২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৫৯ লাখ টাকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৫ ০৭:৫৯:১৪
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৫৯ লাখ টাকা

ঈদ উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে দেশের মহাসড়কগুলোতে। এরই প্রেক্ষিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায় ব্যাপকভাবে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত) বঙ্গবন্ধু সেতু দিয়ে মোট ৫১ হাজার ৮৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে সেতু কর্তৃপক্ষ আদায় করেছে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা টোল।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ছিল ৩০ হাজার ৮৪৫টি, যা থেকে আদায় হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী যানবাহনের সংখ্যা ছিল ২১ হাজার ৪টি, যেখান থেকে আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।

যানজট নিয়ন্ত্রণে রাখতে যমুনা সেতুর পশ্চিমপাড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল মোতায়েন করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী পাভেল জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পূর্ব ও পশ্চিম প্রান্তে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রয়েছে।

মোটরসাইকেলের জন্য অতিরিক্ত ৪টি বুথের ব্যবস্থা করা হয়েছে। সেতুতে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক উদ্ধারকাজে ব্যবহারের জন্য দুইটি রেকার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত অংশে সিসিটিভির মাধ্যমে ট্রাফিক পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

পাঠকের মতামত:

ট্যাগ: টোল আদায়

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ