মামলা বাণিজ্যে নিয়ে  পুলিশের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর হুঁশিয়ারি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১০ ১৩:৪৭:২২
মামলা বাণিজ্যে নিয়ে  পুলিশের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর হুঁশিয়ারি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের মধ্যে যারা মামলা বাণিজ্য বা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে বিভিন্ন পদমর্যাদার ৮৪ জন পুলিশ কর্মকর্তাকে এটাচমেন্টে রাখা হয়েছে, যার মধ্যে ৩০-৪০ জনকে বাড়ি পাঠানো হয়েছে। প্রয়োজন হলে আরও ৩০-৪০ জনকে বাসায় পাঠানো হবে বলেও তিনি জানান।

মঙ্গলবার (১০ জুন) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটি আমাদের সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। যদি আমরা দুর্নীতিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই, তাহলে দেশ অনেকদূর এগিয়ে যেত। এজন্য সাংবাদিকদের সহযোগিতা চাই, কারণ আপনারা সত্য প্রকাশ করলে অনেক সমস্যা দূর হবে।”

এক প্রশ্নের জবাবে তিনি জানান, পুলিশ বাহিনীর সংস্কার একটি অব্যাহত প্রক্রিয়া। এর অংশ হিসেবে একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যাতে জিডি এবং মামলা গ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করা যায়। এতে সাধারণ মানুষ থানায় গিয়ে হয়রানির শিকার হবে না।

৫ আগস্ট পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত দ্রুত শেষ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আগে অজ্ঞাতনামা অসংখ্য ব্যক্তির নামে মামলা হয়, যা তদন্তের সময়সীমা দীর্ঘায়িত করে। এবার মামলায় ২০০-২৫০ বেনামী আসামি করা হয়েছে, যার ফলে তদন্ত বিলম্বিত হচ্ছে। তবে আমরা নিশ্চিত করব দোষীদের বিচারের আওতায় আনা হবে এবং নির্দোষ ব্যক্তিরা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয়।”

-অনন্যা, নিজস্ব প্রতিবেদক


মবকারীদের ছাড় দেবে না সরকার: ধর্ম উপদেষ্টার কড়া হুঁশিয়ারি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২১ ১৪:৪২:৫১
মবকারীদের ছাড় দেবে না সরকার: ধর্ম উপদেষ্টার কড়া হুঁশিয়ারি
ছবি : সংগৃহীত

দেশে সম্প্রতি ঘটে যাওয়া ‘মব জাস্টিস’ বা উশৃঙ্খল জনতার হাতে আইন তুলে নেওয়ার ঘটনাগুলোকে কঠোর হাতে দমন করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সাফ জানিয়ে দিয়েছেন যে মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন যে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা কিংবা কোনো সংবাদমাধ্যম বা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো অত্যন্ত গর্হিত কাজ এবং সরকার এমন অরাজকতা কোনোভাবেই বরদাস্ত করবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সরকারের নিয়ন্ত্রণেই রয়েছে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অজুহাতে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা এবং পরবর্তীতে তার মরদেহ গাছে বেঁধে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে ‘অত্যন্ত নিন্দনীয়’ হিসেবে অভিহিত করেন ধর্ম উপদেষ্টা। তিনি বলেন যে এ ধরণের বর্বরতা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। গত ১৮ ডিসেম্বর রাতের ওই ঘটনায় ইতোমধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেন। নিহত যুবকের পরিবারের দাবি যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড যা ধর্ম অবমাননার অপবাদ দিয়ে ঘটানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা বর্তমান পরিস্থিতির সীমাবদ্ধতা তুলে ধরে বলেন যে দেশের প্রতিটি স্থাপনায় একযোগে নিরাপত্তা নিশ্চিত করা সরকারের জন্য কিছুটা কঠিন কাজ। তবে যেকোনো ধরণের সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। গত বৃহস্পতিবার রাতে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হওয়া হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন যে সংবাদমাধ্যমের ওপর এ ধরণের আক্রমণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সরকার এই ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং এর পেছনে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।

বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে কিছু গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরণের অস্থিরতা তৈরি করছে বলে ধারণা করা হচ্ছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এর আগে এক বিবৃতিতে জানিয়েছিল যে ‘নতুন বাংলাদেশে’ এ ধরণের সহিংসতার কোনো স্থান নেই। ধর্ম উপদেষ্টা তার বক্তব্যে জোর দিয়ে বলেন যে কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া হবে শাস্তিযোগ্য অপরাধ। তিনি জনগণকে উস্কানিতে কান না দিয়ে শান্তি বজায় রাখার এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।


ছয় বীর শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন: শেষ শ্রদ্ধায় সিক্ত সেনানিবাস

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২১ ১০:২১:২৪
ছয় বীর শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন: শেষ শ্রদ্ধায় সিক্ত সেনানিবাস
ছবি : সংগৃহীত

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত অবস্থায় সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদতবরণকারী বাংলাদেশের ছয় বীর সেনাসদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অত্যন্ত আবেগঘন পরিবেশে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে জানাজা শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে। এরপর যথাযথ সামরিক ও রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শন শেষে শহীদদের মরদেহবাহী হেলিকপ্টারগুলো তাদের নিজ নিজ জেলার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

শহীদ হওয়া এই ছয় বীর সদস্য হলেন— নাটোরে করপোরাল মো. মাসুদ রানা, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কুড়িগ্রামের সৈনিক মো. মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মন্ডল, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া। আইএসপিআর জানিয়েছে যে জানাজার আগে উপস্থিত সবার সামনে এই বীর সেনাসদস্যদের জীবনবৃত্তান্ত পড়ে শোনানো হয়। সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রতি শেষ শ্রদ্ধা জানান এবং স্যালুট প্রদান করেন।

এর আগে গতকাল শনিবার বেলা ১১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে এই ছয় শান্তিরক্ষীর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম কফিনগুলো গ্রহণ করেন। সে সময় জাতিসংঘ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় একটি ঘাঁটিতে বর্বরোচিত ড্রোন হামলায় এই ছয় বাংলাদেশি প্রাণ হারান। ওই ঘটনায় আহত আরও ৮ জন বর্তমানে কেনিয়ার নাইরোবিতে চিকিৎসাধীন রয়েছেন যারা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

জানাজা শেষে মরদেহগুলো তাদের নিজ নিজ গ্রামে পৌঁছানোর পর সেখানেও সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের এই সূর্যসন্তানদের আত্মত্যাগ দেশের সামরিক ইতিহাসে এক অনন্য গৌরবগাথা হিসেবে অক্ষয় হয়ে থাকবে। সরকারের পক্ষ থেকে শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং তাদের এই মহান বীরত্বকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়েছে।


আজ ইসিতে তিন বাহিনী প্রধানের বৈঠক

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২১ ০৮:০২:৩৪
আজ ইসিতে তিন বাহিনী প্রধানের বৈঠক
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে আজ রবিবার (২১ ডিসেম্বর) একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের আগারগাঁও কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুর আড়াইটায় এই সভা বসবে। সভায় নির্বাচন-পূর্ব নিরাপত্তা ব্যবস্থা, সন্ত্রাস দমন এবং আচরণবিধি বাস্তবায়নের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।

এর আগে একইদিন দুপুর ১২টায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, এই বৈঠকে নির্বাচনী নিরাপত্তা ও বাহিনীগুলোর সমন্বয় সংক্রান্ত নানা দিক আলোচনায় আসতে পারে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের বেজমেন্টে গণমাধ্যমের জন্য একটি আনুষ্ঠানিক ব্রিফিং আয়োজন করা হবে, যেখানে সভার সিদ্ধান্ত ও পর্যবেক্ষণ তুলে ধরা হবে।

এদিকে নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সভাটি সকাল ১০টায় হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে দুপুর ২টা ৩০ মিনিটে নির্ধারণ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সভায় অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভার মূল আলোচ্যসূচির মধ্যে রয়েছে নির্বাচন-পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক মূল্যায়ন, অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর কার্যক্রম জোরদারকরণ এবং সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধের কৌশল নির্ধারণ।

এ ছাড়া রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য প্রণীত আচরণবিধি ২০২৫ যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করা, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে করণীয় নির্ধারণ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

-শরিফুল


নির্বাচন নিয়ে বড় বৈঠক: তিন বাহিনী প্রধানের সঙ্গে বসছে ইসি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২০ ২১:৪৬:৫২
নির্বাচন নিয়ে বড় বৈঠক: তিন বাহিনী প্রধানের সঙ্গে বসছে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় গণভোটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে দেশের তিন বাহিনী প্রধানের সঙ্গে বিশেষ বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে যে আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। একই দিনে দেশের অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও পৃথক বৈঠকে মিলিত হবে কমিশন।

ইসি সচিবালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে প্রথম বৈঠকটি শুরু হবে দুপুর ১২টায়। এই সভায় সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান উপস্থিত থাকবেন। নির্বাচনের সময় মাঠ পর্যায়ে সশস্ত্র বাহিনীর মোতায়েন, নিরাপত্তা পরিকল্পনা এবং সমন্বয়ের বিষয়গুলো এই বৈঠকে প্রাধান্য পাবে। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের সভা যেখানে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এই সভায় নির্বাচন কমিশনাররা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে। বৈঠকে মূলত ভোটগ্রহণের দিন এবং তার আগের ও পরের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য একটি সুনির্দিষ্ট নিরাপত্তা ছক চূড়ান্ত করা হবে। এছাড়া ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন ও গণভোটের সময় দেশের স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত নজরদারি বাড়ানোর বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হতে পারে।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে এটিই হবে নাসির উদ্দিনের প্রথম আনুষ্ঠানিক বড় নিরাপত্তা বৈঠক। উল্লেখ্য যে ইতোমধ্যে নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণা করা হয়েছে এবং আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারিত রয়েছে। নির্বাচনের প্রস্তুতির এই গুরুত্বপূর্ণ সময়ে তিন বাহিনী প্রধানের সঙ্গে ইসির এই সমন্বয় সভাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।


জাতীয় নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২০ ১৮:৪৯:৫১
জাতীয় নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণা
ছবি : সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল কিছুটা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রকাশিত এক সংশোধিত প্রজ্ঞাপনে ইসি জানিয়েছে যে মনোনয়নপত্র বাছাইয়ের পর রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের এবং তা নিষ্পত্তির সময়সীমায় এই পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী আপিল দায়েরের সময় দুই দিন কমিয়ে তা নিষ্পত্তির জন্য আরও দুই দিন সময় বাড়ানো হয়েছে। মূলত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পরবর্তী আইনি প্রক্রিয়াগুলো আরও নিখুঁতভাবে সম্পন্ন করতেই এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইসির সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা আগে ৫ থেকে ১১ জানুয়ারি নির্ধারিত থাকলেও বর্তমানে তা কমিয়ে ৫ থেকে ৯ জানুয়ারি করা হয়েছে। এর বিপরীতে আপিল নিষ্পত্তির সময়সীমা ১২ থেকে ১৮ জানুয়ারির পরিবর্তে বাড়িয়ে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ আপিল নিষ্পত্তির জন্য এখন মোট নয় দিন সময় পাওয়া যাবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন কর্তৃক গত ১১ ডিসেম্বর ঘোষিত মূল তফসিলের অন্যান্য সময়সূচি অপরিবর্তিত রয়েছে। সংবিধানের ৬৫ অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর ক্ষমতা বলে কমিশন এই সাধারণ নির্বাচনের আহ্বান জানিয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর নির্ধারিত রয়েছে। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের কাজ চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩০০ আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। একই দিনে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর ওপর একটি জাতীয় গণভোটও অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে এই ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে নির্বাচন কমিশন পুনরায় নিশ্চিত করেছে।


এমিরেটস ফ্লাইটে দেশে ফিরলেন সুদান সীমান্তে শহীদ ৬ বীর সেনা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২০ ১৮:৪২:৩১
এমিরেটস ফ্লাইটে দেশে ফিরলেন সুদান সীমান্তে শহীদ ৬ বীর সেনা
ছবি : সংগৃহীত

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত অবস্থায় সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদতবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ছয় বীর সদস্যের মরদেহ আজ শনিবার (২০ ডিসেম্বর) দেশে এসে পৌঁছেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আজ বেলা ১১টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তাদের মরদেহ ঢাকায় আনা হয়। শহীদদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর যথাযথ সামরিক মর্যাদায় তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে হেলিকপ্টারে করে পাঠিয়ে দাফন সম্পন্ন করা হবে।

আইএসপিআর জানায় যে গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বর্বরোচিত ড্রোন হামলার ঘটনা ঘটে। এই নজিরবিহীন হামলায় ঘটনাস্থলেই ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। আজ বিমানবন্দরে মরদেহগুলো গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি এবং উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মরদেহ গ্রহণের সময় উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং সামরিক বাহিনীর সদস্যরা স্যালুট প্রদানের মাধ্যমে তাদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন।

শহীদ হওয়া এই ছয় বীর শান্তিরক্ষী হলেন— করপোরাল মো. মাসুদ রানা (নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), সৈনিক শামীম রেজা (রাজবাড়ী), সৈনিক শান্ত মন্ডল (কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)। এই সন্ত্রাসী হামলায় আরও ৯ জন শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জন বর্তমানে কেনিয়ার নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আইএসপিআর নিশ্চিত করেছে যে চিকিৎসাধীন সকল শান্তিরক্ষী বর্তমানে আশঙ্কামুক্ত। বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের এই সূর্যসন্তানদের আত্মত্যাগ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে এক শোকাতুর ও গৌরবময় অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।


ইনকিলাব মঞ্চের ২৪ ঘণ্টার চূড়ান্ত আলটিমেটাম

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২০ ১৮:২৪:০৪
ইনকিলাব মঞ্চের ২৪ ঘণ্টার চূড়ান্ত আলটিমেটাম
ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের অকুতোভয় নেতা শহীদ শরিফ ওসমান বিন হাদিকে শেষ বিদায় জানানোর পর রাজধানী শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছেন ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার আগে এই সমাবেশ থেকে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা ঘোষণা করেছেন যে আগামীকালের মধ্যে তাদের দাবি মানা না হলে রবিবার বিকেল সোয়া ৫টা থেকে পুনরায় শাহবাগ মোড় অবরোধ করা হবে।

এর আগে আজ দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ঠিক আগে পরিবারের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের স্বরাষ্ট্র উপদেষ্টা ও খোদাবক্স চৌধুরীর অপসারণ দাবি করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন যে হাদির ওপর নৃশংস হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মূল হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন। এই সময় তিনি খোদাবক্স চৌধুরীকে বিগত এক সপ্তাহের তদন্তের অগ্রগতি সম্পর্কে জনগণকে স্পষ্ট তথ্য দেওয়ার আহ্বান জানান।

শরিফ ওসমান হাদির জানাজা আজ এক বিশাল গণজমায়েতে পরিণত হয়। তার বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে অনুষ্ঠিত এই জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানগণসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। জানাজা শেষে অত্যন্ত শোকাতুর পরিবেশে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়ে আসা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

দাফন পরবর্তী সমাবেশে ইনকিলাব মঞ্চের নেতারা শান্ত থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচির ওপর নজর রাখার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। আবদুল্লাহ আল জাবের স্পষ্ট করে বলেন যে কোনো ধরনের সহিংসতার উসকানিতে পা দেওয়া যাবে না এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেই আন্দোলনের পরবর্তী সব সিদ্ধান্ত জানানো হবে। হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং প্রশাসনের ব্যর্থ কর্মকর্তাদের অপসারণ না করা পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে অঙ্গীকার করেন উপস্থিত ছাত্র-জনতা।


সংসদ ভবনে মানুষের ঢল: শহীদ হাদির জানাজায় লাখো মানুষের ভিড়

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২০ ১৩:৫১:১৩
সংসদ ভবনে মানুষের ঢল: শহীদ হাদির জানাজায় লাখো মানুষের ভিড়
শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানুষের ঢল নেমেছে। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় নেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর থেকেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় মানুষের ঢল নেমেছে। নির্ধারিত সময় দুপুর ২টা হলেও সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত এবং দেশের দূর-দূরান্তের জেলাগুলো থেকে হাজার হাজার মানুষ জানাজা স্থলে এসে জড়ো হতে থাকেন। সাধারণ মানুষের দাবি অনুযায়ী এই জানাজা হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ এক গণজমায়েত। ভিড় সামাল দিতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকা জুড়ে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সকাল সাড়ে ১০টার দিকে সাধারণ জনতাকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। ভিড় সামলাতে প্রতিটি প্রবেশপথে বসানো হয়েছে কড়া নিরাপত্তা চৌকি। জানা গেছে যে বিশেষ নিরাপত্তার স্বার্থে চীন থেকে আনা আটটি অত্যাধুনিক আর্চওয়ে গেট বসানো হয়েছে যার ভেতর দিয়ে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ছাত্র-জনতা জানাজা স্থলে প্রবেশ করছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জানাজা স্থলের চারপাশের উঁচু ভবনগুলো থেকেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সাধারণ মানুষ বলছেন যে এই জানাজা কেবল একজন নেতার বিদায় নয় বরং এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ শক্তির বহিঃপ্রকাশ।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। সেখান থেকে মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গোসলের কাজ সম্পন্ন করা হয়েছে। এনএইচএ-এর সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ জানিয়েছেন যে জানাজা শেষে শহীদ হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। উল্লেখ্য যে গত ১২ ডিসেম্বর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাতে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল সন্ধ্যায় তার মরদেহ দেশে পৌঁছানোর পর থেকেই শোকের ছায়া নেমে আসে দেশজুড়ে।


হাদির জানাজা পড়াবেন বড় ভাই: সংসদ ভবনে শেষ বিদায়ের প্রস্তুতি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২০ ১২:১৬:৪৩
হাদির জানাজা পড়াবেন বড় ভাই: সংসদ ভবনে শেষ বিদায়ের প্রস্তুতি
ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের অন্যতম রূপকার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির শেষ বিদায়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজার নামাজে ইমামতি করবেন মরহুমের বড় ভাই আবু বকর সিদ্দিক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এই তথ্য নিশ্চিত করেছেন। জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

শহীদ শরিফ ওসমান হাদির লাশের ময়নাতদন্ত আজ বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। এর আগে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তার মরদেহ মর্গে নেওয়া হয়। এ সময় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিশেষ দল মর্গ এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। হাদির স্বজন ও সহযোদ্ধাদের পাশাপাশি ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষকে হাসপাতালের সামনে ভিড় করতে দেখা যায়। ময়নাতদন্ত শেষে ধর্মীয় রীতি অনুযায়ী গোসল ও অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে মরদেহ সরাসরি সংসদ ভবনের জানাজা স্থলের অভিমুখে নিয়ে যাওয়া হচ্ছে।

হাদির মৃত্যুতে আজ শনিবার পুরো বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও হাদির স্মরণে পতাকা অর্ধনমিত রয়েছে। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান হাদি। এরপর ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান এই তরুণ বিপ্লবী নেতা।

পাঠকের মতামত:

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

রাষ্ট্রের ধারণাটি একসময় কেবল প্রশাসনিক ক্ষমতা, আইনের শাসন এবং নিরাপত্তা প্রদানের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু আধুনিক বিশ্বে রাষ্ট্রের ভূমিকা এখন... বিস্তারিত