লালবাগে এডিসের বিরুদ্ধে অভিযান জোরালো

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১০ ১৫:৫৪:৫৯
লালবাগে এডিসের বিরুদ্ধে অভিযান জোরালো

সত্য নিউজ: আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু ও এডিস মশার বিস্তার রোধে আগাম প্রস্তুতি হিসেবে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শনিবার রাজধানীর লালবাগ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া বলেন, “ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সম্পৃক্ত করাই আমাদের অন্যতম লক্ষ্য। শুধু সিটি করপোরেশন নয়, জনগণের সচেতন অংশগ্রহণ ছাড়া একটি পরিচ্ছন্ন নগরী গড়া সম্ভব নয়।” তিনি জানান, আসন্ন বর্ষায় রাজধানীকে সবুজ ও বাসযোগ্য রাখতে ডিএসসিসি নগরজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচিও হাতে নিচ্ছে।

অভিযানের সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, “ডেঙ্গু ও জনভোগান্তি রোধে আমাদের অগ্রাধিকার সর্বোচ্চ। নিয়মিত মশক নিধনের পাশাপাশি এই ধরণের বিশেষ অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ অব্যাহত থাকবে।”

লালবাগ এলাকার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি জানান, ঐতিহ্যবাহী স্থানগুলোকে পর্যটনবান্ধব করতে পরিকল্পনা নেওয়া হচ্ছে। এতে করে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা যাবে, যা নগর অর্থনীতিতেও ভূমিকা রাখবে।

এছাড়া নগরের স্যুয়ারেজ ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে একটি আধুনিক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের কাজ চলমান আছে। এতে করে ময়লা ও বর্জ্য পানির সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সচিব।

এই উদ্যোগের মাধ্যমে ডিএসসিসি বর্ষা মৌসুমের আগেই নাগরিক স্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন নগর বাস্তবায়ন এবং শহরের টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ