স্বপ্ন ছুঁতে দুই তরুণের অগ্রযাত্রা

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১০ ১৭:১০:০০
স্বপ্ন ছুঁতে দুই তরুণের অগ্রযাত্রা

তিন মাসের প্রতিযোগিতা, স্বপ্ন আর পরিশ্রমের ফল মিলল এক রাতেই। দীপ্ত টেলিভিশনের প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো ‘স্টার হান্ট’-এর গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে চূড়ান্ত হলো দুই বিজয়ীর নাম। নাট্যকলা ও অভিনয়ে সম্ভাবনার দ্বার খুলে গেল কিশোরগঞ্জের মিষ্টি ঘোষ এবং বরিশালের সাকিব হোসাইনের জন্য। শুক্রবার রাতে আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট এবং ঘোষিত হয় অভিনয়ের জগতে তাঁদের ভবিষ্যৎ পথচলা—বড় পর্দার সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টেলিভিশন ধারাবাহিকে দুই বছরের চুক্তিভিত্তিক কাজের সুযোগ।

মিষ্টি ঘোষ: নাট্যমঞ্চ থেকে পর্দার পথে

মিষ্টির গল্প যেন একেবারে রূপকথার মতো। মঞ্চনাটকের মধ্য দিয়ে অভিনয়ে হাতেখড়ি ২০১৬ সালে, এরপর নাচে তালিম নিতে আসেন ঢাকায়। ফ্যাশন হাউসের চাকরির ব্যস্ততা সত্ত্বেও লালন করে গেছেন অভিনয়ের স্বপ্ন। ‘স্টার হান্ট’-এ সুযোগের শেষ মুহূর্তে অডিশনের দরজায় দাঁড়িয়ে সময় পেরিয়ে যাওয়ার পরেও দীপ্ত টিভির সরাসরি সহায়তায় অডিশনের সুযোগ পান। পারফরম্যান্সে ওঠানামা থাকলেও একপর্যায়ে বাদ পড়েও বিচারকদের বিবেচনায় ফিরে আসেন এবং নিজের সর্বোচ্চটা দিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেন।

চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তে পরিবার না থাকায় আবেগে ভেঙে পড়েছিলেন মিষ্টি। বলেন, ‘খুশির এই মুহূর্তে কেউ পাশে ছিল না, কিন্তু মানসিকভাবে তাঁরা আমার সঙ্গে ছিলেন। ভিডিও কলে কথা হয়েছে, সবাই খুশি।’ মিষ্টি বিশ্বাস করেন ভয়ই মানুষের সবচেয়ে বড় শত্রু। সেই ভয় জয় করে আত্মবিশ্বাসে পথ চলতে চান তিনি। আদর্শ হিসেবে মেহজাবীন চৌধুরীকে অনুসরণ করেন এবং অনুপ্রেরণা নেন সাদিয়া ইসলাম মৌয়ের কাছ থেকে।

সাকিব হোসাইন: ক্যামেরার পেছন থেকে সামনে

বরিশালের ছেলে সাকিব হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ছাত্র। ক্যামেরার পেছনে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ইতিমধ্যে অর্জন করেছেন আন্তর্জাতিক স্বীকৃতি। তবে স্টার হান্টে অংশ নেওয়ার অভিজ্ঞতা তাঁর জীবন বদলে দেয়। বিজয়ের আনন্দের মুহূর্তে পাশে পেয়েছেন বাবাকে, যাঁর উপস্থিতি তাঁকে আবেগাপ্লুত করে তোলে।

সত্য নিউজ: সাকিব বলেন, ‘এই দিনে শুধু চ্যাম্পিয়ন হয়েছি বলেই নয়, বাবাকে পাশে পেয়েছি বলেই দিনটি বিশেষ। ছোটবেলা থেকে এমন দিনে তাঁকে কখনো সামনে পাইনি।’ স্টার হান্টকে জীবনের প্রথম সিঁড়ি হিসেবে দেখে সামনে এগিয়ে যেতে চান তিনি। অভিনয়ের জগতে পরিপূর্ণ তারকা হিসেবে নিজেকে গড়ে তুলতে চান সাকিব, যাঁর প্রিয় অভিনেতারা হলেন হৃতিক রোশন, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, লিওনার্দো ডিক্যাপ্রিও ও টম হ্যাঙ্কস।

অন্যান্য বিজয়ী ও জমকালো আয়োজন

প্রথম রানার্সআপ হয়েছেন যশোরের ফারিহা রহমান এবং বরিশালের শফিউল রাজ। দ্বিতীয় রানার্সআপ হয়েছেন সিলেটের সানজিদা চৌধুরী ও বরিশালের হাফিজ রহমান। গ্র্যান্ড ফিনালে ছিল প্রতিযোগীদের নাচ, কমেডি স্কিট এবং সঙ্গীত পরিবেশনা। সন্ধি, সভ্যতা ও কর্নিয়ার ম্যাশআপ সবার প্রশংসা কুড়ায়।

এই প্রতিযোগিতা শুধু একটি শো নয়, এটি হয়ে উঠেছে প্রতিভাবান তরুণ-তরুণীদের জীবনের মোড় ঘোরানো এক অনন্য প্ল্যাটফর্ম। দীপ্ত টিভির এ উদ্যোগ শিল্প-সাহিত্যের নতুন প্রজন্মকে যেমন অনুপ্রাণিত করছে, তেমনি দেশের নাট্য ও চলচ্চিত্র জগতে তৈরি করছে নতুন সম্ভাবনার স্রোত।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ