নিষিদ্ধের রোডম্যাপ নেই, এবার ‘মার্চ টু যমুনা’

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১০ ২১:৩০:১০
নিষিদ্ধের রোডম্যাপ নেই, এবার ‘মার্চ টু যমুনা’

সত্য নিউজ: আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শনিবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর শাহবাগে গণজমায়েত থেকে তিনি এই ঘোষণা দেন। এর আগে তিনি সরকারকে এক ঘণ্টার সময়সীমা দিয়ে বলেছিলেন, যদি এ সময়ের মধ্যে স্পষ্ট রোডম্যাপ না আসে, তাহলে যমুনার (প্রধান উপদেষ্টার বাসভবন) দিকে পদযাত্রা শুরু হবে।

‘বিশ্বাস করি, কিন্তু সময় ফুরিয়ে আসছে’

ঘোষণায় হাসনাত বলেন,
“আমরা এখনো অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্বাস করি। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে দেরি হলে, সেই বিশ্বাসে ফাটল ধরবে। উপদেষ্টাদের বলছি—আর দেরি নয়, নিষিদ্ধ করুন আওয়ামী লীগকে।”

ঘোষণার পর শাহবাগে অবস্থান নেওয়া এনসিপি ও অন্যান্য দলের কর্মীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকেই অগ্রসর হতে শুরু করেন।

নিরাপত্তা জোরদার

এদিকে যমুনার কাছাকাছি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড বসিয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা।

চাপ বাড়ছে রাজপথে

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে আছে এনসিপি, জামায়াত, বাংলাদেশ লেবার পার্টিসহ আরও কয়েকটি দল। তাদের দাবি, আওয়ামী লীগ গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ের বিরুদ্ধে কাজ করেছে—তাই তাদের রাজনীতি নিষিদ্ধ হওয়া দরকার।

বিএনপি এখনও রাজপথে নেই

এই আন্দোলনে বিএনপির অনুপস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। দলটি বলছে, নিষিদ্ধ চাওয়ার বিষয়ে মত রয়েছে, তবে প্রক্রিয়া ও আইনি দিক নিয়ে তারা এখনো চিন্তাভাবনা করছে।

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না—তা নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। তবে রোডম্যাপ না পাওয়ায় আন্দোলনকারী দলগুলো এখন চাপ বাড়াতে শুরু করেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ