প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট না বিএনপি?

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০২ ১৬:৫০:২৬
প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট না বিএনপি?

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২ জুলাই) জাতীয় বাজেট ঘোষণা করেন তিনি। এতে করে নতুন কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যবসা সহজীকরণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তবে এই বাজেট নিয়ে ভিন্নমত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বাজেটের কাঠামোতে গুণগত কোনো পরিবর্তন হয়নি, যা জনগণের প্রত্যাশা পূরণে অক্ষম। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “প্রস্তাবিত বাজেট আরও ছোট হওয়া উচিত ছিল। গুণগত দিক থেকে আমরা এতে কোনো পরিবর্তন দেখতে পাইনি।”

তিনি আরও বলেন,

“প্রতিবারের মতো এবারও কেবল সংখ্যা পরিবর্তন হয়েছে, কিন্তু বাজেটের মূল কাঠামো একই থেকে গেছে। এই বাজেট আগামী কোনো সরকারকেই বড় চ্যালেঞ্জে ফেলবে।”

প্রস্তাবিত বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬২ শতাংশ। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে সরকার ব্যাংক ঋণ, সঞ্চয়পত্র এবং বৈদেশিক ঋণের ওপর নির্ভর করবে।

অর্থ উপদেষ্টা তার বাজেট বক্তৃতায় কর্মসংস্থান, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং আর্থিক শৃঙ্খলা আনার প্রতিশ্রুতি দিলেও বিএনপির দাবি, এসব অঙ্গীকার বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট নয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ