ঈদের পর ফেরার টিকিট এখন অনলাইনে

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ৩১ ১১:১৬:৪৬
ঈদের পর ফেরার টিকিট এখন অনলাইনে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছেড়ে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে আজ থেকে ফিরতি ট্রেন টিকিটের অগ্রিম বিক্রি শুরু করেছে। যাত্রীরা এবারও শতভাগ আসনের টিকিট পাচ্ছেন অনলাইনেই, যা টিকিট সংগ্রহ প্রক্রিয়াকে আরও সহজ ও সচ্ছ্ব করেছে।

শনিবার সকাল ৮টায় শুরু হয়েছে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের এবং দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলগামী ট্রেনের ফিরতি টিকিট বিক্রি। আজ বিক্রি হচ্ছে ১০ জুনের ট্রেনের টিকিট। ঈদের পর কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য ৭ দিনের বিশেষ ফিরতি টিকিট ব্যবস্থা চালু করেছে রেল কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের ফিরতি টিকিট বিক্রি ৩১ মে থেকে শুরু হয়েছে। ৩১ মে বিক্রি হচ্ছে ১০ জুনের টিকিট, ১ জুন ১১ জুনের, ২ জুন ১২ জুনের, ৩ জুন ১৩ জুনের, ৪ জুন ১৪ জুনের এবং ৫ জুন বিক্রি হবে ১৫ জুনের ট্রেনের টিকিট।প্রত্যেক যাত্রী একসঙ্গে চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক আসন কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময়েই উল্লেখ করতে হবে। উল্লেখযোগ্যভাবে, এই ফিরতি টিকিটগুলো ফেরতযোগ্য নয়, অর্থাৎ কেনার পর রেল কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়া যাবে না।

রেলওয়ে জানায়, সব টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রি হচ্ছে, যা কালোবাজারি রোধ ও সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। গত ২৭ মে ঈদের আগে যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরুর পর থেকেই অনলাইন সেবার মাধ্যমে টিকিট বিক্রিতে যাত্রী সাড়া পাচ্ছে রেলওয়ে।

প্রতি বছর ঈদের সময় ট্রেন ভ্রমণে ব্যাপক চাপ পড়ে। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ট্রেন, বাড়তি কোচ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে অনলাইনে চাপ সামাল দিতে কারিগরি সক্ষমতা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করা জরুরি বলে অভিমত বিশেষজ্ঞদের।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, "আমরা চেষ্টা করছি যাতে সর্বোচ্চ সংখ্যক মানুষ নির্বিঘ্নে এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে। এই জন্য অনলাইন ব্যবস্থাকে শতভাগ কার্যকর করা হচ্ছে।"

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ