ঈদে আসছে ‘ইনসাফ’: ভাইরাল টিজারে টান টান উত্তেজনা

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৭ ১৬:৩২:৫৬
ঈদে আসছে ‘ইনসাফ’: ভাইরাল টিজারে টান টান উত্তেজনা

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা সঞ্জয় সমদ্দারের প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য অ্যাকশন থ্রিলার ‘ইনসাফ’। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির ৮২ সেকেন্ডের টিজার, যা মুক্তির পরপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

টিজারে উঠে এসেছে প্রেম, প্রতিশোধ ও ন্যায়ের সন্ধানে নির্মিত এক ঘোরলাগা কাহিনির ঝলক। কেন্দ্রীয় চরিত্র ইউসুফের ভূমিকায় শরীফুল রাজ হাজির হয়েছেন এক ভিন্ন ও ভয়ঙ্কর রূপে—চোখেমুখে প্রতিশোধের ছাপ, হাতে কুড়াল, মুখে জ্বলন্ত সিগারেট। আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি বিশেষ দৃশ্য, যেখানে খুনের পর দুধ দিয়ে গোসল করেন ইউসুফ। এই অস্বাভাবিক আচরণে ফুটে উঠেছে চরিত্রটির জটিল মনস্তত্ত্ব।

টিজারের আরেক আকর্ষণ অভিনেত্রী তাসনিয়া ফারিণ। যদিও তার স্ক্রিন টাইম ছিল কম, তবে এক অ্যাকশন দৃশ্যে রক্ত ছিটকে পড়া এবং পুলিশের পোশাকে উপস্থিতি নিয়ে দর্শকদের কৌতূহলের অন্ত নেই। তার ফাইট সিকোয়েন্স এবং গান ফাইটিং দৃশ্যও নজর কেড়েছে।

তবে সবচেয়ে বড় চমক ছিল টিজারের শেষ মুহূর্তে। সেখানে হাজির হন অভিনেতা মোশাররফ করিম—চোখে চশমা, হাতে শর্টগান, আর মুখে সংলাপ: “আমি অমানুষ মারি, মানুষ মারি না।” এই সংলাপটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং মিম হিসেবেও ঘুরছে নানা প্ল্যাটফর্মে।

সঞ্জয় সমদ্দার এর আগে কলকাতায় ‘মানুষ’ সিনেমা নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। তবে ‘ইনসাফ’ তার প্রথম বাংলাদেশি প্রেক্ষাগৃহমুখী কাজ, যেখানে তিনি দেশীয় দর্শকদের জন্য এক ঝকঝকে ও ডার্ক অ্যাকশন ঘরানার নতুন ধারা আনতে চেয়েছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ