পড়ে গিয়েও হাজারো মানুষের প্রশংসায় ভাসছেন শাকিরা

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৭ ১৪:২৮:১৩
পড়ে গিয়েও হাজারো মানুষের প্রশংসায় ভাসছেন শাকিরা

বিশ্বসংগীতের জনপ্রিয় তারকা শাকিরা আবারও মুগ্ধ করলেন বিশ্বজুড়ে ভক্তদের। তবে এবার কণ্ঠ বা পারফরম্যান্সে নয়, তিনি চমকে দিলেন তার অপূর্ব পেশাদারিত্ব দিয়ে। কানাডার কুইবেকে চলমান ‘হিপস ডোন’ট লাই’ ট্যুরে শো চলাকালে হঠাৎ মঞ্চে পড়ে গেলেও এক মুহূর্তও না থেমে পারফরম্যান্স চালিয়ে যান তিনি, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ঘটনাটি ঘটেছে ২০ মে, কানাডার মন্ট্রিয়লের বেল সেন্টারে। তখন জনপ্রিয় গান ‘হোয়েনএভার, হোয়েয়ারএভার’-এর তালে নাচছিলেন শাকিরা। দর্শকদের মাতিয়ে তোলার মাঝেই হঠাৎ মঞ্চে পিছলে পড়ে যান। তবে অবাক করা বিষয়—কোনো দ্বিধা বা সংকোচ ছাড়াই মুহূর্তেই উঠে দাঁড়িয়ে গান চালিয়ে যান, যেন এটাই ছিল কোরিওগ্রাফির পরিকল্পিত অংশ!

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভাসছেন শাকিরা। কেউ তাকে বলছেন "দ্য বস", কেউ বলছেন "সাহসী নারী", আবার অনেকেই তার দৃঢ়তা ও নিয়ন্ত্রণক্ষমতার উদাহরণ হিসেবে এই ঘটনাকে তুলে ধরছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পিপল এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো ঘটনার পরেও শাকিরার কণ্ঠ, তাল এবং নাচের ফ্লোতে বিন্দুমাত্র ছন্দপতন ঘটেনি। এমনকি তিনি আঘাত পেয়েছেন কি না, তা নিয়েও অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েন। এক নেটিজেন লিখেছেন, “এই ঘটনা প্রমাণ করে কেন শাকিরা বিশ্বের অন্যতম সেরা পারফর্মার।” আরেকজন মন্তব্য করেন, “মঞ্চে পড়ে যাওয়াটা বড় বিষয় নয়, কীভাবে সামলানো হয়—তাই গুরুত্বপূর্ণ। শাকিরা সেটা দেখিয়ে দিয়েছেন।

এই অনন্য ঘটনার মাধ্যমে শাকিরা আবারও প্রমাণ করলেন, তিনি শুধু একজন আন্তর্জাতিক পপ সেনসেশনই নন, বরং একজন আদর্শ মঞ্চশিল্পী, যিনি দর্শকের প্রতি সম্মান বজায় রেখে নিজেকে সবার থেকে আলাদা করেছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত