মুহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠক

ড. ইউনূস ও তারেক রহমানের লন্ডন বৈঠকের সম্ভাব্য দিন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১০ ০৯:০৮:৫৬
ড. ইউনূস ও তারেক রহমানের লন্ডন বৈঠকের সম্ভাব্য দিন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার (১৩ জুন)। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার (৯ জুন) রাতে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে। দলীয় একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই উচ্চপর্যায়ের বৈঠক বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৈঠকটি লন্ডনের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হবে, যেখানে উভয় নেতার মধ্যে আনুষ্ঠানিক আলোচনা ছাড়াও একান্ত বৈঠকেরও সময় নির্ধারিত রয়েছে।

এরই মধ্যে চার দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ঢাকা ছাড়েন। বাংলাদেশ সময় অনুযায়ী মঙ্গলবার ভোররাতে তার লন্ডনে পৌঁছার কথা রয়েছে।

এ সফরে তার রাজকীয় ও কূটনৈতিক একাধিক কর্মসূচি রয়েছে। বৃটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে এক সৌজন্য সাক্ষাৎ হবে এবং ড. ইউনূস রাজা চার্লসের হাত থেকে 'কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড' গ্রহণ করবেন। এ উপলক্ষে আয়োজিত রাজকীয় ভোজসভায় ব্রিটিশ রাজনীতি ও রাষ্ট্রের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশ নেবেন।

এছাড়া ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার ও প্রধানমন্ত্রীসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হবে। তদুপরি, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসে আয়োজিত এক সংলাপে বক্তৃতা প্রদান করবেন।

কূটনৈতিক সূত্রের মতে, সফরকালে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে বৃটেনের সম্ভাব্য ভূমিকা এবং দেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সংক্রান্ত ইস্যুগুলো আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে।

প্রধান উপদেষ্টার এ সফর শেষে আগামী শনিবার (১৪ জুন) দেশে ফেরার কথা রয়েছে।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ