১৫ জুনের রেজিস্ট্রেশন: এনসিপির রাজনীতিতে প্রবেশের প্রকৃত পরীক্ষা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৯ ১৯:৪৪:২৯
১৫ জুনের রেজিস্ট্রেশন: এনসিপির রাজনীতিতে প্রবেশের প্রকৃত পরীক্ষা

পঞ্চগড়ে সাংবাদিকদের জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চলতি মাসের ১৫ তারিখের মধ্যে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন জমা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করবে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, দল ইতোমধ্যে দেশের প্রায় ১০০টি উপজেলা ও ২২টি জেলায় কমিটি গঠন করেছে এবং অফিস চালু করার প্রক্রিয়া চলছে। তিনি জানান, অন্যান্য রাজনৈতিক দলের মতো নিয়ম অনুযায়ী সময়মতো নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সারজিস আলম বলেন, দলটি সাংগঠনিক দিক থেকে শক্তিশালী হওয়ার ওপর গুরুত্বারোপ করছে। রাজধানী থেকে গ্রামাঞ্চল পর্যন্ত সংগঠন বিস্তৃত হলে নির্বাচনী প্রস্তুতিও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তিনি প্রধান উপদেষ্টার ঘোষিত এপ্রিলের নির্বাচনের বিষয়েও মন্তব্য করে বলেন, যদি বিচার ব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের মৌলিক সংস্কার দৃশ্যমান হয়, তাহলে এপ্রিলের নির্বাচন গ্রহণযোগ্য হবে।

তিনি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার অপব্যবহার, কালো টাকা ও পেশীশক্তির ব্যবহার নির্বাচনকে ভ্রান্ত করার বিষয়টি উল্লেখ করে বলেন, নতুন নির্বাচনে সকল দলকে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। সারজিস আলম বলেন, সরকারকে দায়িত্ব নিতে হবে যেন নির্বাচনের সময় কারও উপর অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার না হয় এবং ভোটকেন্দ্র দখল বা ব্যালট চুরির মতো অপ্রীতিকর ঘটনা পুনরায় না ঘটে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন ও বিচার বিভাগ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে, যাতে দেশের নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হয়।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ