তীব্র তাপদাহে ডিএনসিসির সতর্কতা জারি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১০ ১৬:০৪:৪১
তীব্র তাপদাহে ডিএনসিসির সতর্কতা জারি

সত্য নিউজ: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিনদিন (১১, ১২ ও ১৩ মে) দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই প্রাকৃতিক পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তাদের মশকনিধন কর্মসূচির সময়সূচিতে সাময়িক পরিবর্তন এনেছে।

শনিবার (১০ মে) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গরমের মাত্রা বিবেচনায় নিয়ে আগামী তিন দিন মশক কর্মীদের সকালের সেশনে কাজের সময় এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১, ১২ ও ১৩ মে তারিখে সকালের শিফটে কর্মীদের হাজিরার শেষ সময় ১১টা ৪৫ মিনিটের পরিবর্তে সকাল ১০টা ৪৫ মিনিট করা হয়েছে। স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় ডিএনসিসি।

এছাড়া ১৪ মে থেকে গ্রীষ্মকালীন সময়সূচি কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্টদের নতুন সময়সূচি সংক্রান্ত নির্দেশনা পৃথকভাবে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। এ অবস্থায় বিশেষ করে খোলা জায়গায় কাজ করা সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠান সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে।

ঢাকা শহরের পরিবেশ স্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে নিয়োজিত মশক কর্মীরা প্রচণ্ড গরমে মাঠপর্যায়ে কাজ করে থাকেন। তীব্র তাপদাহে এই কর্মীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে ডিএনসিসির এই পদক্ষেপ প্রশংসনীয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ