নতুন বিসিবি সভাপতি বুলবুলের কাছে আশরাফুলের চাওয়া

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ৩১ ১৮:৫৫:৫৬
নতুন বিসিবি সভাপতি বুলবুলের কাছে আশরাফুলের চাওয়া

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে দুই গুরুত্বপূর্ণ নাম—আমিনুল ইসলাম বুলবুল এবং মোহাম্মদ আশরাফুল। একজন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, অন্যজন বিশ্বের সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরি করা ব্যাটসম্যান। এবার এই দুই কিংবদন্তি আলোচনায় এসেছেন এক আবেগঘন মুহূর্তে। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তাঁর এই দায়িত্ব গ্রহণে সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ মোহাম্মদ আশরাফুল একটি খোলা চিঠির মাধ্যমে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

চিঠিতে আশরাফুল লেখেন, আমিনুল ইসলাম বুলবুল শুধু বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানই নন, তিনি একজন প্রকৃত ক্রিকেট আইকন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট এক নতুন পথচলার সূচনা করেছিল। আশরাফুল জানান, বুলবুলের হাত ধরেই তিনি কোচিংয়ে যুক্ত হয়েছেন এবং কঠিন সময়গুলোতে তাঁর অনুপ্রেরণাই আশার আলো দেখিয়েছে। শুধু বাংলাদেশে নয়, জাপান ও চীনের মতো আন্তর্জাতিক পরিসরেও ক্রিকেট ছড়িয়ে দেওয়ায় বুলবুলের ভূমিকা উল্লেখযোগ্য বলে মনে করেন আশরাফুল।

তিনি আরও লেখেন, দেশের ক্রিকেট বর্তমানে একটি সংকটময় সময় পার করছে, আর ঠিক এই সময়েই বুলবুলের অভিজ্ঞতা, দূরদর্শিতা ও ভালোবাসা দেশের ক্রিকেটকে আবারও ঘুরে দাঁড়াতে সাহায্য করবে বলে বিশ্বাস করেন তিনি। একসাথে খেলার দিনগুলোর স্মৃতিচারণ করে আশরাফুল বলেন, তখন যেসব স্বপ্ন দেখেছিলেন, এখন সময় এসেছে সেগুলো বাস্তবে রূপ দেওয়ার। দেশের প্রতিটি তরুণ যেন ক্রিকেটে নিজের ভবিষ্যৎ দেখতে পায়, সেই লক্ষ্যেই কাজ করতে হবে সবাইকে।

চিঠির শেষে আশরাফুল লেখেন, “প্রিয় বুলবুল ভাই, আপনার নতুন যাত্রায় রইলো নিরন্তর ভালোবাসা, দোয়া ও অগাধ সম্মান। বাংলাদেশ ক্রিকেট আবারও জেগে উঠুক, আপনার নেতৃত্বে।” আশরাফুলের এই খোলা চিঠি শুধু এক ক্রিকেটীয় শুভেচ্ছাবার্তা নয়, এটি এক প্রজন্মের ক্রিকেটার থেকে আরেক প্রজন্মের নেতার প্রতি শ্রদ্ধা ও আশার প্রতিফলন। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে এই বার্তা নিঃসন্দেহে এক ইতিবাচক আবেগ তৈরি করবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ