সংবাদ উপস্থাপক সাফিনা আহমদে তরীর রহস্যজনক মৃত্যু

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৯ ০৯:১৮:৫৮
সংবাদ উপস্থাপক সাফিনা আহমদে তরীর রহস্যজনক মৃত্যু

সাবেক সংবাদ উপস্থাপক ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা সাফিনা আহমদে তরীর মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। রোববার (৮ জুন) রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ একটি মরদেহের বিষয়ে থানাকে অবহিত করলে পুলিশ সেখানে যায় এবং মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক তদন্তে তরীর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি, তবে বিষয়টি ‘রহস্যজনক’ হিসেবে দেখা হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সাফিনা আহমদে তরী একসময় বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করতেন। সম্প্রতি তিনি ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন। রাজধানীর ইস্কাটন এলাকায় তিনি মা ও বোনের সঙ্গে বসবাস করতেন।

তরীর মৃত্যুর খবরে গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা জানিয়েছেন, তিনি মেধাবী, প্রাণবন্ত ও অত্যন্ত পেশাদারিত্বসম্পন্ন একজন উপস্থাপক ছিলেন।

পুলিশ জানিয়েছে, তরীর মৃত্যুর কারণ নির্ণয়ে ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি তার পারিবারিক ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহজনক কিছু পাওয়া গেলে বিষয়টি হত্যা না আত্মহত্যা তা পরিষ্কার করার জন্য গভীর তদন্ত করা হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ