হারতে হারতে দেয়ালে পিঠ, এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বিসিবি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০২ ১৭:৫০:৩৪
হারতে হারতে দেয়ালে পিঠ, এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বিসিবি

একের পর এক সিরিজ পরাজয়, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে বারবার ব্যর্থতা এবং সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ সবমিলে চরম হতাশাজনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের মতো অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেও হারের ধাক্কা এখনও ভুলতে পারেনি দেশবাসী।

এই সংকটময় সময়ে জাতীয় দলের হাল ধরেছেন সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেট বিশ্লেষক আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতির দায়িত্ব নিয়ে দেশের শীর্ষ ক্রিকেটীয় মঞ্চে পরিবর্তনের আশ্বাস দিয়েছেন তিনি।

এক জাতীয় দৈনিকের সঙ্গে আলাপচারিতায় আমিনুল ইসলাম বলেন, “দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন সমালোচনার সময় নয়, বরং খেলোয়াড়দের মনোবল পুনর্গঠন এবং উজ্জীবিত করাই সবচেয়ে জরুরি কাজ।”

তিনি জানান, পাকিস্তান সফর শেষে দেশে ফিরেই জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বিস্তৃত মূল্যায়নে বসবে বোর্ড। “আমরা খেলোয়াড়দের সঙ্গে বসে তাদের মতামত নেব, দুর্বল দিকগুলো চিহ্নিত করব এবং ফিডব্যাকের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা তৈরি করব। যেহেতু তিন ফরম্যাটেই আমাদের অংশগ্রহণ রয়েছে, তাই প্রতিটি ক্ষেত্রেই পরিবর্তন আনতে হবে,” বলেন বুলবুল।

জাতীয় দলের সাম্প্রতিক ছন্দপতনের পেছনে কারণ অনুসন্ধানকেই পুনর্গঠনের ভিত্তি হিসেবে দেখছেন নতুন সভাপতি। তার ভাষায়, “পারফরম্যান্স সবসময় একইরকম থাকে না। ভালো-মন্দ আসবেই। কিন্তু আমাদের জানতে হবে কেন পারফরম্যান্স নিচে নামছে। সঠিকভাবে সমস্যা শনাক্ত করতে পারলে সমাধানও সহজ হবে।”

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি ইতোমধ্যেই প্রস্তুতির রূপরেখা তৈরি করছে। এ বিষয়ে তিনি বলেন, “আমাদের লক্ষ্য থাকবে অন্তত দ্বিতীয় রাউন্ডে পৌঁছানো। তবে সেটা সম্ভব হবে তখনই, যখন আমরা একটি গোছানো দল গড়ে তুলতে পারব। বর্তমান অবস্থায় সেই কাজটাই সবচেয়ে চ্যালেঞ্জিং।”

দেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই কাঠামোগত দুর্বলতা, খেলোয়াড়দের মানসিক দৃঢ়তার অভাব এবং টেকসই পরিকল্পনার ঘাটতির কথা শোনা যাচ্ছে। আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্বগ্রহণ অনেকের কাছে একটি নতুন সূচনার বার্তা। তবে তার নেতৃত্বে পরিবর্তন কতটা সম্ভব তা সময়ই বলে দেবে।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ