“আরেকবার লড়াই করার সুযোগ পাচ্ছি” - লিটন দাস

সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারার পর পাকিস্তানের বিপক্ষেও একই পরিণতির শিকার হলো বাংলাদেশ। লাহোরে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া করল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ৫৭ রানের বড় ব্যবধানে পরাজয় বাংলাদেশের ক্রিকেটে আবারও হতাশার রূপ নিয়েছে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান তোলে ৩ উইকেটে ১৮২ রান। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রহীন লাইন ও লেংথের সুযোগ নিয়ে বাবর আজম, সাঈম আয়ুব, ও ফখর জামানরা খেলেন দাপুটে ইনিংস। বাংলাদেশের পক্ষে একমাত্র আলো ছড়ান তানভীর ইসলাম, যিনি দুটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। লিটন দাস ও সৌম্য সরকার দ্রুত সাজঘরে ফিরলে শুরুতেই ধস নামে ব্যাটিং লাইনআপে। মিডল অর্ডারে শান্ত, সাকিব, আফিফরাও সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত বাংলাদেশ থামে মাত্র ১২৫ রানে।
প্রথম ম্যাচে পাকিস্তান তুলেছিল ১৯৯ রান, জবাবে বাংলাদেশ করতে পেরেছিল ১৬২ রান। দুই ম্যাচেই একইভাবে বাংলাদেশ হেরে গেছে অধারাবাহিক ব্যাটিং, নির্বিষ বোলিং এবং বাজে ফিল্ডিংয়ের কারণে।
ম্যাচ শেষে হতাশার সুরে হলেও অধিনায়ক লিটন দাস বললেন, “আমাদের এখনও একটা ম্যাচ বাকি আছে। এখন সময় একসঙ্গে বসে বিশ্লেষণ করার কীভাবে শক্তভাবে ঘুরে দাঁড়ানো যায়। এটা পুরোপুরি মানসিকতার বিষয়।”
রোববার (১ জুন) লাহোরে একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। পাকিস্তান সিরিজ জিতলেও বাংলাদেশকে এখনও হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা তাড়িয়ে বেড়াচ্ছে। লিটনের নেতৃত্বাধীন দল কি পারবে শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে কিছুটা সম্মান বাঁচাতে? নাকি হোয়াইটওয়াশের তিক্ত অভিজ্ঞতা নিয়েই ফিরতে হবে দেশে এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে।
-রফিক, নিজস্ব প্রতিবেদক
জাহানারার অভিযোগের শক্ত প্রমাণ মিলছে না: তদন্ত কমিটি
পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার কথা আগামী ২০ ডিসেম্বর। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে তারকা পেসার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগের সত্যতা যাচাইয়ে এই কমিটি কাজ করছে। তবে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে জাহানারা যেসব অভিযোগ করেছেন বাস্তবে তার শক্ত প্রমাণ খুঁজে পাচ্ছে না তদন্ত কমিটি। দুপক্ষের সঙ্গে আলোচনা শেষেই কমিটি চূড়ান্ত রিপোর্ট জমা দেবে।
জাহানারা আলম বৃহস্পতিবার লিখিতভাবে বিসিবির কাছে অভিযোগ জমা দিয়েছেন। এর আগে একজন কনটেন্ট ক্রিয়েটরের ফেসবুক লাইভে এসে তিনি যৌন হয়রানির মৌখিক অভিযোগ তুলেছিলেন। পরে আরও কয়েকজন নারী ক্রিকেটারও একই সুরে কথা বললেও আগে কেউ লিখিতভাবে বিসিবিকে জানাননি। তদন্ত কমিটি এখন সবার সঙ্গেই কথা বলছে এবং অভিযোগ প্রমাণের জন্য প্রয়োজনীয় তথ্যের খোঁজ করছে।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো জাহানারার দেওয়া ১৩ পৃষ্ঠার চিঠিতেও সরাসরি কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। তদন্ত কমিটি সেই সময়ের মাঠের ভিডিও ফুটেজ ফোন কল ও চ্যাটিং অপশন থেকে তথ্য জোগাড়ের জোর চেষ্টা চালাচ্ছে। এমনকি সত্য উদঘাটনে জাহানারার কাছের খেলোয়াড়দের সঙ্গেও কথা বলছে কমিটি।
এদিকে তদন্ত কর্মকর্তারা বুঝতে পারছেন যাদের নামে অভিযোগ এসেছে তাদের পরিবার সামাজিকভাবে প্রচণ্ড চাপে রয়েছে। তারা সামাজিকভাবে সম্মানহানির শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে বিসিবি দ্রুত এই সমস্যার সমাধান চায়।
উল্লেখ্য গত ৯ নভেম্বর তিন সদস্যের কমিটির আহ্বায়ক করা হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে। এছাড়া বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা কমিটির সদস্য ছিলেন। পরে ১২ নভেম্বর বিশিষ্ট আইনজীবী অধ্যাপক ড. নাইমা হক এবং ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খানকে কমিটিতে যুক্ত করে সদস্য সংখ্যা পাঁচে উন্নীত করা হয়। এখন ক্রিকেট সংশ্লিষ্ট সবাই তাকিয়ে আছেন ২০ ডিসেম্বরের রিপোর্টের দিকে।
বিপিএল মাতাতে আসছেন আইপিএল ও বিগ ব্যাশ খেলা কিউই অলরাউন্ডার
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলো। নিলামের পরও দলের শক্তি বাড়াতে বিদেশি তারকাদের দলে ভেড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। এরই ধারাবাহিকতায় বিপিএলের পরবর্তী আসর মাতাতে আসছেন আইপিএল বিগ ব্যাশ সিপিএল ও পিএসএল মাতানো নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশাম।
উত্তরবঙ্গের দল রাজশাহী ওয়ারিয়র্স দলে ভিড়িয়েছে বিশ্বের নামিদামি লিগ মাতানো এই কিউই তারকাকে। এবারই প্রথম নয় এর আগেও বিপিএল খেলেছিলেন তিনি। সেবার রংপুর রাইডার্সের জার্সিতে খেলার অভিজ্ঞতা হয়েছিল নিশামের। তবে এবারের দলবদলে ছিল নাটকীয়তা।
জানা গেছে নিশামকে দলে ভেড়াতে সর্বপ্রথম চেষ্টা করেছিল নোয়াখালী। প্রাথমিক আলোচনার পর তারকা এই অলরাউন্ডারের সঙ্গে আলোচনা খুব একটা এগোয়নি ফ্র্যাঞ্চাইজিটির। কিছুদিন আগে নিউজিল্যান্ডের অলরাউন্ডারের সঙ্গে যোগাযোগ করে রাজশাহীও। নোয়াখালীর চেয়ে বেশি পারিশ্রমিকে শেষ পর্যন্ত রাজশাহীর হয়ে খেলতে রাজি হয়েছেন নিশাম।
সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের অন্যতম ভরসার নাম জিমি নিশাম। টি টোয়েন্টি ফরম্যাটে তিনি বিশ্বসেরাদের একজন। এই ফরম্যাটে দেশের হয়ে ৯৩ ম্যাচ খেলে ১৪৯ স্ট্রাইক রেটে ১০১০ রান করেছেন নিশাম এবং বল হাতে নিয়েছেন ৫৬ উইকেট। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই তিনি দলের জন্য কার্যকরী ভূমিকা রাখতে পারেন।
নিশাম ছাড়াও রাজশাহীর হয়ে বিপিএল মাতাবেন আরও বেশ কয়েকজন বিদেশি তারকা। দলটির বিদেশি স্কোয়াডে রয়েছেন মোহাম্মদ নাওয়াজ সাহিবজাদা ফারহান হুসাইন তালাত বিনুরা ফার্নান্দো দুশান হেমন্থ ও জাহানদাদ খান। শক্তিশালী এই স্কোয়াড নিয়ে রাজশাহী এবার বিপিএলে ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছে।
দুর্নীতির অভিযোগে চার ক্রিকেটার নিষিদ্ধ
ভারতের ঘরোয়া ক্রিকেটে ফের দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ) অভিযোগের ভিত্তিতে চার ক্রিকেটারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। শুক্রবার সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, অমিত সিনহা, ইশান আহমেদ, আমান ত্রিপাঠি ও অভিষেক ঠাকুরির বিরুদ্ধে প্রাথমিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসিএর তথ্যমতে, ২০২৫ সালের সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে এই চার ক্রিকেটারের বিরুদ্ধে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে তাদের নামে রাজ্য পুলিশের অপরাধ শাখায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত প্রত্যেকেই অতীতে বিভিন্ন সময়ে আসাম দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
সংস্থাটির অভিযোগ, টুর্নামেন্ট চলাকালীন সময়ে ওই চারজন আসাম দলের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রভাবিত করার চেষ্টা করেন এবং দুর্নীতিতে জড়াতে উসকানি দেন। বিষয়টি নজরে আসার পরপরই এসিএ অভ্যন্তরীণভাবে তদন্ত শুরু করে এবং বিসিসিআইকে অবহিত করে।
এসিএর সম্পাদক সনাতন দাস জানান, অভিযোগ ওঠার পর বিসিসিআইয়ের অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (এএসসিইউ) বিষয়টি খতিয়ে দেখে। পাশাপাশি ফৌজদারি আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে গুরুতর অসদাচরণের প্রমাণ পাওয়ায় চার ক্রিকেটারকে সাময়িক নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় অভিযুক্ত ক্রিকেটাররা এসিএ পরিচালিত কোনো রাজ্য পর্যায়ের টুর্নামেন্ট, ম্যাচ বা ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে পারবেন না। একইসঙ্গে জেলা ক্রিকেট সংস্থা বা সংশ্লিষ্ট ক্লাবের কোনো কার্যক্রমেও তাদের যুক্ত থাকার সুযোগ থাকছে না।
উল্লেখ্য, চলতি মৌসুমে সৈয়দ মুশতাক আলি ট্রফির লিগ পর্ব অনুষ্ঠিত হয় ২৬ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত। এরপর গতকাল থেকেই শুরু হয়েছে সুপার লিগ পর্ব, আর টুর্নামেন্টের ফাইনাল নির্ধারিত আছে ১৮ ডিসেম্বর। এই গুরুত্বপূর্ণ সময়েই এমন অভিযোগ সামনে আসায় ভারতের ঘরোয়া ক্রিকেটে শুদ্ধতা ও নজরদারি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
-শরিফুল
টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: টিকিট এর মূল্য ও কেনার উপায়
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি মেনস টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ঘিরে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। সেই উত্তেজনার মধ্যেই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিট বিক্রি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। হাতে এখনো প্রায় দুই মাস সময় থাকলেও দর্শকদের আগাম প্রস্তুতির সুযোগ করে দিয়েছে আইসিসি, যাতে প্রত্যাশিত এই মেগা ইভেন্টের ম্যাচগুলো সরাসরি মাঠে বসে উপভোগ করা যায়।
আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ মার্চ। এই দীর্ঘ এক মাসের ক্রিকেটযজ্ঞে অংশ নেবে রেকর্ডসংখ্যক ২০টি দল, যা টুর্নামেন্টটির ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। ভারত ও শ্রীলঙ্কার মোট আটটি আন্তর্জাতিক মানের ভেন্যুতে আয়োজিত হবে বিশ্বকাপের ৫৫টি ম্যাচ।
টিকিটের মূল্য কত
এবারের বিশ্বকাপে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সাধারণ দর্শকদের কথা মাথায় রেখে। ভারতে আয়োজিত গ্রুপ পর্বের কিছু ম্যাচের টিকিটের দাম শুরু হচ্ছে মাত্র ১০০ ভারতীয় রুপি থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৫ টাকার সমান। অপরদিকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ম্যাচগুলোর জন্য সর্বনিম্ন টিকিট মূল্য ধরা হয়েছে ১ হাজার শ্রীলঙ্কান রুপি। প্রথম ধাপেই দুই মিলিয়নের বেশি টিকিট বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে, যা এই বিশ্বকাপের বিপুল চাহিদার ইঙ্গিত দেয়।
আলোচিত ম্যাচ ও সূচি
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে। বর্তমান চ্যাম্পিয়ন ভারত সেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের অভিযান শুরু করবে। একই দিনে কলোম্বোয় পাকিস্তান মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।
সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যকার বহু প্রতীক্ষিত মহারণ। ১৫ ফেব্রুয়ারি কলোম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাই–ভোল্টেজ ম্যাচ। এই ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ শ্রীলঙ্কান রুপি, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩০ রুপি।
অনলাইনে টিকিট কেনার পদ্ধতি
টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর টিকিট সম্পূর্ণ অনলাইন ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। দর্শকরা আইসিসির নির্ধারিত ওয়েবসাইট tickets.cricketworldcup.com-এ প্রবেশ করে সহজেই টিকিট কিনতে পারবেন। এই প্ল্যাটফর্মটি অফিসিয়াল টিকিটিং পার্টনার বুকমাইশোতে রিডাইরেক্ট করে। সেখানে দলভিত্তিক বা ভেন্যুভিত্তিক ফিল্টার ব্যবহার করে পছন্দের ম্যাচের টিকিট নির্বাচন করা যাবে।
টুর্নামেন্টের কাঠামো
এই বিশ্বকাপটি আইসিসি আয়োজিত টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। অংশগ্রহণকারী ২০টি দলকে পাঁচটি করে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের সেরা দুটি দল জায়গা করে নেবে সুপার এইট পর্বে। এরপর নকআউট পর্ব পেরিয়ে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে সাশ্রয়ী টিকিট মূল্য, বহু প্রতীক্ষিত দ্বৈরথ এবং নতুন ভেন্যু মিলিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে রোমাঞ্চকর এক মাস।
-রাফসান
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের সব খেলার সময়সূচি
বিশ্ব ক্রীড়াঙ্গনে শনিবার ১৩ ডিসেম্বর রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট। একদিকে ক্রিকেটের মাঠে বাংলাদেশ ও আফগানিস্তানের যুব এশিয়া কাপের লড়াই অন্যদিকে ফুটবলের মাঠে আর্সেনাল ও বার্সেলোনার মতো বড় দলগুলোর ম্যাচ রয়েছে বিভিন্ন লিগে। ছুটির দিনে ক্রীড়াপ্রেমীদের চোখ থাকবে টিভির পর্দায়।
ক্রিকেট আজকের দিনের অন্যতম আকর্ষণ অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। বেলা ১১টায় টি স্পোর্টসে সরাসরি দেখা যাবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটি। যুবাদের এই লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা কাজ করছে। এছাড়া আইএল টি টোয়েন্টিতে রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে রাইডার্স ও ক্যাপিটালস যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে মাঠে নামছে একাধিক জায়ান্ট ক্লাব। রাত ৯টায় লিভারপুল লড়বে ব্রাইটনের বিপক্ষে যা দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ চ্যানেলে। একই সময়ে স্টার স্পোর্টস সিলেক্ট ২ তে দেখা যাবে চেলসি বনাম এভারটনের ম্যাচ। রাত সাড়ে ১১টায় বার্নলি মুখোমুখি হবে ফুলহামের। আর রাত ২টায় আর্সেনাল মাঠে নামবে উলভারহ্যাম্পটনের বিপক্ষে যা সরাসরি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১।
স্প্যানিশ লা লিগাও আজ বেশ জমে উঠবে। সন্ধ্যা ৭টায় অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার ম্যাচটি দেখা যাবে বিগিন অ্যাপে। আর রাত সাড়ে ১১টায় বিগিন অ্যাপে সরাসরি উপভোগ করা যাবে বার্সেলোনা বনাম ওসাসুনার লড়াই। সব মিলিয়ে আজ দিনভর খেলাধুলার উৎসবে মেতে থাকবে ক্রীড়ামোদীরা।
টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: টিকিট বিক্রি শুরু, বাংলাদেশের ম্যাচ কবে
২০২৬ সালের ফেব্রুয়ারি ও মার্চে ভারত এবং শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টিকিট বিক্রির প্রথম ধাপ শুরু হয়েছে। টুর্নামেন্ট শুরুর এখনও প্রায় দুই মাস বাকি থাকলেও বৃহস্পতিবার ১১ ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টা থেকে আইসিসির নির্ধারিত অনলাইন টিকিটিং প্ল্যাটফর্মে দর্শকদের জন্য টিকিট কেনার সুযোগ উন্মুক্ত করা হয়।
ভারতের বিভিন্ন ভেন্যুতে গ্রুপ পর্বের ম্যাচ দেখার জন্য সর্বনিম্ন টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ ভারতীয় রুপি, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১৩৫ টাকার কাছাকাছি। অপরদিকে শ্রীলঙ্কায় গ্রুপ ম্যাচের টিকিটের শুরু মূল্য রাখা হয়েছে ১ হাজার শ্রীলঙ্কান রুপি। আইসিসি আশা করছে, এবারের বিশ্বকাপে মোট টিকিট বিক্রি দুই মিলিয়নের সীমা ছাড়িয়ে যেতে পারে। প্রথম ধাপের টিকিট বিক্রির পর খুব দ্রুতই দ্বিতীয় ধাপের বিক্রি কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। লিটন দাস ও তানজিদ হাসানদের সঙ্গে একই গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল এবং প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা পাওয়া ইতালি। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ, কারণ ৭ ফেব্রুয়ারি কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ক্যারিবীয় শক্তি ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা।
গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে কলকাতায়। ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব তারকারা। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের সঙ্গে লড়াই করবে টাইগাররা।
বাংলাদেশের ম্যাচগুলোর টিকিটের দামও আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে। ইতালির বিপক্ষে ম্যাচের টিকিট শুরু হচ্ছে ১০০ রুপি থেকে। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্য রাখা হয়েছে ৩০০ রুপি। আর মুম্বাইয়ে নেপালের বিপক্ষে ম্যাচ দেখতে দর্শকদের গুনতে হবে কমপক্ষে ২৫০ রুপি।
মোট ২০ দল নিয়ে অনুষ্ঠিত এই টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলানো হবে ৫৫টি ম্যাচ। টুর্নামেন্টের পর্দা উঠবে ৭ ফেব্রুয়ারি এবং পর্দা নামবে ৮ মার্চ ফাইনাল ম্যাচের মাধ্যমে। ভারত ও শ্রীলঙ্কার মোট আটটি ভেন্যুতে ম্যাচগুলো আয়োজন করা হবে। ভারতের মাঠগুলোর মধ্যে রয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়াম, দিল্লির আরুন জেটলি স্টেডিয়াম, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং কলকাতার ইডেন গার্ডেন্স। শ্রীলঙ্কায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়াম, সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড এবং পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
-রাফসান
এশিয়া কাপে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান যেদিন
এশিয়ার যুব ক্রিকেটে আবারও উত্তেজনার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। পর্দা উঠছে বহুল প্রত্যাশিত অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের, যেখানে প্রথম ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশের তরুণ টাইগাররা। উদ্বোধনী ওয়ানডেতে তাদের প্রতিপক্ষ শক্তিশালী আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল, যা টুর্নামেন্ট শুরুর আগেই ম্যাচটিকে বাড়তি গুরুত্ব এনে দিয়েছে।
গ্রুপ পর্বে ভালো অবস্থান নিশ্চিত করতে বাংলাদেশের জন্য প্রথম ম্যাচটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও খেলোয়াড়দের দক্ষতা বিবেচনায় ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, শুরু থেকেই ম্যাচটি হবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভরা।
ম্যাচ সূচি ও তথ্য
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের প্রতিপক্ষ আফগানিস্তান অনূর্ধ্ব–১৯। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর ২০২৫, বাংলাদেশ সময় সকাল ১১টা থেকে। টুর্নামেন্টে আত্মবিশ্বাসী সূচনা পেতে এই ম্যাচে জয় পেতে মরিয়া থাকবে দুই দলই।
বাংলাদেশের প্রস্তুতি: আত্মবিশ্বাসে ভরপুর তরুণরা
সাম্প্রতিক সিরিজ ও প্রস্তুতি ম্যাচগুলোতে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল ধারাবাহিক ও সংগঠিত ক্রিকেট উপহার দিয়েছে। পেস ও স্পিন আক্রমণের কার্যকর সমন্বয় তাদের বোলিং আক্রমণকে করেছে ভারসাম্যপূর্ণ। পাশাপাশি ব্যাটিং বিভাগেও তরুণ ক্রিকেটারদের মধ্যে দেখা গেছে ধৈর্য ও ম্যাচ সচেতনতার ছাপ। কোচিং স্টাফের মতে, জাতীয় দলের আদলে গড়ে ওঠা এই প্রজন্ম এশিয়া কাপে বড় কিছু করার সামর্থ্য রাখে।
আফগানিস্তানের চ্যালেঞ্জ: আগ্রাসী বোলিং আক্রমণ
আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল তাদের তীক্ষ্ণ পেস এবং বিধ্বংসী স্পিন আক্রমণের জন্য পরিচিত। ম্যাচের শুরু থেকেই তাদের বোলাররা চাপ সৃষ্টি করতে সক্ষম, যা ব্যাটসম্যানদের জন্য বড় পরীক্ষা হতে পারে। বাংলাদেশের ব্যাটিং ইউনিটকে তাই ধৈর্য, টেকনিক এবং পরিস্থিতি অনুযায়ী কৌশল প্রয়োগ করতে হবে। ইনিংসের শুরুতে উইকেট ধরে রেখে মাঝের ওভারে রানের গতি বাড়ানোই হতে পারে সফলতার মূল চাবিকাঠি।
সরাসরি ম্যাচ দেখার সুযোগ
যুব এশিয়া কাপের ম্যাচগুলো সাধারণত টেলিভিশনে সরাসরি সম্প্রচার না হলেও ক্রিকেটপ্রেমীরা বিভিন্ন অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ডিজিটাল মাধ্যমে ম্যাচের আপডেট ও লাইভ কাভারেজ উপভোগ করতে পারবেন।
-রাফসান
২৩ ছক্কায় বিধ্বস্ত প্রতিপক্ষ, ঝড় তুললেন এডওয়ার্ডস
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে স্থানীয় ক্লাব ক্রিকেটে ইতিহাস গড়েছেন নেদারল্যান্ডস জাতীয় দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। অ্যাল্টোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে টি-টোয়েন্টি ডিভিশন ওয়ান ক্লেনজো গ্রুপ শিল্ডে উইলিয়ামস ল্যান্ডিংয়ের বিপক্ষে খেলতে নেমে ব্যাট হাতে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালান এই ডাচ অধিনায়ক। ২০ ওভারের ম্যাচে তিনি খেলেন অবিশ্বাস্য ২২৯ রানের ইনিংস, যা টি-টোয়েন্টি ক্রিকেটে এক বিরল কীর্তি হলেও আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছে না।
ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে থাকেন এডওয়ার্ডস। ম্যাচের প্রথম ওভারেই তিনি তুলে নেন ১১ রান। চতুর্থ ওভারে ফাস্ট বোলিং অলরাউন্ডার প্রিন্স চৌহানের বিপক্ষে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে নিজের আগ্রাসী মেজাজ জানান দেন। এরপর দুইটি পরপর ছক্কা মেরে মাত্র ২৩ বলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
মাঝপথে এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয় ম্যাচটি। দলীয় স্কোর যখন দ্রুতগতিতে এগোচ্ছে, তখন সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থাকতেই ওপেনিং পার্টনার সাবেক মেলবোর্ন স্টার্স ক্রিকেটার লালচান বাঙ্গসকে হারায় অ্যাল্টোনা। তবে এতে একটুও দমে যাননি এডওয়ার্ডস। ১১তম ওভারে ওপেনিং জুটির সৌজন্যে দলীয় সংগ্রহ পৌঁছে যায় ১৫০ রানে। এরপর তিন বলের ব্যবধানে সিঙ্গেল নিয়ে নিজের শতক পূর্ণ করেন ডাচ অধিনায়ক।
যদিও এটি গ্রেড ক্রিকেট হওয়ায় ম্যাচটি আনুষ্ঠানিক টি-টোয়েন্টি মর্যাদা পায়নি, তবুও এডওয়ার্ডসের ব্যাট থামেনি। ১৭তম ওভারে তিনি পৌঁছে যান ১৫০ রানে। এরপর যেন মাঠজুড়ে তাণ্ডব চালান তিনি। শেষ চার ওভারে একাই হাঁকান ১৪টি বাউন্ডারি, যার মধ্যে ১২টিই ছিল ছক্কা।
এই ব্যাটিং ঝড়ে অ্যাল্টোনা স্পোর্টস ক্রিকেট ক্লাব নির্ধারিত ২০ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে তোলে বিশাল ৩০৪ রান। স্কট এডওয়ার্ডস অপরাজিত থাকেন ৮১ বলে ২২৯ রান করে। তার ইনিংসে ছিল ১৪টি চার এবং ২৩টি ছক্কা। অবিশ্বাস্য এই ইনিংসে তার স্ট্রাইক রেট দাঁড়ায় ২৮২.৭১।
এই ম্যাচটি যদি স্বীকৃত টি-টোয়েন্টি হতো, তাহলে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডে তিনি পেছনে ফেলে দিতেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলকে। ২০১৩ সালে আইপিএলে ১৭৫ রানের ইনিংস খেলেই এখনো টি-টোয়েন্টির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ধরে রেখেছেন গেইল। অথচ স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে স্কট এডওয়ার্ডসের সর্বোচ্চ সংগ্রহ মাত্র ৯৯ রান, এবং এখনো কোনো আন্তর্জাতিক ফরম্যাটে সেঞ্চুরির স্বাদ পাননি তিনি।
-শরিফুল
স্টার্কের রেকর্ডে অনুপ্রেরণা পেলেন শাহীন আফ্রিদি
বিশ্ব ক্রিকেটে বাঁ–হাতি পেসারদের মধ্যে দুইজনের নাম আজ সবচেয়ে বেশি আলোচিত অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। একজন অভিজ্ঞতার ঝুলিতে জমা করেছেন বহু সাফল্য, অন্যজন তুলনামূলকভাবে নবীন হলেও আধুনিক ক্রিকেটের অন্যতম সম্ভাবনাময় গতি–অস্ত্র। বয়স, অভিজ্ঞতা এবং ক্যারিয়ারগতি ভিন্ন হলেও দুজনই নিজ নিজ দেশের ক্রিকেট কাঠামোর অপরিহার্য অংশ।
সম্প্রতি স্টার্ক অ্যাশেজ সিরিজে লিখেছেন ইতিহাস। বাঁ–হাতি পেসারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়ার অনন্য কীর্তি এখন তার দখলে, যার মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামকে। স্টার্কের এই উত্থান কেবল অস্ট্রেলিয়ার জন্যই নয়, বিশ্ব ক্রিকেটের জন্য এক মূল্যবান দৃষ্টান্ত। নামি পেসারকে অনুসরণ করেই নিজের বোলিং দর্শন গড়েছেন পাকিস্তানি স্পিডস্টার শাহীন আফ্রিদি।
আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহীন জানান, তিনি বয়সভিত্তিক ক্রিকেট খেলাকালেই স্টার্ক তাঁর অনুপ্রেরণার প্রধান উৎস ছিলেন। ২০১৫ বিশ্বকাপের স্টার্ককে দেখেই তিনি নিজের অ্যাকশন এবং সুইং তৈরির কৌশল অনুশীলন করতেন। শাহীন স্মরণ করেন, সেই টুর্নামেন্টে স্টার্ক ছিলেন ভয়ংকর ছন্দে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে মাত্র আট ম্যাচে ২২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে পঞ্চমবারের মতো শিরোপা জিততে বড় ভূমিকা রাখেন তিনি।
শাহীন বলেন, “তখন আমি অনূর্ধ্ব–১৬ দলে খেলতাম, আর তিনি বিশ্ব ক্রিকেট শাসন করছিলেন। তার ফুলার লেন্থে ধারাবাহিক আক্রমণ এবং সঠিক সুইং তৈরি করার ক্ষমতা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল।”
অ্যাশেজের বর্তমান আসরেও স্টার্ক আগের মতোই বিধ্বংসী ছন্দে আছেন। মাত্র দুটি টেস্ট মিলিয়ে তিনি তুলেছেন ১৮ উইকেট, যা অস্ট্রেলিয়াকে ২–০ ব্যবধানে এগিয়ে যেতে সহায়তা করেছে। বয়স ৩৫ হলেও তার গতি, নিখুঁত লাইন–লেন্থ এবং বৈচিত্র্য এখনো সমান কার্যকর।
২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই শাহীন ধারাবাহিকভাবে স্টার্ককে অনুসরণ করছেন। আন্তর্জাতিক টুর্নামেন্টে দেখা হলে তিনি সুযোগ করে নেন স্টার্কের সঙ্গে কথা বলার। শাহীন বলেন, “তার ফুলার লেন্থ বোলিং আমার মনে গভীর ছাপ ফেলেছিল। পরে তাকে বলেছিলাম যে তারই অনুকরণে আমি ব্যাটারের সামনে বল ফেলে সুইং করানোর চেষ্টা করি।”
স্টার্ক যে বিশ্ব ক্রিকেটে তরুণ পেসারদের জন্য দিশারি, সে কথাও অকপটে স্বীকার করেন শাহীন। তার ভাষায়, “তিনি সত্যিই একজন রোল মডেল অনেক বছর ধরে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের অন্যতম সেরা প্রতিনিধি।”
-রাফসান
পাঠকের মতামত:
- আলু পেঁয়াজের গল্প শুনতে চাই না স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই
- রোহিঙ্গা ক্যাম্পে মাদকের ভয়াবহ বিস্তারে চরম নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশ
- জাহানারার অভিযোগের শক্ত প্রমাণ মিলছে না: তদন্ত কমিটি
- ওসমান হাদির বাড়িতেে দুর্ধর্ষ চুরি
- এমপি হওয়ার আগেই ভিআইপি প্রোটোকল পেলেন হাদি: ডা. মাহমুদা মিতু
- বিপিএল মাতাতে আসছেন আইপিএল ও বিগ ব্যাশ খেলা কিউই অলরাউন্ডার
- শনিবার থেকে কার্যকর স্বর্ণের বাড়তি দাম: জানুন বিস্তারিত তালিকা
- পদ হারানোর তিন বছর পর মনোনয়ন পেলেন মঞ্জু কিন্তু থামছে না বিরোধ
- গোপালগঞ্জে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
- আজকের টাকার রেট জানুন এক নজরে
- হামলার আগে হাদির পাশে বসেছিলেন সন্দেহভাজন ব্যক্তি
- মাথায় আঘাত লাগলে কী করবেন, জানুন জরুরি করণীয়
- দুর্নীতির অভিযোগে চার ক্রিকেটার নিষিদ্ধ
- শীতে ঘরেই বানান নরম ও মজাদার দুধ পুলি পিঠা
- শীতে ডিহাইড্রেশন বাড়ে কেন, জানুন প্রতিরোধের উপায়
- ৪.৪ লাখ শেয়ার কেনার ঘোষণা এমডির
- শনি-রবিবার বিদ্যুৎ থাকবে না বহু এলাকায়
- মাধ্যমিক স্কুলে ভর্তি শুরুর সময়সূচি প্রকাশ
- টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: টিকিট এর মূল্য ও কেনার উপায়
- অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে কাঁপছে ভোটের মাঠ
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০টি অঙ্গরাজ্যের মামলা
- কারা ভোটে দাঁড়াতে পারবেন না, স্পষ্ট করল নির্বাচন কমিশন
- নির্বাচন ও প্রার্থীর নিরাপত্তা নিয়ে সরকারের কাছে মির্জা ফখরুলের জরুরি বার্তা
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শনিবারের নামাজের সঠিক সময়সূচি
- ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলো আজ
- বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের সব খেলার সময়সূচি
- সকালে বের হওয়ার আগে জেনে নিন আজ রাজধানীতে কোথায় কী হচ্ছে
- ভারত থেকে আমদানির খবরেও কমছে না পেঁয়াজের ঝাঁজ
- পরাজয় নিশ্চিত জেনে বুদ্ধিজীবী হত্যা ও মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রে পাকিস্তানি বাহিনী
- তিন আসনে লড়ার স্বপ্ন যাদের জন্য দুঃস্বপ্ন হতে পারে: জানাল ইসি
- ওসমান হাদির ওপর গুলি চালানো সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ
- ওসমান হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের ওপর আঘাত: ডক্টর ইউনূস
- ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
- টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: টিকিট বিক্রি শুরু, বাংলাদেশের ম্যাচ কবে
- এশিয়া কাপে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান যেদিন
- শীতে ত্বক শুষ্ক ও র্যাশ কেন হয়, জানুন সমাধান
- ২৩ ছক্কায় বিধ্বস্ত প্রতিপক্ষ, ঝড় তুললেন এডওয়ার্ডস
- তিনটির বেশি আসনে প্রার্থী হলে বাতিল হবে সব মনোনয়ন
- নির্ধারিত সূচিতে জবি ভর্তি পরীক্ষা, কাল ‘ই’ ইউনিট
- হাদির ওপর সশস্ত্র হামলায় মুখ খুললেন ডিএমপি কমিশনার
- শরিফ ওসমান হাদী হামলার প্রতিবাদে বিক্ষোভে নামছে বিএনপি
- শরিফ হাদীর ওপর হামলায় তীব্র প্রতিক্রিয়া তারেক রহমানের
- চিকিৎসক জানাল ওসমান হাদীর বর্তমান অবস্থা
- ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ
- যে আসনের প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ
- শীতে গলা ব্যথা সারাতে কোন পানীয় সবচেয়ে উপকারী
- শীতে ত্বক ফাটা বন্ধ করতে ঘরোয়া সহজ উপায়
- আগামী কয়েক দিন কেমন থাকবে দেশের আবহাওয়া
- শেয়ারবাজারের সাপ্তাহিক পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- ডলার–ইউরোসহ বিদেশি মুদ্রার নতুন দর প্রকাশ
- যেভাবে জানা যাবে স্কুল ভর্তি লটারির ফল
- দুইদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
- স্কুলভর্তির ডিজিটাল লটারি শুরু, ফল প্রকাশের সময় জানা গেল
- রাজশাহীতে নলকূপে আটকে পড়া শিশুকে বের করতে সুরঙ্গ খনন
- চিকিৎসক জানাল ওসমান হাদীর বর্তমান অবস্থা
- দেশে ফেরা নিয়ে যা জানালেন সাকিব আল হাসান
- আজকের রাশিফল: ৭ ডিসেম্বর ২০২৫ জেনে নিন আপনার দিনটি কেমন কাটবে
- প্রবৃদ্ধির সুফল গরিবের ঘরে পৌঁছাচ্ছে না বরং ধনীরা আরও ধনী হচ্ছে
- তানোরে ৩২ ঘণ্টা পর উদ্ধার শিশুসাজিদ, কেমন আছে সে
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ শুরু, একটি আসনের জন্য লড়াই যতজনের
- ব্যবসায়ীদের দাবির মুখে সরকারের নতি স্বীকার, বাড়ল ভোজ্যতেলের দাম
- সপ্তাহের শুরুতে স্বর্ণের বাজার দর ও বিস্তারিত মূল্য তালিকা
- আজকের রাশিফল: ৬ ডিসেম্বর ২০২৫ জেনে নিন আপনার দিনটি কেমন কাটবে
- শীতে ত্বক শুষ্ক ও র্যাশ কেন হয়, জানুন সমাধান
- ৭ ডিসেম্বর ডিএসই টপ গেইনার তালিকা প্রকাশ








