বাঁধন কেন ‘খুফিয়া’ করেছিলেন, অন্যরা যেখানে রাজি হননি

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৬ ২১:২৪:৪৬
বাঁধন কেন ‘খুফিয়া’ করেছিলেন, অন্যরা যেখানে রাজি হননি

বলিউডের আলোচিত ছবি ‘খুফিয়া’—যেখানে বাংলাদেশের একমাত্র মুখ হয়ে উঠে আসেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অথচ এই একই ছবির প্রস্তাব পেয়েছিলেন জয়া আহসান, মিম, মেহজাবীন এবং সালহা খানম নাদিয়ার মতো জনপ্রিয় অভিনেত্রীদের কাছেও। কিন্তু তাঁরা কেউই রাজি হননি অভিনয়ের জন্য। শেষ পর্যন্ত সুযোগ পান বাঁধন, এবং অভিনয় দিয়ে প্রশংসা কুড়ান দর্শক ও সমালোচকদের কাছ থেকে।

২০২৩ সালে মুক্তি পাওয়া ছবিটি পরিচালনা করেন ভারতীয় প্রখ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজ। ছবিতে বলিউড সুপারস্টার টাবুর সঙ্গে স্ক্রিন শেয়ার করেন বাঁধন, যেখানে তাদের একটি চুম্বন দৃশ্য নিয়ে আলোড়ন তৈরি হয়েছিল। এই সাহসী চরিত্র এবং দৃশ্যের কারণেই অনেকে পিছিয়ে যান, কিন্তু বাঁধনের ভিন্ন সিদ্ধান্ত বদলে দেয় তাঁর ক্যারিয়ারের গতি।

আজ সোমবার (২৬ মে) ফেসবুকে এক পোস্টে আজমেরী হক বাঁধন তুলে ধরেছেন বিশাল ভরদ্বাজের সঙ্গে তার কথোপকথন। পরিচালক তাঁকে জিজ্ঞাসা করেছিলেন,

“আজমেরী, এই ছবির প্রস্তাব সবাই ফিরিয়ে দিয়েছে। তুমি রাজি হলে কেন?”

জবাবে বাঁধন রসিকতা করে বলেন,

“টাবুকে চুমু খাওয়ার সুযোগ কে ছাড়বে?”

এই মজার উত্তরে হেসে ওঠেন বিশাল ভরদ্বাজ। তবে রসিকতার বাইরেও বাঁধন বলেন,

“সত্যি কথা বলতে আমি আপনার সঙ্গে কাজ করার সুযোগ হারাতে চাইনি। আমি একজন শিল্পী। আমার কিছু নিয়েই ভয় পাওয়া উচিত নয়। চরিত্রটি আমার খুব পছন্দ হয়েছে।”

বিশাল ভরদ্বাজ জানান, বাংলাদেশের বেশ কয়েকজন অভিনেত্রী স্ক্রিপ্টে থাকা ‘জামায়াত’ শব্দ, এবং পর্দায় টাবুর সঙ্গে চুম্বন দৃশ্য থাকায় ছবিতে অভিনয় করতে চাননি। এই স্পর্শকাতর প্রসঙ্গে বাঁধন বলেন,

“স্যার, আমি মনে করি, সবার নিজের মতো করে বাঁচার অধিকার রয়েছে। আমি আমার দেশকে ভালোবাসি। চাই না, মৌলবাদীরা আমার দেশে আধিপত্য গড়ে তুলুক।”

এই বক্তব্য শুনে বিশাল ভরদ্বাজ প্রতিক্রিয়া জানান,

“আমি ঠিক মানুষকেই ছবিতে নিয়েছি। খুব ভালো লাগছে, আমরা একসঙ্গে কাজ করছি।”

আজমেরী হক বাঁধন। ছবি: ফেসবুক থেকে

‘খুফিয়া’ মুক্তির পর আজমেরী হক বাঁধন বলেছিলেন,

“মুক্তির পর যা প্রতিক্রিয়া পেয়েছি, খুবই ভালো। সবাই আমার আর টাবুর রসায়ন পছন্দ করেছে। আমাদের দৃশ্য যখন এসেছে, তখন চোখ সরাতে পারেনি দর্শক।”

এতদিন পর সেই অভিজ্ঞতা স্মরণ করে আবার আলোচনায় এসেছেন তিনি। চলচ্চিত্রপাড়ায় বাঁধনের সাহসী অবস্থান তাকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে গেছে। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’, পরিচালনায় রয়েছেন সানি সানোয়ার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত