টাকা ছাড়া কাজ হবে না, এই চর্চা আর থাকবে না: সারজিস আলম

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৬ ২২:৩২:৪০
টাকা ছাড়া কাজ হবে না, এই চর্চা আর থাকবে না: সারজিস আলম

ভবিষ্যতে বাংলাদেশে টাকা ছাড়া কাজ হবে না—এই সংস্কৃতি আর থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তাঁর মতে, অন্ধ ভক্তি নয়, যোগ্যতার ভিত্তিতেই রাজনৈতিক সমর্থন দেওয়া উচিত।

সোমবার (২৬ মে) দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার জিরো পয়েন্টে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। এনসিপির পক্ষ থেকে উত্তরাঞ্চলের ছয়টি উপজেলায় পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সারজিস আলম বলেন, “আগামী নির্বাচনে কাউকে অন্ধভাবে সমর্থন করার প্রয়োজন নেই। এনসিপির কেউ যদি আপনাদের পছন্দ না হয়, ভোট দেবেন না। টাকা দিয়ে পকেট ভরে কেউ ক্ষমতায় এসে যেন আর ভাতার টাকা মেরে দিতে না পারে, সেই দিন শেষ করতে হবে।”

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগের ফিরে আসার আর কোনো সুযোগ নেই। তারা যদি আসে, সেটা হবে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে।”

নির্বাচন নিয়ে সারজিস বলেন, “নির্বাচন তাড়াহুড়ো করে দিয়ে লাভ নেই। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য দরকার বিচার ও সংস্কার প্রক্রিয়া। এই দুইটি সমান্তরালভাবে চালিয়ে উপযুক্ত সময়ে নির্বাচন দিতে হবে।”

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তিনি বলেন, “এই দেশে চাঁদাবাজদের ঠাঁই নেই। কেউ এক টাকা চাঁদা নিলেও সেটা একটা পথ। এই পথ একবার খুলে দিলে তা বন্ধ করা কঠিন।”

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত