ভোটকেন্দ্র দখল নয়, সমান সুযোগ চাই: পঞ্চগড়ে এনসিপি নেতার কড়া বার্তা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৯ ১৭:০২:৫০
ভোটকেন্দ্র দখল নয়, সমান সুযোগ চাই: পঞ্চগড়ে এনসিপি নেতার কড়া বার্তা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, নির্বাচনকালীন সরকার যদি প্রকৃত বিচারপ্রক্রিয়া এবং নির্বাচন সংশ্লিষ্ট মূল কাঠামোগত সংস্কার বাস্তবায়নে আন্তরিকতা ও পেশাদারিত্ব প্রদর্শন করে, তবে আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের ব্যাপারে দলটির কোনো আপত্তি নেই। তবে এসব সংস্কার ও স্বচ্ছতা নিশ্চিত করেই নির্বাচন আয়োজন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই বক্তব্য দেন।

সারজিস আলম বলেন, “আমরা অতীতে নির্বাচনকে ঘিরে ক্ষমতার অপব্যবহার, কালোটাকার প্রভাব, পেশিশক্তির হস্তক্ষেপ, এমনকি ভোটকেন্দ্র দখল ও ব্যালট চুরির মতো অনিয়মের ঘটনা প্রত্যক্ষ করেছি। এবার সেই পুরনো চিত্র দেখতে চাই না। আমরা এমন একটি লেভেল প্লেয়িং ফিল্ড চাই, যেখানে সব রাজনৈতিক দল সমান সুযোগ পাবে এবং জনগণ তাদের মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে ভোট দিতে পারবে।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতের নির্বাচনে যেন কেউ ক্ষমতার অপব্যবহারের শিকার না হয়। ভোটের দিন কেন্দ্রে কিংবা নির্বাচনী এলাকায় সহিংসতা ও অনিয়ম আমরা আর দেখতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে, যাতে জনগণের আস্থা অর্জিত হয়।”

এই সময় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সদর উপজেলা শাখার সমন্বয়ক তানবিরুল বারী নয়নসহ স্থানীয় নেতৃবৃন্দ।সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ, যেখানে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ