১১ দিন বন্ধ তামাবিল স্থলবন্দর, যাত্রী পারাপার চালু থাকবে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৫ ১৫:৫৬:০৩
১১ দিন বন্ধ তামাবিল স্থলবন্দর, যাত্রী পারাপার চালু থাকবে

ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত তামাবিল স্থলবন্দরে পাথর আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ১১ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে, এমনকি ঈদের দিনেও।

বন্দর সূত্রে জানা গেছে, ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১৫ জুন (রোববার) পর্যন্ত পাথর আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এরপর ১৬ জুন (রোববার) থেকে পুনরায় কার্যক্রম শুরু হবে।

তামাবিল স্থলবন্দর পাথর আমদানিকারক গ্রুপের নির্বাচন কমিশনার মো. ওমর ফারুক জানান, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী ঈদ উপলক্ষে ছুটি ঘোষিত হয়েছে। এই সময়ের মধ্যে কোনো বাণিজ্যিক কার্যক্রম চলবে না।

তবে যাত্রী পারাপার ব্যবস্থা থাকবে স্বাভাবিক। তামাবিল ইমিগ্রেশন ইনচার্জ মো. সামিম মিয়া বলেন, “ঈদ উপলক্ষেও ইমিগ্রেশন কার্যক্রম চলমান থাকবে। ঈদের দিনেও উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীরা সীমান্ত পারাপার করতে পারবেন।”

উল্লেখ্য, তামাবিল স্থলবন্দর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ চুনাপাথর ভারত থেকে আমদানি হয়। ঈদের দীর্ঘ ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রীসাধারণের চলাচলে কোনো প্রকার বিঘ্ন ঘটবে না বলে প্রশাসন নিশ্চিত করেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ