জামায়াতের শপথ: রাষ্ট্র ক্ষমতায় গেলে অধিকার পৌঁছে দেবে ঘরে ঘরে

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৯ ১৯:৩২:৪৮
জামায়াতের শপথ: রাষ্ট্র ক্ষমতায় গেলে অধিকার পৌঁছে দেবে ঘরে ঘরে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণকে তাদের অধিকার আদায়ের জন্য আর দাবি জানাতে হবে না অধিকার পৌঁছে যাবে প্রতিটি ঘরে, যোগ্যতার ভিত্তিতে।

তিনি বলেন, “গণতন্ত্র ও উন্নয়নের নামে দেশে মানবতা লুণ্ঠন করা হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে রাষ্ট্রীয় অর্থ লুট করা হয়েছে। জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই ধারার অবসান হবে।”

সোমবার (৯ জুন) মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের ইসলামী ব্যাংক চত্বরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

তিনি দাবি করেন, “২০২৪ সালে আবু সাঈদের নেতৃত্বে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। তরুণরাই এই পরিবর্তনের চালক। আবু সাঈদ আমাদের গৌরব, আমাদের বীর।”

ডা. শফিক বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অহংকার। আমরা চাই সেনাবাহিনী যেন জনগণের পক্ষে অবস্থান নেয়, কোনো দলের পক্ষ না হয়।”

তিনি জানান, “প্রধান উপদেষ্টার কাছে আমরা দাবি জানিয়েছিলাম রমজানের আগে বা ঈদের পরপরই জাতীয় নির্বাচন আয়োজনের। তিনি এপ্রিলের প্রথমার্ধে ভোটের ঘোষণা দিয়েছেন আমরা আশা করি তিনি তার কথা রাখবেন।”

তিনি প্রবাসীদের ভূমিকা তুলে ধরে বলেন, “জুলাই আন্দোলনে প্রবাসীরা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শুধু রেমিট্যান্স যোদ্ধা বলেই তাদের মর্যাদা দেওয়া চলবে না তাদের ভোটাধিকার নিশ্চিত করাও জরুরি।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, দেশে ও বিদেশে অবস্থানকারী সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আইনজীবী এহসানুল মাহবুব জুবায়ের, মৌলভীবাজার জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, শিবির ও খেলাফত মজলিসের নেতারা।

বক্তারা সবাই বর্তমান সরকারবিরোধী অবস্থান, জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর জোর দেন এবং জামায়াতকে ‘বিকল্প নেতৃত্ব’ হিসেবে তুলে ধরেন।

-অনন্যা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ