দিল্লিতে রাষ্ট্রপতি মুর্মুর কাছে পরিচয়পত্র পেশ করলেন হাইকমিশনার রিয়াজ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৯ ২২:১৬:০৯
দিল্লিতে রাষ্ট্রপতি মুর্মুর কাছে পরিচয়পত্র পেশ করলেন হাইকমিশনার রিয়াজ

ভারতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ বৃহস্পতিবার (২৯ মে) ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ভারতের তথ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মুর্মু নতুন হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বাংলাদেশ-ভারতের মধ্যে বিদ্যমান গভীর ও ঐতিহাসিক সম্পর্কের ওপর আলোকপাত করেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ স্মরণ করে বলেন, দুই দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে যৌথভাবে কাজ করা প্রয়োজন।

নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশের রাষ্ট্রপতির শুভেচ্ছা পৌঁছে দেন এবং ভবিষ্যতে দুই দেশের বহুমুখী সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, "এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের লক্ষ্যে ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে—এটাই আমাদের অঙ্গীকার।"

উল্লেখ্য, এম রিয়াজ হামিদুল্লাহ চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে দিল্লিতে দায়িত্ব নিতে পৌঁছান। যদিও তাঁর পরিচয়পত্র পেশের পূর্বনির্ধারিত তারিখ ছিল ১৫ মে, তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়। এই হঠাৎ সিদ্ধান্তের কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি ভারত সরকার।

দিল্লিতে হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের আগে রিয়াজ হামিদুল্লাহ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ