টাইব্রেকারে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো নেশন্স লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৯ ০৯:২৬:০১
টাইব্রেকারে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো নেশন্স লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল

শ্বাসরুদ্ধকর এক ফাইনাল ম্যাচে ইউরোপের পরাশক্তি স্পেনকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো উয়েফা নেশন্স লিগ শিরোপা জিতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন পর্তুগাল। এই জয়ের মাধ্যমে ইতিহাস গড়েছে তারা—নেশন্স লিগে দুটি শিরোপা জয়ী প্রথম দল হিসেবে নিজেদের নাম লেখালো সেলেকাওরা।

প্রথম থেকেই উত্তেজনায় ঠাসা ছিল ম্যাচটি। ম্যাচের ২১ মিনিটে মার্টন জুবিমেন্দির গোলের মাধ্যমে এগিয়ে যায় স্পেন। তবে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়নি পর্তুগালকে। ২৬ মিনিটে নুনো মেন্ডেজ সমতা ফেরান দুর্দান্ত এক শটে। এরপর প্রথমার্ধের শেষ সময়ে আবারও এগিয়ে যায় স্পেন। পেদ্রির পাস থেকে গোল করেন মিকেল ওইয়ারজাবাল।

দ্বিতীয়ার্ধে ফের নিজের জাত চেনান রোনালদো। ৬১ মিনিটে নিজের ১৩৮তম আন্তর্জাতিক গোল করে ম্যাচে ফেরান পর্তুগালকে। ডান দিক থেকে মেন্ডেসের বদলে দেওয়া ক্রস থেকে গোলটি করেন পর্তুগিজ অধিনায়ক। ৯০ মিনিট শেষে স্কোরলাইন দাঁড়ায় ২-২, ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে দৃঢ়তা দেখায় পর্তুগিজরা। গনকালো রামোস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেজ, নুনো মেন্ডেজ ও শেষ পর্যন্ত রুবেন নেভেস নিখুঁত শটে গোল করে যান। অন্যদিকে স্পেনের চতুর্থ শট নেওয়া অধিনায়ক আলভারো মোরাতার শট ঠেকিয়ে দিয়ে ম্যাচের নায়ক হয়ে ওঠেন গোলরক্ষক দিয়েগো কস্তা।

এই জয়ের ফলে ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বে পর্তুগাল ২০১৯ সালের পর আবারও ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট নেশন্স লিগের শিরোপা ঘরে তুলল। ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হন রোনালদো, যিনি শুধু গোল করেই নয়, পুরো ম্যাচজুড়ে নেতৃত্ব দিয়ে দলকে টেনে তুলেছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ