হজ শেষ, বাংলাদেশি হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট যে দিন থেকে

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১০ ০৮:৩৬:৫২
হজ শেষ, বাংলাদেশি হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট যে দিন থেকে

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হওয়ার পর এখন হাজিদের সৌদি আরব থেকে নিজ নিজ দেশে ফেরার প্রস্তুতি চলছে। আজ মঙ্গলবার (৯ জুন) থেকে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ এবং কাবা শরিফে ফরজ তাওয়াফ সম্পন্ন করার পর হাজিরা ধাপে ধাপে মক্কা ছাড়ছেন। অনেক হাজি পথ হারিয়ে গেলে মক্কার হজ মিশনে আশ্রয় নিচ্ছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করেছেন। দুঃখজনকভাবে হজ পালনকালে ১৯ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেন। এছাড়া সৌদি আরবে চিকিৎসাসেবা নিয়েছেন ১৮৮ জন বাংলাদেশি এবং বর্তমানে ১৯ জন স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। বাংলাদেশি হাজিদের সৌদি আরবে যাত্রা শুরু হয়েছিল ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইট ছিল ৩১ মে। হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে যার অংশ হিসেবে ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দেওয়া হয় এবং আইন ভঙ্গের দায়ে ৪৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ