তারেক রহমানের ঈদ শুভেচ্ছা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৫ ২২:১৪:০০
তারেক রহমানের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ বার্তা পোস্ট করে তিনি এই শুভেচ্ছা জানান।

পোস্টে তিনি লেখেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তাদের অব্যাহত সুখ ও স্বাচ্ছন্দ্য কামনা করি। ঈদ মোবারক।”

তারেক রহমানের বার্তায় ঈদুল আজহার ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটও উঠে এসেছে। তিনি বলেন, “ঈদুল আজহা অর্থ ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো ত্যাগ করা। পবিত্র কোরআনে বলা হয়েছে, মাংস বা রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমার মনের পবিত্র ইচ্ছা।”

তিনি আরও বলেন, “আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতিবছরই ঘুরে আসে পবিত্র ঈদুল আজহা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সামাজিক অনাচার ও বহুমাত্রিক সংকট সত্ত্বেও দেশের মুসলমানরা ঈদের আনন্দে উদ্বেলিত। এ আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে।”

তারেক রহমান বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি পরিবর্তনের প্রসঙ্গও উল্লেখ করেন। “দেড় দশকেরও বেশি সময় ধরে দেশবাসী এক ফ্যাসিবাদী সময় পার করেছে। গত ৫ আগস্ট সেই চক্রের পতনের পর এই প্রথমবার কিছুটা স্বস্তির মধ্যে মানুষ ঈদ উদযাপন করতে যাচ্ছে,” বলেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, “ফ্যাসিবাদী আমলে নীতি, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে। এখন আমাদের সবার দায়িত্ব হচ্ছে এই পরিবর্তিত বাস্তবতায় শান্তি, সম্প্রীতি ও উন্নত নৈতিকতার সমাজ গড়ে তোলা।”

তারেক রহমানের মতে, “কোরবানির মূল শিক্ষা আত্মত্যাগ ও সমবেদনার মাধ্যমে সামাজিক সংহতি প্রতিষ্ঠা করা। আমরা যদি ঈদুল আজহার ত্যাগের চেতনা জীবনে বাস্তবায়ন করি, তাহলে সমাজ হবে আরো ন্যায়ের, ভ্রাতৃত্বের ও মানবিকতার।”

বর্তমান অর্থনৈতিক সংকট নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “মূল্যস্ফীতির তীব্রতা, খাদ্যপণ্যের অস্বাভাবিক দাম, এবং পানি, গ্যাস ও বিদ্যুতের সংকটে সাধারণ মানুষ চরম দুর্দশায় রয়েছে। ঈদের আনন্দ সবাই যেন ভাগ করে নিতে পারে, সেদিকে খেয়াল রাখা জরুরি।”

বার্তার শেষাংশে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন এবং আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশা ব্যক্ত করেন। “ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক শান্তি, ঐক্য ও কল্যাণ—এই দোয়াই করি মহান আল্লাহর দরবারে,”—এমন শুভকামনায় শেষ হয় তারেক রহমানের ঈদ শুভেচ্ছা বার্তা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ