স্টার সিনেপ্লেক্সের নামে টিকিট প্রতারণা, দর্শকদের জন্য সতর্ক বার্তা!

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১০ ১১:৫৫:১৫
স্টার সিনেপ্লেক্সের নামে টিকিট প্রতারণা, দর্শকদের জন্য সতর্ক বার্তা!

প্রতি ঈদেই সিনেমা হলে বাড়ে দর্শকের চাপ, টিকিটের জন্য সিনেপ্লেক্সগুলোতে দেখা যায় লম্বা লাইন। অনেকে আগেভাগেই অনলাইনে টিকিট কেটে রাখেন ভিড় এড়াতে। তবে এই চাহিদাকে পুঁজি করে একটি প্রতারক চক্র গড়ে তুলেছে টিকিট বিক্রির ফাঁদ। তারা স্টার সিনেপ্লেক্সের নামে ভুয়া অনলাইন পেজ, গ্রুপ ও সাইট খুলে প্রতারণার মাধ্যমে দর্শকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায়, এই প্রতারক চক্রের কার্যক্রম তাদের নজরে এসেছে এবং এরইমধ্যে একাধিক দর্শক প্রতারণার শিকার হয়েছেন। প্রতিষ্ঠানটি দর্শকদের উদ্দেশে একটি সতর্কবার্তা দিয়ে বলেছে, শুধুমাত্র তাদের অফিসিয়াল ওয়েবসাইট (www.cineplexbd.com) এবং অফিসিয়াল মেসেঞ্জার চ্যানেল (m.me/mycineplex) থেকেই টিকিট সংগ্রহ করতে হবে।

মেসবাহউদ্দিন আহমেদ, স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার, বলেন- “বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আমরা চাই না আমাদের প্রিয় দর্শকরা কোনোভাবে প্রতারিত হোন। সবার প্রতি অনুরোধ থাকবে, কোনো সন্দেহজনক পেজ বা সাইট থেকে টিকিট ক্রয় করবেন না এবং কারো সঙ্গে ব্যক্তিগত তথ্য কিংবা পেমেন্ট ডিটেইলস শেয়ার করবেন না।”

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আরও জানায়, দর্শকদের সঙ্গে তাদের যে দীর্ঘদিনের বিশ্বাসভিত্তিক সম্পর্ক রয়েছে, তা যেন কোনো অসাধু চক্রের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে তারা সচেষ্ট।

এই ঈদে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমা স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রদর্শনী পাচ্ছে রায়হান রাফীর ‘তাণ্ডব’। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেনসহ একঝাঁক জনপ্রিয় তারকা।

-অনন্যা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ