শিল্পীদের হেনস্তা নিয়ে সরব আবুল হায়াত

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ৩১ ২০:০৮:৩৭
শিল্পীদের হেনস্তা নিয়ে সরব আবুল হায়াত

শিল্পীদের প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলা নাটকের বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত। শনিবার রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ’-এর ‘অ্যাক্টর’স ফ্যামিলি ডে ও অভিষেক-২০২৫’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “কথা নেই বার্তা নেই, শিল্পীদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়। এক হাজার জনের মধ্যে কেউ একজন আসামি—এই অভিযোগে তাকে রিমান্ডে নেওয়া হয়, জেলখানায় পাঠানো হয়। এসব ঘটনায় আমাদের সংগঠনকে আইনি দিক থেকে আরও শক্ত হতে হবে।”

আবুল হায়াত বলেন, “লিগ্যাল প্রবলেম ইদানীং খুব জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এসব বিষয়ে সংগঠনের লিগ্যাল কমিটিকে আরও কার্যকরভাবে কাজ করতে হবে। কারণ, পাবলিকের কাছে আমাদের জবাবদিহি করতে হয়।

তিনি একটি ঘটনার উদাহরণ টেনে বলেন, “এক সংবাদমাধ্যম আমাকে ফোন করে বলেছিল—‘হায়াত সাহেব, আপনি কী ভাবছেন, ওই যে ওমুক শিল্পীকে ধরে নিয়ে গেল?’ আমি বলেছিলাম, ‘আমার কোনো ব্যক্তিগত অনুভূতির বিষয় নয়। যদি অপরাধ করে থাকে, তাহলে তদন্ত ও বিচার হবে। কিন্তু যদি অপরাধ না করে থাকে, তাহলে এভাবে প্রকাশ্যে একজন শিল্পীকে হেনস্তা করা ন্যক্কারজনক ও অন্যায়।’”

শুধু ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ নয়, বর্ষীয়ান এই অভিনেতা সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনাও তুলে ধরেন। তিনি বলেন, “শিল্পীরা কী করছেন, কোথায় অংশ নিচ্ছেন—সেসব বিষয়ও সংগঠনের নজরে রাখা দরকার। রাজনীতি করার অধিকার সবার আছে, কিন্তু কেউ যদি রাজনীতি করে দেশের বা সংগঠনের ক্ষতি করেন, তাহলে সেটাও খতিয়ে দেখা জরুরি।”

বক্তব্যের শেষ দিকে আবুল হায়াত বলেন, “শিল্পীদের শুধু অভিনয় নয়, আইনি পরামর্শ, আত্মরক্ষার প্রস্তুতি ও নৈতিক দায়বদ্ধতাও থাকতে হবে। সংগঠনকে এসব জায়গায় আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। প্রশিক্ষণ থেকে শুরু করে প্রয়োজনীয় সব দিকেই নজর দেওয়া দরকার।”

তিনি মনে করেন, সময় এসেছে সংগঠনের কাঠামোকে আরও মজবুত করে শিল্পীদের অধিকার রক্ষায় এগিয়ে আসার। শিল্পী সমাজের প্রতি সমাজ ও রাষ্ট্রের যে সম্মান থাকা উচিত, তা যেন বজায় থাকে—এটাই তার প্রধান প্রত্যাশা।

পাঠকের মতামত:

ট্যাগ: হেনস্তা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ