসের জন্য ভাড়া নেওয়া হলেও মাত্র আড়াই দিনই প্রদর্শন চালানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

স্থানীয় আয়োজক কামরুজ্জামান সাইফুল ও সাজু মেহেদী জানান, সিনেমা প্রদর্শনের জন্য প্রায় ৯ লাখ টাকার মতো বিনিয়োগ করা হয়েছিল। এসি সার্ভিস, টিকিট প্রিন্টিং, প্রচার এবং স্বেচ্ছাসেবক নিয়োগসহ নানা খরচ হয়েছে। যদিও দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছিল, নিরাপত্তার অভাবে অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হন তারা।

তাদের অভিযোগ, প্রচারণা চালাতে বাধা দেওয়া হয়েছে, পোস্টার লাগাতে ও মাইকিং করতে দেওয়া হয়নি, এমনকি ব্যক্তিগতভাবে হুমকির মুখেও পড়তে হয়েছে। আয়োজকদের অভিযোগ, পরিস্থিতির মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসন থেকে প্রত্যাশিত সহায়তা মেলেনি।

এর আগে পারকি ইউনিয়নের ওলামা পরিষদের নেতারা সিনেমার বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেন। আন্দোলনকারীদের বক্তব্য, সিনেমা প্রদর্শনের কারণে মসজিদ-মাদ্রাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হতে পারে এবং তা থেকে অসামাজিক কার্যকলাপের আশঙ্কাও রয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, বিষয়টি আয়োজকরা তাকে অবহিত করলেও সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম ছুটিতে থাকায় তার পক্ষ থেকেও তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি বলে জানা যায়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, হল ভাড়ার বিষয়ে গোয়েন্দা সংস্থার সুপারিশক্রমে অনুমোদন দেওয়া হয়েছিল এবং ভাড়ার সময় কিছু শর্ত জুড়ে দেওয়া হয়, যার মধ্যে অন্যতম ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ক্ষেত্রে প্রদর্শন বন্ধ করা।

এই ঘটনার ফলে, স্থানীয় পর্যায়ে বিকল্প সাংস্কৃতিক আয়োজনের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আয়োজকরা এই ঘটনার সুবিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ