মে মাসে দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০১ ২২:৫৯:০২
মে মাসে দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। সদ্যসমাপ্ত মে মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি মার্কিন ডলার, যা একক মাস হিসেবে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের মে মাসের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩২ শতাংশ। এর আগে, চলতি বছরের মার্চ মাসে ঈদুল ফিতরের আগে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৩০ কোটি ডলার, যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, “বর্তমানে দেশ থেকে অর্থপাচার বন্ধ হয়েছে। হুন্ডির দৌরাত্ম্য কমেছে। ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠানো নিরাপদ ও লাভজনক হওয়ায় প্রবাসীরা বৈধ চ্যানেল বেছে নিচ্ছেন।”

তিনি আরও জানান, “অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের নানা উদ্যোগ কার্যকর হচ্ছে। যার প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার প্রবাহে।”

সংশ্লিষ্ট সূত্র মতে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার অর্থপাচার ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। এতে হুন্ডি কার্যত অকার্যকর হয়ে পড়ে। ইতোমধ্যে অর্থপাচারে জড়িত থাকার সন্দেহে শেখ হাসিনা পরিবারের সদস্যসহ ১১টি শীর্ষ ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে তদন্ত চলছে। এদের ১ লাখ ৭৫ হাজার কোটি টাকার সম্পদ ইতিমধ্যে সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) দেশে রেমিট্যান্স এসেছে মোট ২,৭৫০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ৬১৩ কোটি ডলার বেশি।

মে মাসে ব্যাংকভিত্তিক রেমিট্যান্স প্রবাহ বিশ্লেষণে দেখা যায়:

  • রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ কোটি ৫৩ লাখ ডলার
  • কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় ২০ কোটি ৫০ লাখ ডলার
  • বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৭ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার
  • বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ৩০ হাজার ডলার

রেমিট্যান্সের ধারাবাহিক প্রবৃদ্ধি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।গত এক বছরে (২০২৪-২৫ অর্থবছরে) মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল নিম্নরূপ:

  • জুলাই: ১৯১.৩৭ কোটি ডলার
  • আগস্ট: ২২২.১৩ কোটি ডলার
  • সেপ্টেম্বর: ২৪০.৪১ কোটি ডলার
  • অক্টোবর: ২৩৯.৫০ কোটি ডলার
  • নভেম্বর: ২২০ কোটি ডলার
  • ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার
  • জানুয়ারি: ২১৯ কোটি ডলার
  • ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার
  • মার্চ: ৩২৯ কোটি ডলার
  • এপ্রিল: ২৭৫ কোটি ডলার
  • মে: ২৯৭ কোটি ডলার

অর্থনীতিবিদদের মতে, ঈদকে কেন্দ্র করে প্রবাসীদের দেশে টাকা পাঠানোর প্রবণতা বরাবরই বেশি থাকে। তবে এ বছর রেমিট্যান্সে হঠাৎ উল্লম্ফনের মূল কারণ হুন্ডি বন্ধ, প্রণোদনা বাড়ানো ও নিরাপদ ব্যাংকিং চ্যানেল। এ প্রবণতা অব্যাহত থাকলে দেশের অর্থনীতির ওপর চাপ কমবে, এবং ডলার বাজারে স্থিতিশীলতা আসবে বলেও মনে করছেন বিশ্লেষকরা।


ডিম, পেঁয়াজ, কাঁচামরিচের দামে লাগাম টানতে নতুন সুপারিশ

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৪ ২০:২১:৪৪
ডিম, পেঁয়াজ, কাঁচামরিচের দামে লাগাম টানতে নতুন সুপারিশ
ছবি: সংগৃহীত

ডিমের দাম প্রতি ডজন ১৫০ টাকা ছাড়িয়ে গেলে তা আমদানির অনুমতি দেওয়ার জন্য সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। একইসঙ্গে আমদানির ওপর সব ধরনের শুল্ক ও কর ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এই সুপারিশ জানিয়ে বাণিজ্যসচিবকে একটি চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

সম্প্রতি ডিমের বাজার অস্থির হয়ে উঠেছিল, দাম ডজনপ্রতি ১৫০ টাকাও ছাড়িয়ে গিয়েছিল। বর্তমানে বাজারে প্রতি ডজন ডিম ১৪০ টাকার আশেপাশে বিক্রি হচ্ছে।

পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানিতে শুল্ক ছাড়ের সুপারিশ

শুধু ডিম নয়, পেঁয়াজের দাম প্রতি কেজি ৯০ টাকা পেরোলে একই ধরনের পদক্ষেপ অর্থাৎ আমদানি উন্মুক্ত করা এবং শুল্ক-কর ছাড় দেওয়ার সুপারিশ করেছে ট্যারিফ কমিশন। বর্তমানে বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ৭০ থেকে ৮০ টাকার মধ্যে রয়েছে। ট্যারিফ কমিশন জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৪৪ লাখ ৪৮ হাজার ৭০০ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। আমদানি উন্মুক্ত করার পর পেঁয়াজের মূল্য ও সরবরাহ এখন স্থিতিশীল আছে।

একইভাবে, কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতেও সুপারিশ করা হয়েছে। বর্তমানে বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ২২০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। এই দাম নিয়ন্ত্রণে আনতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কাঁচামরিচ আমদানিতে আরোপিত ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের সুপারিশ করেছে ট্যারিফ কমিশন। এছাড়া, কাঁচামরিচ আমদানির সময় শুল্কায়নযোগ্য মূল্যের পরিবর্তে প্রকৃত বিনিময় মূল্যে শুল্কায়নের সুপারিশও করা হয়েছে।

সবজির বাজার স্থিতিশীল রাখার তাগিদ

ট্যারিফ কমিশন সবজির বাজার স্থিতিশীল রাখতেও বিশেষ গুরুত্ব দিয়েছে। সংস্থাটি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। তারা সুপারিশ করেছে, সবজির উৎপাদন মূল্য থেকে শুরু করে খুচরা মূল্য পর্যন্ত পুরো সরবরাহ শৃঙ্খল যেন কঠোরভাবে তদারকি করা হয়।


ইতিহাসে সর্বোচ্চ: বাংলাদেশে স্বর্ণের দাম আবারো বাড়লো

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৩ ২১:৩৮:০০
ইতিহাসে সর্বোচ্চ: বাংলাদেশে স্বর্ণের দাম আবারো বাড়লো
ফাইল ছবি

বাংলাদেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৪৪ টাকা বেড়ে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে এই নতুন দাম কার্যকর হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


ড. ইউনূসের নতুন ভিশন: সমুদ্রই হবে বিশ্বের পথে বাংলাদেশের মহাসড়ক

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৩ ১৮:১৮:৫০
ড. ইউনূসের নতুন ভিশন: সমুদ্রই হবে বিশ্বের পথে বাংলাদেশের মহাসড়ক
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শুধু গভীর সমুদ্র বন্দর নয়, আমাদের একটি ‘ব্লু ইকোনমি’ বা সমুদ্র অর্থনীতি গড়ে তোলার ভিশন নিয়ে কাজ করতে হবে। তিনি মনে করেন, মহেশখালী ও মাতারবাড়ী এলাকাটি কেবল একটি বাণিজ্যিক কেন্দ্র হবে না, বরং সেখান থেকে একটি নতুন শহরের জন্ম হবে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সংযোগ তৈরি হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবগঠিত ‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা)’ সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “আমরা সমুদ্র জগতে কখনো প্রবেশ করিনি। এ বিষয়ে গবেষণা বা ফাইন্ডিংস নেই। এর সম্পর্কিত কী কী গবেষণা আছে, অন্য দেশের গবেষণাপত্র যেটা আমাদের সঙ্গেও মিলবে, সেগুলো খুঁজে বের করতে হবে এবং নিজস্ব গবেষণা করতে হবে।” তিনি মহেশখালী অঞ্চলে একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ওপরও জোর দেন এবং প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়ার কথা বলেন।

মিডার পরিকল্পনা ও কর্মসংস্থান

বৈঠকে মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণ মহেশখালী-মাতারবাড়ী প্রকল্পের ওপর একটি প্রেজেন্টেশন দেন এবং আগামী চার মাসের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। তিনি জানান, প্রকল্পটি তিনটি ধাপে সম্পন্ন হবে—প্রথম ধাপ ২০২৫ থেকে ২০৩০, দ্বিতীয় ধাপ ২০৩০ থেকে ২০৪৫ এবং তৃতীয় ধাপ ২০৪৫ থেকে ২০৫৫ পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ২৫ লাখ লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে এবং দেশের জিডিপিতে দেড়শ বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হবে।

ড. ইউনূস এই বিশাল প্রকল্পের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের ওপরও জোর দেন এবং ইকো-ট্যুরিজম পার্ক করার বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, “সেখানকার বনভূমি এখন কী অবস্থায় আছে, ভবিষ্যতে আমরা সেগুলোকে কী অবস্থায় দেখতে চাই—সেই পরিকল্পনাও করতে হবে।”

/আশিক


মাতারবাড়ী-মহেশখালী হবে বাংলাদেশের সিঙ্গাপুর: আশিক চৌধুরী

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৩ ১৮:০২:০৪
মাতারবাড়ী-মহেশখালী হবে বাংলাদেশের সিঙ্গাপুর: আশিক চৌধুরী
ছবিঃ সংগৃহীত

আগামী ৩০ বছরের মধ্যে মাতারবাড়ী ও মহেশখালীকে চীনের সাংহাই বা সিঙ্গাপুরের মতো উন্নতমানের বন্দর এবং বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরিত করতে চায় সরকার। এর মাধ্যমে প্রায় ২৫ লাখ লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সভাপতি।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।

বিডার নির্বাহী সভাপতি জানান, এই বিশাল প্রকল্পের প্রশাসনিক কার্যক্রম আগামী ১২০ দিনের মধ্যে সম্পন্ন করা হবে। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (এমআইডিএ) এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে ৩৩ হাজার একর আয়তনের জমিতে এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে। পুরো কাজটি তিনটি ধাপে সম্পন্ন হবে: প্রথম ধাপ ২০২৫ থেকে ২০৩০, দ্বিতীয় ধাপ ২০৩০ থেকে ২০৪৫ এবং চূড়ান্ত ধাপ ২০৪৫ থেকে ২০৫৫ সাল পর্যন্ত।

/আশিক


স্টার্ট-আপের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল 

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৩ ০৮:৪৭:২৯
স্টার্ট-আপের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল 
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে উদ্ভাবনী ব্যবসা ও কর্মসংস্থান সৃষ্টিকে এগিয়ে নিতে স্টার্ট-আপ উদ্যোক্তাদের জন্য বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল চালু করেছে বাংলাদেশ ব্যাংক। পাঁচশো কোটি টাকার এই তহবিল থেকে উদ্যোক্তারা সর্বোচ্চ চার শতাংশ সুদ বা মুনাফায় ঋণ গ্রহণ করতে পারবেন, যা উদ্যোক্তাদের জন্য তুলনামূলকভাবে একটি স্বল্পসুদী সুযোগ তৈরি করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ সংক্রান্ত অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে ১৬টি তফসিলি ব্যাংক এবং ৪টি নন-ব্যাংক ফাইন্যান্স কোম্পানি যুক্ত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। ভার্চুয়ালি যুক্ত ছিলেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অংশীদার ব্যাংক ও ফাইন্যান্স প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এসএমই বিভাগের প্রধানরাও উপস্থিত ছিলেন।

ঋণের সীমা ও শর্তাবলি

নতুন সার্কুলার অনুযায়ী, উদ্যোক্তারা এখন থেকে সর্বনিম্ন ২ কোটি টাকা থেকে সর্বোচ্চ ৮ কোটি টাকা পর্যন্ত মেয়াদি বা চলতি মূলধন ঋণ/বিনিয়োগ নিতে পারবেন। এর ফলে উদ্যোক্তারা তাঁদের ব্যবসার প্রাথমিক পর্যায় থেকে সম্প্রসারণ পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পাবেন।

নতুন উদ্যোগ ও অংশীদারত্ব

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও জানানো হয়, ৫২টি অংশীদার ব্যাংকের সমন্বয়ে একটি ইক্যুইটি বিনিয়োগ কোম্পানি গঠনের বিষয়েও আলোচনা চলছে। এই কোম্পানি গঠিত হলে উদ্যোক্তারা ঋণের পাশাপাশি শেয়ারভিত্তিক অর্থায়নও পেতে সক্ষম হবেন।

বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা

বাংলাদেশ ব্যাংক জানায়, কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবনী ব্যবসা উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধিতে স্টার্ট-আপ খাতের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। নতুন এই উদ্যোগ উদ্যোক্তাদের জন্য অর্থায়ন প্রাপ্তিকে আরও সহজ করবে এবং দেশের স্টার্ট-আপ ইকোসিস্টেমের টেকসই বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

-শরিফুল


বিইআরসির সিদ্ধান্তে কমলো এলপিজির দাম, নতুন মূল্য কার্যকর

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০২ ১৬:১৪:০৯
বিইআরসির সিদ্ধান্তে কমলো এলপিজির দাম, নতুন মূল্য কার্যকর
ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে এর দাম ছিল ১ হাজার ২৭৩ টাকা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলন করে নতুন এই মূল্য ঘোষণা করেন। নতুন নির্ধারিত এই দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

একইসঙ্গে গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। লিটারে ১৩ পয়সা কমে এর নতুন দাম দাঁড়িয়েছে ৫৮ টাকা ১৫ পয়সা। বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির প্রতি কেজির দাম মূল্য সংযোজন করসহ নির্ধারণ করা হয়েছে ১০৫ টাকা ৮৭ পয়সা।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করা হয়। সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল মাসে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি।

/আশিক


স্বর্ণের নতুন দাম কার্যকর আজ থেকে

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০২ ১০:২৭:৫৬
স্বর্ণের নতুন দাম কার্যকর আজ থেকে
ছবি: সংগৃহীত

দেশের স্বর্ণবাজারে আবারও মূল্যবৃদ্ধি ঘটেছে। দুদিনের ব্যবধানে ভরিপ্রতি ১ হাজার ৪৭০ টাকা বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে প্রতি ভরি ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে এ দাম কার্যকর হবে বলে সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪৩ হাজার ৮২৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪২ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরিপ্রতি দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা।

এর আগে ৩১ আগস্ট বাজুস যে দাম নির্ধারণ করেছিল, তখন ২২ ক্যারেটের ভরিপ্রতি দাম ছিল ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৬৬ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪২ হাজার ৬২৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ১৮ হাজার ২৮ টাকা। আরও আগে, ২৬ আগস্ট নির্ধারিত দামে ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ ছিল ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি, মুদ্রাবাজারের অস্থিরতা এবং অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধিই সাম্প্রতিক সময়ে স্বর্ণের ধারাবাহিক মূল্যবৃদ্ধির মূল কারণ।

-রফিক


দেশে স্বর্ণের দাম আবার বাড়ল

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০১ ২১:৩৫:৩৬
দেশে স্বর্ণের দাম আবার বাড়ল
ফাইল ছবি

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বেড়ে আজ সোমবার (১ সেপ্টেম্বর) থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা।

নতুন দামের তালিকা

সোমবার রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম:

২২ ক্যারেট: ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা

২১ ক্যারেট: ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৪৩ হাজার ৮২৮ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ১৯ হাজার ৪২ টাকা

তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ৩০ আগস্ট দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যা ৩১ আগস্ট থেকে কার্যকর ছিল। সে সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা।

/আশিক


রেকর্ড পরিমাণ রেমিট্যান্স: আগস্টে প্রবাসী আয়ে স্বস্তি

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০১ ১৯:৩৩:৫৮
রেকর্ড পরিমাণ রেমিট্যান্স: আগস্টে প্রবাসী আয়ে স্বস্তি
ছবি: সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা। রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এর আগের মাস অর্থাৎ জুলাইয়ে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ২৪৮ কোটি মার্কিন ডলার। চলতি অর্থবছরের প্রথম দুই মাস (জুলাই-আগস্ট) মিলিয়ে দেশে রেমিট্যান্স এসেছে মোট ৪৯০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের ৪১৪ কোটি ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ দেখা গিয়েছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেই অর্থবছর শেষে দেশে রেমিট্যান্স এসেছিল মোট ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা তার আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৩.৭৪ বিলিয়ন মার্কিন ডলার।

প্রবাসী আয়ের এমন ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা এবং ডলারের জোগানে স্বস্তি এনে দিয়েছে।

/আশিক

পাঠকের মতামত: