বিশ্বজুড়ে ঝড় তুলেছে ‘হাউজফুল ৫’, তিন দিনেই আয় যত কোটি

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১০ ১০:৫৬:৪০
বিশ্বজুড়ে ঝড় তুলেছে ‘হাউজফুল ৫’, তিন দিনেই আয় যত কোটি

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘হাউজফুল ৫’ মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। তরুণ মনসুখানির পরিচালনায় নির্মিত এই সিনেমাটি মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১৪২.৪০ কোটি রুপি আয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

বক্স অফিস বিশ্লেষণ প্ল্যাটফর্ম ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুসারে, ভারতে সিনেমাটি এখন পর্যন্ত ৯১.৮৩ কোটি রুপি নেট আয় করেছে, যা সানি দেওলের ‘জাট’ সিনেমার মোট আয়ের (১১৮.৩৬ কোটি রুপি) তুলনায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে। প্রেক্ষাপট বিশ্লেষণে দেখা যাচ্ছে, ‘হাউজফুল ৫’ অক্ষয় কুমারের আগের সফল সিনেমা ‘কেসরি চ্যাপ্টার ২’-কেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনায় রয়েছে, যেটি আয় করেছিল ১৪৪.৬২ কোটি রুপি।

সপ্তাহের মাঝামাঝি দিনগুলোর পারফরম্যান্সের ওপর নির্ভর করছে এই সিনেমাটি অক্ষয়ের আরেক হিট সিনেমা ‘স্কাই ফোর্স’-এর ১৪৯ কোটি রুপির রেকর্ড ভাঙতে পারবে কি না। যদি সেটি হয়, তবে ‘হাউজফুল ৫’-এর সামনে থাকবে শুধু সালমান খানের ‘সিকান্দার’ (১৮৪.৬ কোটি) এবং অজয় দেবগনের ‘রেইড ২’ (২৩৩.৭ কোটি) এই দুটি বড় চ্যালেঞ্জ।

সিনেমার কাহিনি ঘোরে একটি বিলাসবহুল ক্রুজ জাহাজে এক ধনী শিল্পপতির হত্যাকাণ্ড ঘিরে, যেখানে জলি নামের তিনজন ব্যক্তিকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা যায়। ব্যতিক্রমীভাবে, চলচ্চিত্রটি দুটি ভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হলে দর্শকরা দুটি ভিন্ন পরিণতি দেখতে পান, যা কাহিনির জটিলতা ও আকর্ষণ বহুগুণ বাড়িয়েছে।

বহু তারকার উপস্থিতি সিনেমাটিকে দিয়েছে একটি বিশেষ মাত্রা। এতে অক্ষয় কুমারের পাশাপাশি রয়েছেন সঞ্জয় দত্ত, শ্রেয়াস তালপাড়ে, ফারদিন খান, নানা পাটেকর, জ্যাকি শ্রফ, ডিনো মোরিয়া, চিত্রাঙ্গদা সিং, নার্গিস ফাখরি, জনি লিভার, রীতেশ দেশমুখ, জ্যাকুলিন ফার্নান্দেজ, অভিষেক বচ্চন, চাঙ্কি পান্ডে, সোনম বাজওয়া, সৌন্দর্য শর্মা এবং আরও অনেকে।

‘হাউজফুল ৫’ শুধু বাণিজ্যিক সাফল্যের দিক থেকে নয়, অভিনব কাহিনি উপস্থাপনা ও নির্মাণের নতুনত্বের জন্যও প্রশংসা কুড়াচ্ছে। যদি বক্স অফিসে এই গতি অব্যাহত থাকে, তবে এটি অক্ষয়ের ক্যারিয়ারের সবচেয়ে সফল সিনেমাগুলোর অন্যতম হিসেবে প্রতিষ্ঠিত হবে নিঃসন্দেহে।

-অনন্যা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ