এনসিপি নেতাকে শোকজ, নেপথ্যে কি?

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১০ ১৫:১২:৩৬
এনসিপি নেতাকে শোকজ, নেপথ্যে কি?

দলীয় পর্ষদের অনুমোদন ও আলোচনার বাইরে গিয়ে সার্চ কমিটি গঠন করায় রাজনৈতিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফের বিরুদ্ধে। এ ঘটনায় তার গঠিত কমিটি বাতিলের পাশাপাশি তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় দপ্তর।

সোমবার (৯ জুন) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে আরিফকে শোকজ করা হয়। চিঠিতে বলা হয়, গত ৬ জুন চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটির জন্য আরিফ স্বাক্ষরিত ও অনুমোদিত একটি 'সার্চ কমিটি' কেন্দ্রীয় রাজনৈতিক পর্ষদের নজরে আসে, যা পুরোপুরি সাংগঠনিক নিয়মবহির্ভূত।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, অঞ্চল তত্ত্বাবধায়ক হিসেবে আরিফের এমন সার্চ কমিটি গঠনের কোনো এখতিয়ার নেই এবং কেন্দ্রীয় নেতৃত্ব থেকেও তাকে এমন নির্দেশনা প্রদান করা হয়নি। ফলে এই কমিটি অবৈধ ঘোষণার পাশাপাশি পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেনের যৌথ নির্দেশনায় তা বাতিল করা হয়।

সঙ্গে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যর্থ হলে তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও চিঠিতে সতর্ক করা হয়েছে।

এই ঘটনা এনসিপির অভ্যন্তরীণ শৃঙ্খলা ও কেন্দ্র-অঞ্চল সম্পর্কের নানামাত্রিক চিত্র সামনে নিয়ে এসেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ