প্রথম শ্রেণির ক্রিকেটে নবীর ছেলের দাপুটে শুরু

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ৩০ ১৭:৫৯:১৩
প্রথম শ্রেণির ক্রিকেটে নবীর ছেলের দাপুটে শুরু

এই কারণেই ৪০ বছর পেরিয়েও নবী আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ পারফরম্যান্স দিয়ে খেলছেন। তবে শুধু স্বপ্ন দেখলেই হবে না, হাসান ইসাখিলকে ঘরোয়া ক্রিকেটে দারুণ কিছু করে জাতীয় নির্বাচকদের নজর কাড়তে হবে। সেই কাজে ইসাখিল ভালোই এগিয়ে যাচ্ছেন।

এই মাসের মাঝামাঝি সময়ে আফগানিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচেই ইসাখিল সেঞ্চুরি করেন। যদিও মাঝে এক ম্যাচে বড় ইনিংস করতে পারেননি, মাসের শেষ দিকে আবারও একটি সেঞ্চুরি তুলে নেন। প্রথম তিনটি ম্যাচে দুই সেঞ্চুরি পাওয়া মানে তার শুরু বেশ দাপুটে।

আফগানিস্তানের চার দিনের প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতার নাম আহমেদ শাহ আবদালি টুর্নামেন্ট। নানগারহারে পঞ্চম রাউন্ডে হিন্দুকুশ স্ট্রাইকার্সের হয়ে পামির লিজেন্ডসের বিপক্ষে গতকাল প্রথম দিনে ইসাখিল ১৪০ বল খেলে ১২৮ রান করেন, যেখানে ছিল ১৪টি চার ও ৪টি ছক্কা। একই দিনে তার উদ্বোধনী সঙ্গী নুর উল রহমানও সেঞ্চুরি পান।

আজ দ্বিতীয় দিনে আফগানিস্তান জাতীয় দলের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি ১৩৮ রান করে অপরাজিত ছিলেন এবং তার দল হিন্দুকুশ স্ট্রাইকার্স ২ উইকেটে ৫০৪ রান সংগ্রহ করেছে।

এর আগে ১৮ মে আমানউল্লা ম্যাচে নিজের অভিষেক দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেন ইসাখিল। ওই সেঞ্চুরিটি তার দল মাইওয়ান্দ চ্যাম্পিয়নসের সঙ্গে হিন্দুকুশ স্ট্রাইকার্সের ম্যাচ ড্র করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই দারুণ পারফরম্যান্স দেখে আশা করা যায়, শিগগিরই হাসান ইসাখিল আফগানিস্তান জাতীয় দলে জায়গা করে নেবেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ