আনচেলত্তির ব্রাজিল স্কোয়াড ঘোষণা, নেই নেইমার

ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিজের নতুন অধ্যায় শুরু করেছেন ইতালিয়ান কিংবদন্তি কার্লো আনচেলত্তি। বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে তিনি প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন। তবে এ দলে জায়গা পাননি দলের সবচেয়ে বড় তারকা নেইমার।
ব্রাজিল আগামী ৫ জুন ইকুয়েডর এবং ১০ জুন প্যারাগুয়ের মুখোমুখি হবে। এই দুটি ম্যাচকে সামনে রেখে আনচেলত্তি ২৫ জনের একটি দল চূড়ান্ত করেছেন। দলে ক্যাসেমিরো, অ্যান্টনি, রিচার্লিসন, ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের রাখা হলেও ইনজুরি থেকে ফিরে পুরোপুরি ফিট না থাকায় বাদ পড়েছেন নেইমার।
আনচেলত্তি জানিয়েছেন, নেইমারের শারীরিক অবস্থা নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে এবং খেলোয়াড় নিজেও বুঝতে পেরেছেন বর্তমানে দলে থাকা তার পক্ষে উপযুক্ত নয়। কোচের মতে, তার দৃষ্টি এখন ২০২৬ বিশ্বকাপের দিকে। সে লক্ষ্যে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্য মিলিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়ার চেষ্টা চলছে।
ঘোষিত স্কোয়াডে যেমন অভিজ্ঞ ক্যাসেমিরো ও মার্কিনিয়োস রয়েছেন, তেমনি সুযোগ পেয়েছেন নতুন মুখ এস্তেভাও ও আন্দ্রে সান্তোসের মতো প্রতিশ্রুতিশীল ফুটবলাররাও।
কার্লো আনচেলত্তির ঘোষিত ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন, বেন্তো, হুগো সাউজাডিফেন্ডার: ডানিলো, ভ্যান্ডারসন, আলেক্স সান্দ্রো, কার্লোস অগুস্টো, ওয়েসলি, আলেক্সসান্দ্রো, বেরালদো, লিও ওর্তিজ, মার্কিনিয়োসমিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা, আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারায়েস, ক্যাসেমিরো, এডেরসন, জেরসনফরোয়ার্ড: অ্যান্টনি, এস্তেভাও, মার্তিনেল্লি, কুনহা, রাফিনিয়া, রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গেম্বলারদের দৌরাত্ম্য: আস্থা ফেরাতে চাই কঠোর শাস্তি ও কাঠামোগত সংস্কার
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঈদের দীর্ঘ ছুটি, চালু থাকবে জরুরি সেবা
- বাংলাদেশে সেনা-সরকার উত্তেজনা ও ‘কু’ এর গুঞ্জন: নেপথ্যে কি?
- নতুন রাজনৈতিক সমীকরণে কারা টিকে থাকবে, কারা হারিয়ে যাবে?
- সেনাপ্রধানের বক্তব্য, জুলকারনাইন তাতে যা বললেন!
- নাহিদের স্পষ্ট বার্তা: এনসিপিতে নেই দুই উপদেষ্টা আসিফ ও মাহফুজ
- তারকা পরিচিতি: রক্ষাকবচ না কি সমাজবিমুখ অব্যাহতি?
- বিএনপির সালাউদ্দিনকে নিয়ে কি লিখলেন প্রেস সচিব শফিকুল?
- সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তা নিহত
- বাংলাদেশে আন্তর্বর্তী সরকারের পদক্ষেপে মৌলিক অধিকার হুমকিতে
- মুহাম্মদ ইউনূস প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত
- ডিসেম্বরে নির্বাচন চান সেনাপ্রধান
- "ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সব রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন জানিয়েছে"
- তিন মাসে ১.১৮ লাখ কোটি টাকার মূলধন ঘাটতি, দেউলিয়াত্বের পথে ২০ ব্যাংক
- স্টারলিংক চালু, সরকারের দ্রুত সিদ্ধান্তের নেপথ্যে কি?