আবহাওয়ার বার্তা: বৃষ্টি আসছে কবে?

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১০ ১৮:৪১:৫৯
আবহাওয়ার বার্তা: বৃষ্টি আসছে কবে?

সত্য নিউজ: দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। ঘরবন্দী অবস্থায় মানুষ হাঁসফাঁস করছে, হাসপাতালে বাড়ছে হিটস্ট্রোক ও ডিহাইড্রেশনের রোগী। তবে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর—আসছে সপ্তাহের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শনিবার (১০ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের অধিকাংশ অঞ্চলে চলমান তাপপ্রবাহ সোমবার (১২ মে) থেকে ধীরে ধীরে প্রশমিত হতে পারে। সেইসঙ্গে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত শুরু হতে পারে। প্রাথমিকভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি শুরু হবে, এরপর ধাপে ধাপে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও তা বিস্তৃত হতে পারে।

তাপদাহের ভয়াবহতা:

বর্তমানে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে তাপমাত্রা সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ঢাকাসহ দেশের প্রায় সব বিভাগেই প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। শনিবারের পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। এর ফলে রাতেও স্বস্তি মিলছে না সাধারণ মানুষের।

আবহাওয়ার তথ্য অনুযায়ী, রবিবার (১১ মে) দিনে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। কিছু অঞ্চলে তাপপ্রবাহের তীব্রতা খানিকটা কমে আসতে পারে, তবে তা পুরোপুরি প্রশমিত হবে না।

আগামী সপ্তাহের পূর্বাভাস:

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, “১২ মে সোমবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি নিয়মিত বৃষ্টি শুরু হয়, তাহলে ১৮ বা ১৯ মের মধ্যে তাপপ্রবাহ অনেকটাই প্রশমিত হয়ে যাবে।” পাশাপাশি তিনি জানান, এই সময়ের মধ্যে কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে, যা বৃষ্টির পাশাপাশি বিদ্যুৎ চমকানো ও দমকা হাওয়ার সৃষ্টি করতে পারে।

স্বস্তির ইঙ্গিত, তবে সতর্কতার আহ্বান:

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার এই পরিবর্তনের সময় জনসাধারণকে সতর্ক থাকতে হবে। তীব্র তাপপ্রবাহ ও হঠাৎ ঝড়-বৃষ্টির মধ্যে ঘর থেকে বের হওয়ার সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তাঁরা।

আবহাওয়ার এই পূর্বাভাস যদিও সাময়িক স্বস্তির ইঙ্গিত দেয়, তবে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এমন চরম আবহাওয়া পরিস্থিতি যে ক্রমেই সাধারণ হয়ে উঠছে, তা-ও স্পষ্ট হয়ে উঠছে।


নোয়াখালীর কোম্পানীগঞ্জে শ্রমিক সংঘর্ষ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৬ ১৪:০৩:৫১
নোয়াখালীর কোম্পানীগঞ্জে শ্রমিক সংঘর্ষ
ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শ্রমিক সংগঠনের নিয়ন্ত্রণ ও অবৈধ চাঁদা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকালে বসুরহাট জিরো পয়েন্ট এবং মুছাপুরের বাংলাবাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আহতদের মধ্যে রয়েছেন শ্রমিক নেতা ওয়াসিম, মোহাম্মদ মিয়া, ধনা মিয়া ও এমদাদ হোসেনসহ আরও কয়েকজন। অভিযোগে জানা যায়, নোয়াখালী জেলা বেবি টেক্সি, অটো টেম্পু, অটোরিক্সা চালক ও সহকারী ইউনিয়ন (রেজিঃ নং-চট্ট-২০৪২) নামের সংগঠনের কয়েকজন নেতা দীর্ঘদিন ধরে ‘জিপি’র নামে কোটি কোটি টাকা অবৈধভাবে চাঁদা আদায় করে আসছেন। শ্রমিকদের অভিযোগ, মাসুদুর রহমান, বেলাল হোসেন ও শিপন নামের তিনজন নেতা বহু বছর ধরে এই প্রক্রিয়া চালিয়ে আসছেন। সংগঠনটি দীর্ঘদিন আওয়ামী লীগ সমর্থিত ছিল। তবে ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর জয়নাল আবদীন, আবুল মোবারক বাহার, বেলাল হোসেন ও ফেরদৌস আম্মেদ সেলিমের নেতৃত্বে সংগঠনের কার্যালয় দখল করে নেওয়া হয়।

দখলদাররা বর্তমানে উপজেলার ৩-৪ হাজার সিএনজি থেকে প্রতিদিন ২৫ টাকা করে আদায় করছেন, যা থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই অবৈধ চাঁদা আদায়ের কারণে ক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা। সোমবার সকালে একদল সিএনজি চালক বসুরহাট জিরো পয়েন্টে এসে জিপির নামে টাকা আদায় বন্ধ করে দেয়। এর পরপরই সংঘর্ষ শুরু হয়, যা দ্রুত বাংলাবাজার সিএনজি স্ট্যান্ডেও ছড়িয়ে পড়ে। সেখানে আরও দুজন শ্রমিক আহত হন।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় রাজনৈতিক নেতারাও সেখানে উপস্থিত থেকে শান্তিপূর্ণ সমাধানে ভূমিকা রাখেন। পরে সিদ্ধান্ত হয়, আগামী ২৮ সেপ্টেম্বর বসুরহাট শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বৈঠক করে সমস্যার সমাধান করা হবে। আশ্বাস পাওয়ার পর ক্ষুব্ধ শ্রমিকরা শান্ত হন।

এর আগে শ্রমিকদের পক্ষ থেকে মো. রিপন নামের একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনা ক্যাম্প ও থানায় লিখিত অভিযোগ জমা দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ শ্রমিকরা নিজেরাই চাঁদা আদায় বন্ধের চেষ্টা করেন এবং পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা আবুল বাসার ও শ্রমিক মো. রিপন অভিযোগ করেন, পূর্বেকার কমিটিও অবৈধ ছিল এবং তারাও কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। বর্তমান দখলদার কমিটি একইভাবে শ্রমিকদের কাছ থেকে টাকা নিচ্ছে কিন্তু কোনো হিসাব দিচ্ছে না। এমনকি মৃত শ্রমিকদের পরিবারকেও নির্ধারিত টাকা দেওয়া হচ্ছে না। এ কারণে শ্রমিকদের ক্ষোভ চরমে পৌঁছেছে।

অন্যদিকে, দখলদার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জয়নাল আবদীন দাবি করেন, তাদের কমিটি বৈধ এবং জিপি নেওয়াও বৈধ। তিনি কোনো ধরনের চাঁদাবাজি বা সংঘর্ষের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিমল কর্মকার জানান, সংঘর্ষের খবর পেয়ে তিনি নিজে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। বসুরহাট পৌরসভার জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইনও সেখানে গিয়ে শ্রমিকদের শান্ত করতে ভূমিকা রাখেন। তিনি আরও জানান, বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


‘এটি শিকড়, আবেগ আর অস্তিত্বের প্রশ্ন’

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৬ ১৩:৫৪:৩৯
‘এটি শিকড়, আবেগ আর অস্তিত্বের প্রশ্ন’
ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ঘোষিত টানা তিন দিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিন আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)।

সকালে ঢাকা–বরিশাল ও ঢাকা–খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও সকাল ৯টার দিকে পুখুরিয়া এলাকায় কয়েকজন স্থানীয় বাসিন্দা অবরোধ পালনের চেষ্টা করেন। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের সরিয়ে দিলে তারা সড়ক অবরোধ গড়ে তুলতে ব্যর্থ হন।

প্রস্তাবিত ভাঙ্গা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাফুর আহমেদ জানান, রেল চলাচলে কোনো প্রতিবন্ধকতা নেই। সকাল থেকে সকল ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করেছে। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, খুলনা থেকে নকশিকাঁথা কমিউটার ও জাহানাবাদ এক্সপ্রেস যথারীতি ঢাকায় পৌঁছেছে এবং সুন্দরবন এক্সপ্রেস খুলনার পথে গিয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ বলেন, পুলিশ সক্রিয়ভাবে মাঠে অবস্থান করছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং সাধারণ মানুষ অযথা ভোগান্তির শিকার না হন। তিনি আরও জানান, পুখুরিয়ায় স্থানীয়রা মহাসড়কে বসার চেষ্টা করলেও পুলিশ তাদের সরে যেতে বাধ্য করেছে, ফলে দুই মহাসড়কেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তাদের মতে, এই আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক নয়; এটি ভাঙ্গার অস্তিত্ব, ঐতিহ্য এবং শিকড় রক্ষার আন্দোলন। তারা দাবি করেন, প্রশাসন যদি মনে করে তারা চুপ করে মেনে নেবে, তবে সেটি গুরুতর ভুল হবে।

তাদের ভাষায়, “আমরা জানি আন্দোলন মানেই মানুষের ভোগান্তি। কিন্তু ভাঙ্গাকে বাঁচানোর প্রশ্নে কোনো আপস হতে পারে না। প্রয়োজনে রাতভর মহাসড়কে অবস্থান করব। আমরা শান্তিপ্রিয় মানুষ হলেও অন্যায়-অবিচার হলে প্রতিবাদ জানাতে বাধ্য হব। আলগী ও হামিরদী যেমন ভাঙ্গার ছিল, তেমনি ভাঙ্গারই থাকবে এটাই আমাদের চূড়ান্ত অবস্থান।”

-রফিক


‘আমার বাবাকে কাকা-কাকাতো ভাই মেরে ফেলেছে’

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৫ ১৩:৩১:৩৯
‘আমার বাবাকে কাকা-কাকাতো ভাই মেরে ফেলেছে’
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সামান্য ছাদের পানি পড়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ভাইয়ের হাতে প্রাণ হারালেন আনন্দ ঘোষ (৪৫)। পারিবারিক কলহ থেকে শুরু হওয়া এ ঘটনা এক মর্মান্তিক হত্যাকাণ্ডে পরিণত হয়। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার উনশিয়া গ্রামের ঘোষবাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মৃত সুধীর ঘোষের ছেলে ও স্থানীয় ব্যবসায়ী আনন্দ ঘোষের সঙ্গে তাঁর তিন ভাই—গৌরাঙ্গ ঘোষ (৫২), কালা ঘোষ (৫০) ও যুগল ঘোষের (৩০) দীর্ঘদিন ধরে ছাদের পানি পড়া নিয়ে বিরোধ চলছিল। রোববার দিনের বৃষ্টির পর বিষয়টি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। এ নিয়ে রাতের বেলায় আনন্দ ঘোষের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে গৌরাঙ্গ, কালা ও যুগল ঘোষের সঙ্গে তাঁদের ভাতিজা নয়ন ঘোষ এবং সৌরভ ঘোষ লাঠি নিয়ে আনন্দ ঘোষকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় পরিবার ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত আনন্দ ঘোষের স্ত্রী মিতা ঘোষ অভিযোগ করে বলেন, “দিনে বৃষ্টি হয়েছিল। ছাদ থেকে পানি পড়া নিয়ে রাতে আমার দেবর আর ভাসুররা বাড়িতে এসে আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে।”

অন্যদিকে নিহতের স্কুলপড়ুয়া মেয়ে অথৈ ঘোষ কান্নাজড়িত কণ্ঠে জানায়, “আমার বাবা চেয়েছিলেন আমি নার্স হই। আমারও স্বপ্ন ছিল নার্স হওয়ার। কিন্তু কাকা আর কাকাতো ভাইয়েরা মিলে আমার বাবাকে মেরে ফেলেছে। এখন আমার স্বপ্নও শেষ হয়ে গেল।”

প্রতিবেশী বাচ্চু হাওলাদার বলেন, বিষয়টি নতুন নয়। ছাদের পানি পড়াকে কেন্দ্র করে আগে একাধিকবার গ্রামে সালিশ বৈঠক হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমস্যার সমাধান করার চেষ্টা করেছিলেন। কিন্তু আনন্দ ঘোষের ভাইয়েরা কোনো সিদ্ধান্ত মানেননি। শেষ পর্যন্ত সেই বিরোধ রক্তক্ষয়ী পরিণতি ডেকে আনল।

ঘটনার পর স্থানীয়রা গৌরাঙ্গ, কালা ও যুগল ঘোষের বাড়িতে খোঁজ নিতে গেলে কাউকেই পাওয়া যায়নি।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

-রফিক


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের ঝটিকা মিছিল

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৩ ১০:৩৬:০০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের ঝটিকা মিছিল
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অংশে ঝটিকা মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা উত্তর জেলা যুবলীগ এবং চান্দিনা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে মিছিলটি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুদ্দিন সুজনের নেতৃত্বে নেতাকর্মীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা ব্যানার নিয়ে দ্রুত গতিতে মহাসড়ক পাড়ি দিচ্ছেন।

এ বিষয়ে চান্দিনা থানার ওসি মো. জাবেদ উল ইসলাম জানান, “আমরা ঝটিকা মিছিলের একটি ভিডিও পেয়েছি। তবে মহাসড়কের চান্দিনা অংশেই মিছিলটি হয়েছে কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি। একজনকে শনাক্ত করা হয়েছে, তার বাড়ি চান্দিনায়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৩ ০৯:৩৯:৪২
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

সিলেটের বিভিন্ন এলাকায় আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি মেরামত এবং সংরক্ষণকাজের জন্য সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১১ কেভি নয়াসড়ক ফিডারের কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদীঘিরপাড়, ১১ কেভি নাইওরপুল ফিডারের কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদীঘির উত্তরপাড়, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শাহী ঈদগাহ এবং ১১ কেভি বালুচর ফিডারের বালুচর, শান্তিবাগ, সোনার বাংলা, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ ও বালুচর ছড়ারপাড়সহ আশেপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে এবং এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।


বায়তুল মোকাররমে শুরু হলো মাসব্যাপী ইসলামি বইমেলা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৩ ০৮:০৩:৫২
বায়তুল মোকাররমে শুরু হলো মাসব্যাপী ইসলামি বইমেলা
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে শুরু হলো মাসব্যাপী ইসলামি বইমেলা। এ বছর প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত এই মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বাদ আসর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। এতে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) প্রকাশিত ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়তুল মোকাররমের দক্ষিণ ও পূর্ব চত্বরে আয়োজিত এ মেলা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন, আর ছুটির দিনে মেলা খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

এবারের মেলায় প্রায় দেড় শতাধিক স্টল স্থান পেয়েছে। দেশের প্রকাশনীর পাশাপাশি মিসর, লেবানন ও পাকিস্তানের প্রায় পাঁচটি আন্তর্জাতিক স্টলও অংশ নিচ্ছে। এতে পবিত্র কোরআনের অনুবাদ ও তাফসির, হাদিসের গ্রন্থ, ইসলামের মৌলিক বিষয়, গবেষণাধর্মী রচনা ও সমসাময়িক প্রবন্ধসহ বহুমাত্রিক ইসলামি সাহিত্য পাওয়া যাবে।

বই বিক্রির পাশাপাশি প্রতিদিন অনুষ্ঠিত হবে নানা ধরনের সাংস্কৃতিক ও বৌদ্ধিক আয়োজন। এর মধ্যে রয়েছে লেখক, পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে আলোচনা সভা, ইসলামি সাংস্কৃতিক পরিবেশনা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন এবং বিশেষ সেমিনার। শিশুদের জন্য থাকবে আলাদা চত্বর, পাশাপাশি থাকবে মিডিয়া কর্নার, তথ্যকেন্দ্র এবং নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থা।

বইমেলা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের স্টলসহ বিভাগীয় ও জেলা কার্যালয়ে প্রকাশিত সব বইয়ে ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। আয়োজকদের আশা, এ প্রদর্শনী শুধু জ্ঞানচর্চা ও পাঠাভ্যাসকেই উৎসাহিত করবে না, বরং ইসলামী সংস্কৃতির বিস্তার ও গবেষণার ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করবে।

-শরিফুল


ভাঙ্গায় ১১ ঘণ্টা অবরোধ শেষে ফের নতুন ঘোষণা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১০ ১৯:২০:৪২
ভাঙ্গায় ১১ ঘণ্টা অবরোধ শেষে ফের নতুন ঘোষণা
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে দিনভর চলা মহাসড়ক অবরোধ কর্মসূচি আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সকাল ৭টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি টানা ১১ ঘণ্টা ধরে চলার পর সন্ধ্যা ৬টার দিকে প্রত্যাহার করা হয়। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকেই একইভাবে আবারও অবরোধ কর্মসূচি শুরু হবে।

অবরোধ তুলে নেওয়ার পর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। দীর্ঘ সময় আটকে থাকা যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। অনেকে খাবার ও পানির সংকট, দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি পেরিয়ে অবশেষে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে একাধিকবার আলোচনা হলেও তারা তাদের মূল দাবি থেকে সরে আসেননি। ফলে আগামীকাল আবারও মহাসড়ক অবরোধের ঘোষণা অটুট রেখেছে স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের প্রবীণ বাসিন্দা ও পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি), বীর মুক্তিযোদ্ধা মো. ইমারত হোসেন বলেন, “ভাঙ্গা কেবল মানচিত্রের একটি ইউনিয়ন নয়; এটি আমাদের শিকড়, আবেগ আর অস্তিত্বের প্রতীক। প্রশাসন যদি মনে করে আমরা নীরবে অন্যায় সিদ্ধান্ত মেনে নেব, তবে তারা ভুল করছে।”

তিনি আরও বলেন, “আমরা জানি আন্দোলন মানে কষ্ট, যানজট ও ভোগান্তি। তবুও ভাঙ্গাকে রক্ষার প্রশ্নে আপস করার কোনো সুযোগ নেই। প্রয়োজনে দিনের পর দিন আমরা রাস্তায় বসে থাকব, স্লোগানে মুখর করব মহাসড়ক। আমরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু অবিচার হলে রুখে দাঁড়ানো আমাদের অধিকার। ভাঙ্গাকে বিভক্ত করা মানে আমাদের ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ে আঘাত হানা। আলগী ও হামিরদী ইউনিয়ন ভাঙ্গার অংশ ছিল, ভাঙ্গারই অংশ থাকবে। মানুষকে বিভক্ত করার এই সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। ভাঙ্গাকে রক্ষা করা শুধু আন্দোলনের দাবি নয়, এটি আমাদের অস্তিত্বের লড়াই। এটাই আমাদের শেষ কথা।”

বুধবার সকাল থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এবং ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ ও সুয়াদী এলাকায় স্থানীয়রা অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন। আলগী ও হামিরদী ইউনিয়নের শত শত মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। এর ফলে দুই মহাসড়কেই যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ শত শত গাড়ি ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে।

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। ইতিমধ্যে এলাকাবাসী একাধিকবার মহাসড়ক অবরোধ করেছে এবং উচ্চ আদালতে রিটও দায়ের করেছে। স্থানীয়রা অভিযোগ করছেন, এ সিদ্ধান্ত তাদের ঐক্য, ইতিহাস ও আত্মপরিচয়ে আঘাত হেনেছে, যা তারা কোনোভাবেই মেনে নেবেন না।

-রফিক


আসন পুনর্বিন্যাসে উত্তাল ফরিদপুরের ভাঙ্গা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১০ ০৯:৫০:৪৬
আসন পুনর্বিন্যাসে উত্তাল ফরিদপুরের ভাঙ্গা
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে এলাকাবাসী। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে স্থানীয়রা ঢাকা–বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড এবং ঢাকা–খুলনা মহাসড়কের মুনসুরাবাদ ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় অবস্থান নেয়। এতে মহাসড়ক দুটিতে যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রোবাস ও পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তীব্র রোদে কষ্ট এড়াতে আন্দোলনকারীরা মহাসড়কের ওপর সামিয়ানা টানিয়ে দীর্ঘসময় অবস্থান করেন।

অবরোধে অংশ নেওয়া এলাকাবাসী স্পষ্ট জানিয়ে দেন, ভাঙ্গাকে বিভক্ত করার সিদ্ধান্ত তারা কোনোভাবেই মেনে নেবেন না। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অচল রাখার হুঁশিয়ারিও দেন তারা। স্থানীয়দের দাবি, আগে ফরিদপুর–৪ আসনটি গঠিত ছিল ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে, আর ফরিদপুর–২ আসনে অন্তর্ভুক্ত ছিল নগরকান্দা ও সালথা। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন দেশের ৪৬টি আসনের সীমানা পরিবর্তন করে যে গেজেট প্রকাশ করে, তাতে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর–৪ থেকে কেটে নিয়ে ফরিদপুর–২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই বিরোধ দেখা দেয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “আমরা অনেকটা অসহায় অবস্থায় আছি। এলাকাবাসী দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না বলে জানিয়েছে। এত বিপুলসংখ্যক মানুষকে কীভাবে নিয়ন্ত্রণ করব, সেটাই এখন বড় প্রশ্ন।”

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বিষয়টি স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে উল্লেখ করে বলেন, “আন্দোলনকারীদের দাবি জাতীয় পর্যায়ের। স্থানীয় প্রশাসনের এখতিয়ার নেই। তারা যে স্মারকলিপি জমা দিয়েছিল, সেটি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। কিন্তু এখনো কোনো নির্দেশনা পাইনি।”

প্রসঙ্গত, ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর–৪ থেকে ফরিদপুর–২ আসনে যুক্ত করার গেজেট প্রকাশের পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ৫ সেপ্টেম্বর এলাকাবাসী দুই দফা সড়ক অবরোধ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় ৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করে ওই গেজেট বাতিলের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠান। ৪৮ ঘণ্টার মধ্যে সাড়া না পেয়ে গত মঙ্গলবার বিএনপি নেতা মো. শহিদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজনের পক্ষে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

এদিকে, নির্বাচন কমিশনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি ভিন্ন। ৭ সেপ্টেম্বর আগারগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আইন অনুযায়ী সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত হলে তা নিয়ে কোনো আদালত বা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই। তিনি দৃঢ় কণ্ঠে সতর্ক করে দেন, “বিক্ষোভ–আন্দোলন করেও কোনো লাভ হবে না।”

-রাফসান


সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৪:৪৫:০৬
সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করেছে। শাহবাগ থানার একটি মামলায় আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খানসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, আবু আলম শহীদ খান ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পাঠকের মতামত: