ইন্টারনেটের দাম কমছে

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০২ ১৭:৫৫:২৪
ইন্টারনেটের দাম কমছে

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট সেবার ওপর উৎসে কর হ্রাসের মাধ্যমে সেবাটির খরচ কমানোর ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২ জুন) দুপুর ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করেন।

বাজেট বক্তৃতায় তিনি জানান, ইন্টারনেট সেবায় উৎসে কর কর্তনের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে ইন্টারনেট সেবাদাতারা তুলনামূলকভাবে কম কর দিতে বাধ্য থাকবেন, যা শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে ইন্টারনেট সেবার দাম কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া আরও কিছু খাতে উৎসে কর হ্রাসের প্রস্তাবও করা হয়েছে। ঠিকাদারি কাজের ক্ষেত্রে সর্বোচ্চ কর হার ৭ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং পরিবেশবান্ধব রিসাইক্লিং শিল্পে ব্যবহৃত কাঁচামাল সরবরাহে উৎসে কর ৩ শতাংশ থেকে ১.৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ