নির্ঘুম ফুটবল রাত: মেসি, এমবাপ্পে, নেইমারদের লড়াইয়ে বিশ্ব কাঁপবে আজ রাতেই

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৫ ২৩:২৯:৩৪
নির্ঘুম ফুটবল রাত: মেসি, এমবাপ্পে, নেইমারদের লড়াইয়ে বিশ্ব কাঁপবে আজ রাতেই

আজ রাত ফুটবলপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এক ফুটবল উৎসবে পরিণত হতে যাচ্ছে। কারণ একই রাতে মাঠে নামছে বিশ্ব ফুটবলের রাজারা—ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, ফ্রান্স এবং স্পেন। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব আর ইউরোপের নেশন্স লিগের সেমিফাইনাল মিলিয়ে রাতটা রূপ নিচ্ছে এক জমজমাট ফুটবল ফিয়েস্টায়।

দক্ষিণ আমেরিকায় ভোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ। সকাল ৫টায় ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল এবং প্যারাগুয়ের বিপক্ষে খেলবে উরুগুয়ে। এরপর সকাল ৭টায় মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, প্রতিপক্ষ চিলি। ব্রাজিল এখনো বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করতে পারেনি। আজকের ম্যাচে জয় পেলে এবং ভেনেজুয়েলা যদি পয়েন্ট হারায়, তাহলে সেলেসাও সরাসরি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে।

উরুগুয়ে এখন দুর্দান্ত ফর্মে রয়েছে এবং তারা চাইবে টেবিলের শীর্ষে উঠতে। অন্যদিকে, প্যারাগুয়ের জন্য এটাই শেষ সুযোগ বিশ্বকাপে টিকে থাকার আশায়। আর আর্জেন্টিনা ইতোমধ্যেই কোয়ালিফাই করে ফেলেছে। তবে এই ম্যাচে বাড়তি উত্তেজনার কারণ লিওনেল মেসির প্রত্যাবর্তন। ইনজুরির পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর আজই তিনি ফিরছেন জাতীয় দলের জার্সিতে।

অন্যদিকে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রাত ১টায় মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। নেশন্স লিগের সেমিফাইনাল ম্যাচে একদিকে থাকবেন কিলিয়ান এমবাপ্পে, অন্যদিকে তরুণ প্রতিভা লামিন ইয়ামাল ও গাভি। এই ম্যাচে বিজয়ী দল মুখোমুখি হবে ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন পর্তুগালের সঙ্গে। বাংলাদেশে ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে।

এই রাত ফুটবলপ্রেমীদের জন্য নিঃসন্দেহে অপেক্ষার। রাত ১টা থেকে সকাল পর্যন্ত একের পর এক হাইভোল্টেজ ম্যাচে চোখ রাখা ছাড়া উপায় নেই। বিশ্বকাপ বাছাইয়ের ভাগ্য নির্ধারিত হতে পারে আজকের রাতেই, আর ইউরোপ পেতে পারে নতুন চ্যাম্পিয়ন। তাই চা-কফির কাপ পাশে রেখে, টিভির পর্দায় চোখ আটকে দিন—আজ রাতটাই হতে যাচ্ছে ফুটবলের এক অবিস্মরণীয় উৎসব।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ