চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজি: ইউরোপ সেরার মুকুট

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০১ ০৮:৩৫:৪৮
চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজি: ইউরোপ সেরার মুকুট

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এতটা একপেশে ফাইনাল খুব কমই দেখা গেছে। ইউরোপের অন্যতম শক্তিশালী রক্ষণভাগের দল ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলল প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। সেই সঙ্গে লুইস এনরিকের দল পূর্ণ করল মর্যাদার ‘ট্রেবল’—লিগ, কাপ ও ইউরোপ সেরার ট্রফি জিতে।

ম্যাচের শুরুটা হয়েছিল সাবেক ইন্টার ডিফেন্ডার আশরাফ হাকিমির গোলে। গোল করলেও সাবেক ক্লাবের প্রতি শ্রদ্ধা জানিয়ে উদযাপন করেননি তিনি। তবে তার তৈরি করে দেওয়া গোল এবং গোটা ম্যাচের মূল আলো কেড়ে নেন ১৯ বছর বয়সী দেজ্যের দুয়ে। প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে তিনি কার্যত বিধ্বস্ত করে দেন ইন্টারের রক্ষণভাগকে। তাঁর অসাধারণ পারফরম্যান্সের সামনে দেম্বেলে, মার্তিনেজ, বরেল্লার মতো তারকারাও ম্লান হয়ে যান।

ইন্টার কোচ সিমোন ইনজাঘি প্রথমদিকে কিছুটা প্রতিক্রিয়া দেখালেও, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বুঝে যান ম্যাচের ভাগ্য লিখে গেছে পিএসজি। ৭৪ মিনিটে খিচা কাভারাতশখেলিয়ার গোল এবং ৮৭ মিনিটে মাইলুলুর গোল ইন্টারকে পুরোপুরি গুঁড়িয়ে দেয়। ৫-০ গোলের এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রেকর্ড গড়ল পিএসজি—এত বড় ব্যবধানে আগে কখনো কোনো দল জিততে পারেনি।

এই জয় শুধুই শিরোপা জয়ের গল্প নয়, এটি দীর্ঘদিনের পরিকল্পনার সফল বাস্তবায়ন। নেইমার, মেসি ও এমবাপ্পের মতো তারকাদের নিয়ে যখন পিএসজি সাফল্যের দেখা পায়নি, তখনই লুইস এনরিকে ভেঙে গড়েছেন নতুন এক দল—তারকানির্ভরতা কমিয়ে এনেছেন ভারসাম্য ও টিম স্পিরিট। এই মৌসুমেই কিলিয়ান এমবাপ্পে ক্লাব ছেড়ে চলে গেছেন, অথচ তাকে ছাড়াই পিএসজি তাদের ইতিহাসের সবচেয়ে বড় জয়টা তুলে নিয়েছে।

এই ট্রেবল জয়ের পেছনে লুইস এনরিকের জন্য রয়েছে বিশেষ আবেগও। নয় বছর বয়সী কন্যা জানাকে হারিয়েছিলেন তিনি ক্যানসারে। আগেরবার যখন বার্সেলোনার কোচ হিসেবে ট্রেবল জিতেছিলেন, তখন ছোট্ট জানা মাঠে নেমে উদযাপন করেছিল বাবার সঙ্গে। এবার ফাইনালের আগে গ্যালারিতে বিশাল তিফোতে জানার ছবি দেখে আবেগে ভেসেছেন অনেকেই। এনরিকে নিজেও আগেই জানিয়েছিলেন, এই শিরোপা তিনি উৎসর্গ করতে চান কন্যাকে।

আর সবকিছুর শেষে ছিল পিএসজির চেয়ারম্যান নাসের আল খেলাইফির তৃপ্তির হাসি। বহু বছর ধরে মাল্টিমিলিয়ন ডলার খরচ করে ক্লাবটিকে ইউরোপীয় শ্রেষ্ঠত্বে তুলে আনার যে স্বপ্ন তিনি দেখছিলেন, অবশেষে তা পূর্ণ হলো। নেইমার-মেসি-এমবাপ্পে অধ্যায় শেষে, তরুণদের নিয়ে গড়া এই পিএসজি-ই এনে দিল সেই কাঙ্ক্ষিত শিরোপা, তাও আবার ৫-০ ব্যবধানে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ