মালদ্বীপের 'গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসাডর' হলেন ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১০ ১৬:২৬:০৬
মালদ্বীপের 'গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসাডর' হলেন ক্যাটরিনা কাইফ

ভারতের সঙ্গে কূটনৈতিক উত্তেজনার এক পর্যায় পেরিয়ে এসে আবারও ঘনিষ্ঠতা বাড়াচ্ছে মালদ্বীপ। আর সেই উদ্যোগে বলিউডকেও ব্যবহার করছে দেশটি। সম্প্রতি মালদ্বীপ সরকার জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে তাদের নতুন ‘গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসাডর’ হিসেবে নিয়োগ দিয়েছে। বিশ্লেষকদের মতে, ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতের কৌশলের অংশ হিসেবেই এই পদক্ষেপ।

এক বিবৃতিতে ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, “মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য এবং বিলাসবহুল পর্যটন শিল্পের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। ‘সানি সাইড অফ লাইফ’-এর মুখ হয়ে বিশ্বব্যাপী পর্যটকদের কাছে এই স্বর্গসদৃশ গন্তব্যের অভিজ্ঞতা তুলে ধরতে আমি উদগ্রীব।”

২০২৪ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরের পর থেকেই ভারত-মালদ্বীপ সম্পর্কের মাঝে টানাপড়েন শুরু হয়। মালদ্বীপের কয়েকজন মন্ত্রীর বিতর্কিত মন্তব্য সেই উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। এই পরিস্থিতিতে ভারত জুড়ে সামাজিক মাধ্যমে ‘বয়কট মালদ্বীপ’ ট্রেন্ড করতে থাকে। আর্থিক দিক থেকেও এই বিরোধের প্রভাব পড়ে দ্বীপরাষ্ট্রটির ওপর।

তবে সেই উত্তেজনার আবহ এখন অনেকটাই স্তিমিত। গত বছর ভারত সরকার মালদ্বীপকে প্রায় ৩০০০ কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করে, যার পর থেকেই সম্পর্কের বরফ গলতে শুরু করে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু নিজেই অক্টোবর মাসে ভারত সফরে আসেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। সেই সফরে তিনি মোদিকে মালদ্বীপ সফরের আমন্ত্রণও জানান।

প্রসঙ্গত, আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রী মোদি মালদ্বীপ সফরে যাচ্ছেন বলে সূত্রের খবর। তার আগে এই পর্যটন দূত নিয়োগকে কূটনৈতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

-অনন্যা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ