বিনিয়োগে অনেক ‘সার্কাস’ চলছে: খসরু

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১০ ১৫:৪৪:৩৯
বিনিয়োগে অনেক ‘সার্কাস’ চলছে: খসরু

সত্য নিউজ: নির্বাচিত সরকার ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা ও টেকসই বিনিয়োগ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের বর্তমান বিনিয়োগ পরিবেশ প্রকৃতপক্ষে একটি “সার্কাসে” পরিণত হয়েছে, যা কেবল চোখ ধাঁধানো প্রদর্শনী মাত্র—বাস্তব কোনো সম্ভাবনার প্রতিফলন নয়।

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির একটি কনভেনশন সেন্টারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, “আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি। কিন্তু এখনও দেশে একটি নির্বাচিত, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়নি। বাংলাদেশের জনগণের প্রতি দায়বদ্ধ সরকার না থাকা পর্যন্ত রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, আর সে কারণে বিনিয়োগও হবে না—না দেশীয়ভাবে, না আন্তর্জাতিকভাবে।”

সম্প্রতি আয়োজিত বিভিন্ন বিনিয়োগ সম্মেলন ও সরকারের প্রচেষ্টার সমালোচনা করে তিনি বলেন, “আমরা তো বিনিয়োগের অনেক সার্কাস দেখতে পাচ্ছি। দুঃখের সঙ্গে বলছি—এই সব কর্মকাণ্ড সার্কাস ছাড়া আর কিছু নয়। বিনিয়োগকারীরা এসব দেখে বিনিয়োগ করেন না। তারা চায় স্থিতিশীল রাজনৈতিক অবস্থা, স্বচ্ছ নীতিমালা এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা।”

তিনি আরও বলেন, “যারা প্রকৃত বিনিয়োগ বোঝেন, তারা জানেন এই সার্কাস দিয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগ সম্ভব নয়। বিনিয়োগ তখনই হবে যখন একটি বৈধ, জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্বে থাকবে। সেখান থেকেই বিনিয়োগকারীদের আস্থা জন্মায় এবং তারা সেই সরকারের নীতিনির্ধারণী মনোভাব দেখে সিদ্ধান্ত নেন।”

সেমিনারে তিনি তরুণদের শিল্পায়ন ও কর্মসংস্থান নিয়ে ভাবতে এবং রাজনৈতিকভাবে সচেতন হয়ে দেশের ভবিষ্যত গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

এই বক্তব্যের মাধ্যমে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা আবারও সরকারের রাজনৈতিক বৈধতা এবং অর্থনৈতিক কৌশলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ