চাল বিতরণে ঘুষ: বোদায় ১১ ইউপি সদস্য আটক

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৭ ০৯:২৬:৫৬
চাল বিতরণে ঘুষ: বোদায় ১১ ইউপি সদস্য আটক

পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নে দরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত ভিডব্লিউবি চাল বিতরণে অর্থ লেনদেনের অভিযোগে ১১ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতদের মধ্যে রয়েছেন ৩ জন সংরক্ষিত নারী সদস্যও। সোমবার (২৬ মে) রাতে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়।

সেনাবাহিনীর অভিযানে তাদের কাছ থেকে ১ লাখ ১৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, সরকারিভাবে ২৫৮টি উপকারভোগী পরিবারের মাঝে পাঁচ মাসের ১৫০ কেজি করে চাল বিতরণ চলাকালে প্রতি পরিবার থেকে ৫০০ থেকে ৬০০ টাকা করে অবৈধভাবে আদায় করা হচ্ছিল। বিষয়টি জানাজানি হলে সুবিধাভোগীরা ইউপি কার্যালয়ে বিক্ষোভ করেন এবং অভিযুক্ত সদস্যদের অবরুদ্ধ করে রাখেন।

একপর্যায়ে প্রায় ৫০০ জন এলাকাবাসী বিক্ষোভে অংশ নেন, পরে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আটক ইউপি সদস্যরা হলেন: খলিলুর রহমান, হামিজ উদ্দিন, প্রিয় নাথ রায়, সুনীল চন্দ্র রায়, দাহির উদ্দিন, খাদিমুল ইসলাম, মামুন ইসলাম, আশরাফুল ইসলাম, শেফালী রাণী, বিলকিস বেগম ও রুপালী বেগম। এছাড়া অভিযুক্ত ৪নং ওয়ার্ডের সদস্য রতিকান্ত বর্মন পলাতক রয়েছেন।

সুবিধাভোগী আজহারুল ইসলাম অভিযোগ করে বলেন, “সরকারি চাল নিতে হলে মেম্বার ৫০০ টাকা দাবি করেন। টাকা ছাড়া চাল দেননি।” ৮নং ওয়ার্ডের আনিসুর রহমান জানান, মেম্বার গাড়ি ভাড়া ও কুলি খরচের অজুহাতে টাকা নিয়েছেন। অভিযুক্ত সদস্য মামুন ইসলাম গণমাধ্যমের কাছে স্বীকার করেন, “গরিব মানুষের কাছ থেকে টাকা নেওয়া ঠিক হয়নি। এটা ছিল ভুল সিদ্ধান্ত।”

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির জানান, “ঘটনাস্থলে প্রাপ্ত তথ্য, অভিযোগ ও আটক সদস্যদের স্বীকারোক্তির ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

-অনন্যা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ