গুলশান থেকে গ্রেপ্তার ওবায়দুল কাদের?

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৩ ১৯:৪৪:০৭
গুলশান থেকে গ্রেপ্তার ওবায়দুল কাদের?

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি তথ্য দাবী করছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। “ব্রেকিং – গুলশান থেকে গ্রেপ্তার ওবায়দুল কাদের” শীর্ষক ক্যাপশনসহ এই পোস্টটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিভ্রান্তি সৃষ্টি করে।

তবে অনুসন্ধান বলছে, এটি নিছক গুজব। রিউমর স্ক্যানার নামের একটি ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম তাদের বিশ্লেষণে নিশ্চিত করেছে, ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়নি এবং এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য সূত্র নেই। বরং ‘প্রিয়বাংলা২৪’ নামের একটি অজ্ঞাত পরিচয়ের ওয়েবসাইটের ভিত্তিহীন খবরের উপর ভর করে এই গুজব ছড়ানো হচ্ছে।

রিউমর স্ক্যানার জানায়, ফেসবুকে ছড়ানো পোস্টগুলোতে যে ওয়েবসাইট লিংক দেওয়া হয়েছে, সেটি ‘প্রিয়বাংলা২৪’ নামের একটি অনির্ভরযোগ্য ও অপ্রতিষ্ঠিত অনলাইন পোর্টাল। সেখানে ৩১ মে তারিখে “গুলশান থেকে গ্রেপ্তার ওবায়দুল কাদেরের…” শিরোনামে একটি খবর প্রকাশ করা হয়।

তবে, প্রকৃতপক্ষে ওই তথাকথিত খবরে ওবায়দুল কাদের নয়, বরং তার কথিত “পালিত ছেলে” আসাদুজ্জামান হিরুর গ্রেপ্তারের দাবি করা হয়। বলা হয়, রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় হিরুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি “ওবায়দুল কাদেরের ছায়ায় অর্থ লোপাট” করতেন বলেও সেখানে অভিযোগ তোলা হয়।

এমনকি “পালিত ছেলে” হিরু সম্পর্কেও কোনো নির্ভরযোগ্য তথ্য বা স্বীকৃত গণমাধ্যমে প্রতিবেদন নেই। এমনকি হিরুর সঙ্গে ওবায়দুল কাদেরের কোনো সম্পর্ক আছে কিনা, তাও যাচাইযোগ্য নয়। তাই এটি নিছক কাল্পনিক এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বলে প্রতীয়মান হচ্ছে।

ওই ভুয়া খবরে দাবি করা হয়, ৫ আগস্ট দেশের ক্ষমতায় পরিবর্তন আসে এবং শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অধিকাংশ নেতা দেশ ছেড়ে পালিয়ে যান। এও বলা হয়, ওবায়দুল কাদের ওই সময় আত্মগোপনে থেকে পরে ভারতে পালিয়ে যান। কিন্তু এসব দাবির সঙ্গেও বাস্তবতার কোনো মিল নেই।

ওবায়দুল কাদেরের মতো গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক নেতা যদি সত্যিই গ্রেপ্তার হতেন, তবে দেশের সকল জাতীয় গণমাধ্যমে তা প্রধান সংবাদ হয়ে আসতো। অথচ, কোনো টিভি চ্যানেল, পত্রিকা বা অনলাইন নিউজ পোর্টাল এ বিষয়ে একটি লাইনও প্রকাশ করেনি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ