ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে গবেষণার যুগ শুরু!

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৯ ১২:১০:৪৪
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে গবেষণার যুগ শুরু!

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে প্রথমবারের মতো এমফিল (Master of Philosophy) ও পিএইচডি (Doctor of Philosophy) ডিগ্রি চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর ফলে দেশের ফাজিল ও কামিল পর্যায় উত্তীর্ণ শিক্ষার্থীসহ স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।

বুধবার (২৮ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৩নং ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত উচ্চতর ডিগ্রি ও গবেষণা পরিচালনা কমিটির প্রথম সভা থেকে এই ঐতিহাসিক সিদ্ধান্তের ঘোষণা আসে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘এমফিল ও পিএইচডি প্রবিধান (নীতিমালা) ২০২৩’ অনুসারে উচ্চশিক্ষা ও গবেষণার মান নিশ্চিত করতে কার্যক্রম শুরু হয়েছে। খুব শিগগিরই এই দুই উচ্চতর ডিগ্রির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সভায় উপাচার্য ড. শামছুল আলম বলেন, “আমরা আন্তর্জাতিক মান বজায় রেখে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালু করবো। দেশের কামিল ও ফাজিল পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে এ উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে।”

তিনি আরও জানান, বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হবে এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ গবেষকদের পরামর্শ গ্রহণ করে গবেষণার মান ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা হবে।

এই উদ্যোগের মাধ্যমে শুধু মাদরাসা শিক্ষার্থীরাই নয়, ইসলামি ও আরবি শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আগ্রহী যেকোনো স্নাতকোত্তর ডিগ্রিধারী গবেষণার সুযোগ পাবেন। একাডেমিক ও গবেষণাধর্মী পরিবেশ তৈরিতে এই পদক্ষেপ ইসলামি শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের পথ দেখাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, অধ্যাপক আবু জাফর খান, কামিল শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ওলী উল্লাহ, ফাজিল গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার আইয়ুব হোসেন, ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের এই যুগান্তকারী সিদ্ধান্ত দেশের মাদরাসাভিত্তিক উচ্চশিক্ষা ব্যবস্থাকে নতুন মাত্রা দেবে এবং গবেষণাধর্মী জ্ঞানচর্চায় মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ