বিসিবি সভাপতি পদে পরিবর্তন: গভীর রাতে ফারুক আহমেদ অপসারিত

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ৩০ ০৮:২২:১১
বিসিবি সভাপতি পদে পরিবর্তন: গভীর রাতে ফারুক আহমেদ অপসারিত

দিনভর নাটকীয়তা শেষে গভীর রাতে বাংলাদেশ ক্রীড়া প্রশাসনে ঘটে গেল এক বড় ধাক্কা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ক্যাটাগরিতে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এনএসসির সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, বিপিএলের জটিলতা এবং বিসিবির ৮ পরিচালকের আনিত অনাস্থা প্রস্তাব পর্যালোচনার ভিত্তিতে বিসিবির কার্যক্রম স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ প্রথমে মন্তব্য না করলেও জানান, তিনি আইনজীবীর পরামর্শ নেবেন এবং যথাযথ নিয়মে প্রতিক্রিয়া জানাবেন। তিনি বলেন, "যা কিছুই হোক, সেটি নিয়মের মধ্যেই হতে হবে।"

বুধবার রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফারুক আহমেদকে ডেকে সরকারের অনীহার কথা জানান। এরপর থেকেই পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটতে থাকে। বিকেলে ফারুক আহমেদ গণমাধ্যমে জানান, তিনি পদত্যাগ করবেন না। কিন্তু একই দিনে বিসিবির ৮ পরিচালক ৬ পৃষ্ঠার এক আবেদনপত্রে তার বিরুদ্ধে অনাস্থা আনেন। পাশাপাশি বিপিএল বিষয়ক জটিলতার তদন্ত প্রতিবেদন এনএসসিতে জমা পড়ে, যেখানে ব্যর্থতার দায় চাপানো হয় ফারুকের ওপর।

এই দুই প্রতিবেদন মূল্যায়নের পর রাত ১১টার কিছু আগে এনএসসি তার মনোনয়ন বাতিল করে। যদিও এখনও স্পষ্ট নয়, এই মনোনয়ন বাতিলের মাধ্যমে বিসিবির সভাপতি পদটি শূন্য হয়েছে কিনা, কারণ আইনগতভাবে এটি একটি জটিল বিষয়।

সরকারের পক্ষ থেকে বিকল্প প্রেসিডেন্ট হিসেবে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও আইসিসির ডেভেলপমেন্ট অফিসার আমিনুল ইসলাম বুলবুলের নাম। তিনি বলেন, “সরকারের শীর্ষ পর্যায় থেকে প্রস্তাব পেলে আমি তাতে সম্মতি দিয়েছি। আইসিসির কাছ থেকেও ছাড়পত্র পেয়েছি।”

শুধু সভাপতি নয়, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজনকেও সরিয়ে দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। তার স্থলে দায়িত্ব নিতে পারেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ