২৫০ কোটির নতুন রাজপ্রাসাদ: রণবীর-আলিয়ার দখলে বান্দ্রা!

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১০ ১৪:১৪:৫০
২৫০ কোটির নতুন রাজপ্রাসাদ: রণবীর-আলিয়ার দখলে বান্দ্রা!

বলিউডের প্রখ্যাত অভিনেতা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট বানিয়েছেন ২৫০ কোটির একটি বিলাসবহুল নতুন বাসভবন। মুম্বাইয়ের বান্দ্রায় কাপুর পরিবারের পৈতৃক জমিতে নির্মিত এই ছয়তলা বিশিষ্ট ‘কাপুর ম্যানশন’ দেখতে রাজপ্রাসাদের মতো অভিজাত এবং দামে তুলনীয় শাহরুখ খানের ‘মন্নত’ ও অমিতাভ বচ্চনের ‘জলসা’র সঙ্গে।

রণবীরের বাবা প্রয়াত ঋষি কাপুর ও মা নীতু কাপুর উত্তরাধিকার সূত্রে পাওয়া পুরনো বাড়িটি ভেঙে গত দেড় বছর ধরে নতুন বাড়ির নির্মাণ কাজ পরিচালিত হয়েছে। সম্প্রতি বাড়ির নির্মাণ সম্পন্ন হয়েছে এবং এখন শুভ সময় নির্বাচন করে গৃহপ্রবেশের প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, বাড়ির ব্যালকনিতে নানা প্রকার ফুল ও গাছের সাজসজ্জা করা হয়েছে। পুরো ভবনে আধুনিক ধূসর রঙের ব্যবহার রণবীর-আলিয়ার পরিশীলিত সৌন্দর্যবোধ এবং রুচি ফুটিয়ে তোলে।

১৯৮০ সালে রাজ কাপুর ও কৃষ্ণারাজ কাপুর এই সম্পত্তি ঋষি-নীতু কাপুরের নামে হস্তান্তর করেন। এবার সেই একই জমিতে নির্মিত হয়েছে নতুন এই বিলাসবহুল বাড়ি। সূত্র জানায়, বাড়ির রেজিস্ট্রি রণবীর-আলিয়ার কন্যা রাহার নামে করা হবে এবং ‘ঠাকুমার’ নামে পরিচিত বাড়ির অর্ধেক অংশ তারা রাহাকে উপহার হিসেবে দিতে চান।

বর্তমানে রণবীর ও আলিয়া আলাদা ফ্ল্যাটে থাকেন নীতু কাপুরের সঙ্গে, তবে নতুন বাড়ি নির্মাণের পর তারা এক ছাদের নিচে বাস করার পরিকল্পনা করছেন। এর পাশাপাশি, বান্দ্রায় তাদের আরও চারটি ফ্ল্যাট রয়েছে, যাদের আনুমানিক বাজারমূল্য ৬০ কোটি টাকা। এছাড়া নীতু কাপুর সম্প্রতি নিজের নামে ১৫ কোটি টাকার একটি ফ্ল্যাট কেনার খবরও রয়েছে।

রণবীর বর্তমানে ‘রামায়ণ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত এবং আলিয়া আন্তর্জাতিক প্রকল্পে কাজ করছেন, তবুও তারা নিয়মিত সময় দিয়ে নতুন বাড়ির নির্মাণ প্রক্রিয়া তদারকি করেছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ